মুম্বইয়ে শাহরুখ খানের ২০০ কোটি টাকার বাংলো মন্নতে আশ্রয় নিয়েছে পথকুকুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমনই এক ভিডিও, যা ভাইরাল হয় নিমেষে। যেখানে দেখা যাচ্ছে, বলিউডের কিং খানের বিলাসবহুল বাংলোতে ঢোকার মুখে শান্তিতে শুয়ে ঘুমাচ্ছে এক পথকুকুর। আর এই ভিডিও ভাইরাল হতেই সুপারস্টারের প্রশংয়ায় পঞ্চমুখ তাঁর ভক্ত-অনুরাগীরা। কিছুদিন আগেই দিল্লি-এনসিআর এলাকায় পথকুকুরদের নিয়ে সুপ্রিম রায়ে তোলপাড় হয় গোটা দেশ। আর সেখানে শাহরুখের ২০০ কোটির বাংলোতে আশ্রয় দেওয়া হচ্ছে পথকুকুরকে, যা সত্যিই মুগ্ধ করেছে নেটিজেনদের।
সাগর ঠাকুর নামে জনৈক এক ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। মন্নতের বাইরে থেকে নেওয়া সেই ক্লিপিংসে দেখা গিয়েছে, বাংলোতে ঢোকার মুখেই একটি পথকুকুর শুয়ে রয়েছে আর কোনও কর্মী তাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে না। শাহরুখের পথকুকুরদের প্রতি ভালোবাসা দেখে রীতিমতো আপ্লুত সাগর ঠাকুর সহ নেটিজেনরাও। সেই ভিডিওতে সাগর ঠাকুর এও দাবি করেছেন যে শাহরুখের বাড়ির কর্মীরা নিয়মিত মন্নতের আশেপাশে থাকা কুকুরদের খেতেও দেন। এই ভিডিও পোস্ট হতেই কমেন্ট বক্স ভরে যায় SRK-র প্রশংসায়।
শাহরুখ খানের এই কাজেই রীতিমত মন জয় করেছেন তিনি ৷ মানসিকতা ও মানবিকতা সর্বোপরি তাঁর এই মনোভাবের জন্যই আজ তিনি। সম্প্রতি দিল্লি-এনসিআরের সব পথকুকুরদের সরিয়ে শেল্টারে রাখায় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যার ফলে দেশজুড়ে পশুপ্রেমীদের আন্দোলন শুরু হয়। এরপরই শীর্ষ আদালত তার রায় বদলে জানায় যে পথকুকুরদের প্রয়োজনীয় ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। তবে এরই সঙ্গে এও নির্দেশ দেয় যে পথকুকুরদের রাস্তায় যেখানে সেখানে খাওয়ানো যাবে না।
এই মুহূর্তে বান্দ্রাতে শাহরুখের বাংলো সংস্কারের কাজ চলছে। যা শেষ হতে সময় নেবে এক অথবা দু বছর। যে কারণে শাহরুখ ও তাঁর পরিবার এখন পালি হিলসের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছেন। আর এরই মাঝে শাহরুখ তাঁর ২০০ কোটি টাকার বাড়িতে পথকুকুরকে আশ্রয় দিয়ে সবার নজর কেড়েছেন ৷ ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এই ভিডিও। শাহরুখকে পরবর্তীতে কিং ছবিতে দেখা যাবে, যেখানে তিনি তাঁর মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।