Advertisement

Sudha Chandran Viral: ভজন শুনতে শুনতে এ কী হল অভিনেত্রী সুধা চন্দ্রনের, ঝড়ের গতিতে Video Viral

সুধা চন্দ্রনকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। জনপ্রিয় নৃত্যশিল্পীর পাশাপাশি তিনি একজন অভিনেত্রীও বটে। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁর অদ্ভুত আচরণ দেখে সকলেই বেশ অবাক।

সুধা চন্দ্রনের ভাইরাল ভিডিওসুধা চন্দ্রনের ভাইরাল ভিডিও
Aajtak Bangla
  • মুম্বই,
  • 04 Jan 2026,
  • अपडेटेड 3:36 PM IST
  • সুধা চন্দ্রনকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম।

সুধা চন্দ্রনকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। জনপ্রিয় নৃত্যশিল্পীর পাশাপাশি তিনি একজন অভিনেত্রীও বটে। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁর অদ্ভুত আচরণ দেখে সকলেই বেশ অবাক। তিনি অসুস্থ হয়ে গিয়েছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা জানা যায়নি। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সুধা চন্দ্রন পরে রয়েছেন লাল রঙের সাদা শাড়ি ও ব্লাউজ। সেই সঙ্গে ভারী সোনার গয়না। মাথায় ঠাকুরের নাম লেখা লাল-সোনালি রঙের ফেট্টি বাঁধা। এই বেশে নাচতে নাচতে হঠাৎই লুটিয়ে পড়ছেন সুধা চন্দ্রন। সুধার এই ভিডিওটি কোনও ভজন অনুষ্ঠানের, যেখানে মায়ের ভজন শুনতে শুনতে অভিনেত্রী মগ্ন হয়ে গিয়েছেন। আর পুজোতে ভজন শুনতে শুনতে নাচতে নাচতে হঠাৎ করেই অদ্ভুত আচরণ করতে শুরু করে দেন তিনি। ভজন চলাকালীন দেখা যায়, ক্রমশ নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছেন সুধা। লুটিয়ে পড়ছেন তিনি। দৃষ্টিতেও বদল আসছে। সঙ্গে সঙ্গে তাঁকে গিয়ে ধরেন ঘটনাস্থলে উপস্থিত তিনজন।

 

শুধু তাই নয়, ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে কামড়াতে যাচ্ছেন সুধা। আবার কখনও কেঁদে লুটিয়ে পড়তে দেখা যাচ্ছে তাঁকে। ওখানে উপস্থিত একজন অভিনেত্রীর মাথায় বার বার হাত দিয়ে তাঁকে শান্ত করার চেষ্টা করছিলেন। ওই আবহে দেখা যায়, এক শিল্পী কালী রূপে নাচছেন। কিন্তু কেন এমন ঘটল সুধার সঙ্গে, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে সুধা চন্দ্রনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। নেটিজেনরা তাঁকে এরকম অবস্থায় দেখে উদ্বিগ্ন প্রকাশ করেছেন। নেটাগরিকের একাংশের কথায়, গভীর ভাবে আধ্যাত্মিক হতে পারলে, এমন হয়েই থাকে। কোনও মহাজাগতিক শক্তি ভর করে ভক্তদের উপরে। আবার কারোর কারোর মতে, এটা কোনও শ্যুটিংয়ের অংশও হয়ে থাকতে পারে। 

সুধা চন্দ্রনের তরফ থেকে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ভারতীয় চলচ্চিত্র ও ছোটপর্দায় এক উল্লেখযোগ্য নাম সুধা চন্দ্রন। ‘নাচ ময়ূরী’ নামে একটি ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন।

Advertisement

   

Read more!
Advertisement
Advertisement