Advertisement

Television Gossip: সাহেবের বাহুলগ্না সুস্মিতা, জন্মদিনের আদুরে শুভেচ্ছা, প্রেমে সিলমোহর পড়ল?

'কথা' সিরিয়ালের মাধ্যমেই একে-অপরের সঙ্গে পরিচয় সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-এর। এরপর এই সিরিয়ালের জনপ্রিয়তা যত বেড়েছে ততই তাঁদের নিয়ে আলোচনাও বেড়েছে। সাহেব-সুস্মিতার সম্পর্কে রয়েছেন, তা নিয়ে টেলি ইন্ডাস্ট্রিতে চর্চা কম নেই। যদিও তাঁরা নিজেরা এই বিষয়ে কোনও মন্তব্যই করতে চাননি।

সুস্মিতা-সাহেবসুস্মিতা-সাহেব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 9:55 AM IST
  • 'কথা' সিরিয়ালের মাধ্যমেই একে-অপরের সঙ্গে পরিচয় সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-এর।

'কথা' সিরিয়ালের মাধ্যমেই একে-অপরের সঙ্গে পরিচয় সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-এর। এরপর এই সিরিয়ালের জনপ্রিয়তা যত বেড়েছে ততই তাঁদের নিয়ে আলোচনাও বেড়েছে। সাহেব-সুস্মিতার সম্পর্কে রয়েছেন, তা নিয়ে টেলি ইন্ডাস্ট্রিতে চর্চা কম নেই। যদিও তাঁরা নিজেরা এই বিষয়ে কোনও মন্তব্যই করতে চাননি। তবে একাধিক জায়গায় সাহেব ও সুস্মিতার একসঙ্গে যাতায়াত, শ্যুটিংয়ের পর একসঙ্গে সময় কাটানো অনেকেরই নজরে এসেছে। তবে এখন নতুন করে শোনা যাচ্ছে যে সাহেব ও সুস্মিতা নাকি বাগদান সেরে ফেলেছেন। আর এই গুঞ্জনের মাঝেই সাহেবের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানালেন সুস্মিতা। নেটিজেনদের একাংশ বলছেন তাহলে কি প্রেমে সিলমোহর পড়ল?

সুস্মিতা দুটি ছবি পোস্ট করেছেন, যেখানে সাহেবের বাহুলগ্না তিনি। একে-অপরের দিকে চেয়ে রয়েছেন আর দুজনের মুখেই হাসি। এই ছবি শেয়ার করে সুস্মিতা লেখেন, শুভ জন্মদিন দ্য কিং ভট্টাচার্য...এই জগৎ এবং শ্রী রাধারাণী তোমায় সমস্ত আশীর্বাদ, সুখ, সমৃদ্ধি এবং ভালোবাসা দান করুক... তুমি ইতিবাচকতার উৎস… তুমি খুব দয়ালু আত্মা...!! সবসময় এমনই থাকো…প্রত্যেকের জীবনে একজন করে সাহেব ভট্টাচার্য থাকা উচিত।’ এই পোস্টের শেষে সুস্মিতা হৃদয়ের ইমোজি দিয়েছেন। আর এই পোস্টের পর অনেকেই বলছেন যে তাহলে কি সুস্মিতা ও সাহেব তাঁদের সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন। যদুও এই নিয়ে তাঁদের দুজনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

উইকিপিডিয়া বলছে সাহেব ৪০-এ পা দিলেন। এর আগে সাহেবের সঙ্গে প্রেম ছিল মডেল সোনিকা চৌহানের সঙ্গে। কিন্তু একটি দুর্ঘটনায় সোনিকার মৃত্যু হয়। এরপর সাহেবের সঙ্গে আর কারোর সম্পর্কের গুঞ্জন সেভাবে শোনা যায়নি। পরে অন্য এক মডেলের সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা গেলেও তা নিশ্চিত নয়। অপরদিকে, কথা সিরিয়াল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ব্রেকআপ হয় সুস্মিতা ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক অনির্বাণের সঙ্গে। তাঁদের বাগদান পর্বও সারা হয়ে গিয়েছিল। পর্দার গোবরদেবী এবং অগ্নিভর জুটি দর্শকের মনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর তাই তাঁদের নিয়ে চর্চা হওয়াটা খুবই স্বাভাবিক। 

Advertisement

অনির্বাণের সঙ্গে বিচ্ছেদের পর সহ অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে সুস্মিতার প্রেমচর্চা বেশ জোরালো হচ্ছে। তাঁদের ফটোশ্যুটের ছবি বারবার প্রেমের জল্পনাকে উসকে দিচ্ছে। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, সুস্মিতা-অনির্বাণের বিচ্ছেদের নেপথ্যে নাকি রয়েছেন কথা ধারাহিকের সহ অভিনেতা সাহেব ভট্টাচার্য। যদিও এইসব নিয়ে একেবারেই ভাবিত নন সাহেব ও সুস্মিতা।   
 

Read more!
Advertisement
Advertisement