Advertisement

'রেডিমেড সন্তান', Surrogacy নিয়ে তসলিমার ট্যুইট ঘিরে তুঙ্গে চর্চা

ট্যুইটে তসলিমা নাসরিন লেখেন, "যখন সারোগেসির (Surrogacy) মাধ্যমে সন্তান প্রাপ্তি হয়, তখন সেই মায়েদের কেমন অনুভূতি হয়? তাঁদেরও কি তেমনই অনুভূতি হয়, যেমনটা সন্তানকে জন্ম দেওয়া মায়েদের থাকে?"

তসলিমা নাসরিনতসলিমা নাসরিন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Jan 2022,
  • अपडेटेड 9:38 AM IST
  • সারোগেসি নিয়ে তসলিমার ট্যুইট
  • উল্লেখ করেননি প্রিয়াঙ্কা চোপড়ার নাম
  • মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

সারোগেসির মাধ্যমে মা হওয়া মহিলাদের উদ্দেশ্যে মন্তব্য লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin)। এই বিষয়ে ট্যুইটারে লেখিকা প্রশ্ন তুলেছেন, সারোগেসির মাধ্যমে রেডিমেড সন্তান পাওয়া মহিলাদের কি শিশুর জন্ম দেওয়া মায়েদের মতো একই অনুভূতি থাকে? অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনস সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়ার পর এই ট্যুইট করেন তসলিমা। যদিও তাঁর ট্যুইটে তিনি প্রিয়াঙ্কার নাম উল্লেখ করেননি।  

ট্যুইটে তসলিমা নাসরিন লেখেন, "যখন সারোগেসির (Surrogacy) মাধ্যমে সন্তান প্রাপ্তি হয়, তখন সেই মায়েদের কেমন অনুভূতি হয়? তাঁদেরও কি তেমনই অনুভূতি হয়, যেমনটা সন্তানকে জন্ম দেওয়া মায়েদের থাকে?" তসলিমা আরও লেখেন, "সারোগেসি গরীব মহিলাদের জন্যই সম্ভব। ধনীরা সবসময় নিজেদের স্বার্থের জন্য সমাজে দারিদ্র্যতা বজায় রাখতে চান। সন্তান প্রতিপালনের প্রয়োজনীয়তা থাকলে অনাথদের দত্তক নিন। আপনাদের গুণাবলী শিশুদের উত্তরাধিকার সূত্রে পাওয়া উচিত।"  

এই ট্যুইট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। কেউ তাঁকে সমর্থন জানিয়েছেন, তো কেউ আবার তাঁর এই মন্তব্যকে অসংবেদনশীল বলে আখ্যা দিয়েছেন। যাঁরা তলসিমার মন্তব্যের বিরোধিতা করেছেন তাঁদের মতে, সন্তান দত্তক নেওয়া হবে নাকি সারোগেসির মাধ্যমে সেটি বাবা-মায়েদের ব্যক্তিগত বিষয়। প্রসঙ্গত সম্প্রতি সারোগেসির মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনসের (Nic Jones) প্রথম সন্তানকে স্বাগত জানানোর খবর প্রকাশ্যে এসেছে। 

আরও পড়ুন


 

Read more!
Advertisement
Advertisement