Advertisement

Ananya-Sukanta: লাল রঙের শাড়ি-পাঞ্জাবিতে অনন্যা-সুকান্ত, মাথায় টোপর, কবে এনগেজমেন্ট?

Ananya-Sukanta: টেলিপাড়ায় চর্চিত কাপল অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাল রকমের অ্যাক্টিভ। অনন্যা ইন্ডাস্টির সঙ্গে যুক্ত হলেও সুকান্ত কিন্তু আইটি কর্মী। তবে দুজনেই ব্লগিং দুনিয়ায় এক আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন।

কবে এনগেজমেন্ট করছেন অনন্যা-সুকান্ত?কবে এনগেজমেন্ট করছেন অনন্যা-সুকান্ত?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jan 2025,
  • अपडेटेड 2:31 PM IST
  • টেলিপাড়ায় চর্চিত কাপল অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু।

টেলিপাড়ায় চর্চিত কাপল অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাল রকমের অ্যাক্টিভ। অনন্যা ইন্ডাস্টির সঙ্গে যুক্ত হলেও সুকান্ত কিন্তু আইটি কর্মী। তবে দুজনেই ব্লগিং দুনিয়ায় এক আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন। নেটদুনিয়ায় অনন্যা রিল অনন্যা বলেই পরিচিত। গত বছরই তাঁরা ঘোষণা করেছিলেন যে এই বছরের ফেব্রুয়ারিতে বাগদান পর্ব সেরে নেবেন। আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আর এরই মাঝে তাঁদের নতুন ছবি ঘিরে ফের হইচই শুরু সোশ্যাল মিডিয়ায়। 

অনন্যা যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাঁকে এবং সুকান্তকে লাল রঙের পোশাকে দেখা যাচ্ছে। অনন্যার পরনে লাল রঙের বেনারসী স্টাইলের শাড়ি আর সুকান্ত পরে রয়েছেন লাল রঙের পাঞ্জাবি। দুজনের মাথায় বিয়ের মুকুট। একটা ছবিতে সুকান্তের পাঞ্জাবির বোতাম আটকে দিচ্ছেন অনন্যা। দুজনেই মুখেই একগাল হাসি। এই ছবি পোস্ট করে অনন্যা লিখেছেন, সানাই বাজাও, জামাই সাজাও, কনের মুকুট খোলো, মেরি জান। এই ছবি দেখে মনে করা হচ্ছে যে রিং সেরিমনির পার্টিতে হয়তো এই পোশাকেই দেখা যাবে সুকান্ত ও অনন্যাকে। 

এই লাভবার্ডসের প্রেমের বয়স দেখতে দেখতে ৩। খুব ছোট বয়সেই বাগদান পর্ব সারার সিদ্ধান্ত নিয়েছেন ছোটপর্দার মুন্নি। আর তাঁর প্রেমিক তথা হবু বর সুকান্ত পেশায় একজন ইঞ্জিনিয়ার। সঙ্গে আবার নামী ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁরা তাঁদের এনগেজমেন্টের কার্ড শেয়ার করে নিয়েছেন। ইতিমধ্যেই পোশাক, বিয়ের আংটি সমস্ত কিছু কেনা হয়ে গিয়েছে। ফেব্রুয়ারিতে বাগদান হবে জানালেও, তারিখ সামনে আনেননি এই তারকা জুটি। তবে সুকান্ত সাসপেন্স রেখে ভিডিওতে বলেছেন যে ফেব্রুয়ারি মাসের কোনো এক মঙ্গলবার তাঁরা আংটি বদল করবেন, তবে সেটা ১৪ ফেব্রুয়ারি নয়। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

টেলিদুনিয়ায় এই জুটি ভীষণভাবে জনপ্রিয়। প্রায় ৩ বছর ধরে অনন্যা ও সুকান্ত প্রেমপর্ব চালিয়ে যাচ্ছেন। দুই পরিবারও এই সম্পর্কে বেজায় খুশি। দুই বাড়িতে এই মুহূর্তে তোড়জোড় চলছে। সুকান্তর কলকাতার ফ্ল্যাটে থাকা, বিভিন্ন ট্যুর, এমনকী, অনন্যার বাড়িতেও অবাধ যাতায়াত। এর আগে এনগেজমেন্টের ঘোষণা করে ডিসেম্বর মাসে জানান, এনগেজমেন্ট হলেও, বিয়েটা এখন হচ্ছে না! দিদির বন্ধুকেই মন দিয়েছেন অনন্যা। সুকান্ত ছিলেন অনন্যার দিদি ও অভিনেত্রী অলকানন্দা গুহর বন্ধু। আর অলকানন্দাই বোনের ঘটকালি করেছেন। 

Advertisement

অনন্যা তাঁর অভিনয় কেরিয়ার শুরু করেন কৃষ্ণকলি ধারাবাহিক দিয়ে। এখনও অনন্যাকে অনেকেই তাই চেনে মুন্নি নামে। এরপর তাঁকে মিঠাই ধারাবাহিকে পিঙ্কিজি-র চরিত্রে দেখা যায়। নজরে আসেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘তুঁতে’, ‘কমলা ও শ্রীমান পথ্বীরাজ’। মাঝে নার্ভ সিরিজেও কাজ করেন। আপাতত মিত্তির বাড়ি ধারাবাহিকে রয়েছেন তিনি। 

 

Read more!
Advertisement
Advertisement