Advertisement

Prabir-Geetashree: ফুটবলার প্রেমিকের জন্মদিনে আদুরে শুভেচ্ছা গীতশ্রীর, কবে বিয়ে পর্দার 'রাশি'র?

টেলিপর্দার চেনা মুখ গীতশ্রী রায়। যিনি এখনও দর্শকদের কাছে 'রাশি' নামেই পরিচিত। টেলিভিশনে চুটিয়ে অভিনয় করেন গীতশ্রী। তবে এখন অভিনয় থেকে দূরেই আছেন তিনি। বেশ কিছু বছর ধরেই পর্দার 'রাশি' ডেট করছেন ফুটবলার প্রবীর দাসের সঙ্গে।

কবে বিয়ে করছেন গীতশ্রী ও প্রবীর?কবে বিয়ে করছেন গীতশ্রী ও প্রবীর?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2025,
  • अपडेटेड 4:33 PM IST
  • টেলিপর্দার চেনা মুখ গীতশ্রী রায়।

টেলিপর্দার চেনা মুখ গীতশ্রী রায়। যিনি এখনও দর্শকদের কাছে 'রাশি' নামেই পরিচিত। টেলিভিশনে চুটিয়ে অভিনয় করেন গীতশ্রী। তবে এখন অভিনয় থেকে দূরেই আছেন তিনি। বেশ কিছু বছর ধরেই পর্দার 'রাশি' ডেট করছেন ফুটবলার প্রবীর দাসের সঙ্গে। তাঁদের একসঙ্গে বহু জায়গাতেই দেখা যায়। ফুটবলার প্রেমিকের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানালেন গীতশ্রী। সঙ্গে পোস্ট করলেন তাঁদের ছবিও। 

গীতশ্রী সোশ্যাল মিডিয়ায় প্রবীরের সঙ্গে কাটানো কিছু ছবি পোস্ট করেন।  প্রথমটিতে পড়ন্ত সূর্যের আলো গায়ে মেখে পরস্পরের চোখে হারিয়ে গিয়েছেন দুজনে। অন্য় এক ছবিতে কাশ্মীরে রোম্য়ান্সে মাখামাখি। আরেকটি ছবিতে প্রবীর হাসিমুখে পোজ দিচ্ছেন। গীতশ্রী লেখেন- 'তোমার সঙ্গে জীবন কাটানো আমার সেরা রোমাঞ্চ। শুভ জন্মদিন আমার দুষ্টুমির সঙ্গী। আমি সত্যি ভাগ্যবতী তোমাকে জীবনে পেয়ে। লাভ ইউ।'

  

প্রবীর দাস কেরলা এফসি দলের হয়ে খেলেন এখন। ফুটবল দুনিয়ার চেনা মুখ প্রবীর। এই তারকা ফুটবলার ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পরেই ফুটবলার স্বামী প্রবীরের নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন তনুশ্রী। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছিল। ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগও। কিন্তু এতসব কিছুর পরও প্রবীরের সঙ্গে সম্পর্কে আসেন গীতশ্রী। আর প্রথম প্রথম তাঁকে বহু কটাক্ষ শুনতে হয় এই নিয়ে। 

গীতশ্রী প্রবীরের অতীত নিয়ে ভাবতে নারাজ বরং তাঁর সঙ্গে নিজের সুন্দর ভবিষ্যত দেখেন পর্দার রাশি। গীতশ্রীর চেয়ে ৩ বছরের ছোট প্রবীর। তবে তা তাঁদের ভালোবাসায় কোনওদিন বাধা হয়ে দাঁড়ায়নি। ২০২১ সাল থেকে গীতশ্রী-প্রবীরের প্রেম। কিন্তু কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন এখন সেটাই দেখার। ২০১১ সালে ‘রাশি’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে হাতেখড়ি গীতশ্রীর। তার পর একাধিক মেগায় দেখা গেলেও সেই জনপ্রিয়তা ছুঁতে পারেননি। এখন মূলত পার্শ্ব চরিত্রেই দেখা মেলে তাঁর। এর পাশাপাশি নতুন ব্যবসাও খুলেছেন গীতশ্রী। অভিনয় ও ব্যবসা দুটোই একসঙ্গে চালাচ্ছেন অভিনেত্রী।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement