Advertisement

Nondini Chatterjee: বিকিনির পর বেবিডল, শর্ট ড্রেসে ফের নেট দুনিয়া কাঁপাচ্ছেন পর্দার শাশুড়ি নন্দিনী

Nondini Chatterjee: বয়স কি দিন দিন কমছে নাকি অন্য কোনও ব্যাপার রয়েছে। এক ঝলকে দেখলে ২৫-২৬ বছরের তরুণী মনে হতেই পারে আপনার। সি বিচে বিকিনি পরে নেট দুনিয়ায় ঝড় তোলার পর আবারও সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তোতার শাশুড়ি।

nondini chatterjje 2nondini chatterjje 2
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Nov 2023,
  • अपडेटेड 6:48 PM IST
  • সি বিচে বিকিনি পরে নেট দুনিয়ায় ঝড় তোলার পর আবারও সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তোতার শাশুড়ি।

বয়স কি দিন দিন কমছে নাকি অন্য কোনও ব্যাপার রয়েছে। এক ঝলকে দেখলে ২৫-২৬ বছরের তরুণী মনে হতেই পারে আপনার। সি বিচে বিকিনি পরে নেট দুনিয়ায় ঝড় তোলার পর আবারও সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তোতার শাশুড়ি। জল থই থই ভালোবাসা খ্যাত অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক ছবি দেখে নেট দুনিয়ায় ঝড় উঠেছে আবার। 

অভিনেত্রী সম্প্রতি যে ছবি পোস্ট করেছেন সেখানে তাঁকে গোলাপি রঙের শর্ট পোশাকে দেখা গিয়েছে। অভিনেত্রী তাঁর মেদহীন মাখনের মতো পা ফ্লন্ট করছেন। চুল ছেড়ে রেখেছেন, মুখে স্মিত হাসি। এই ছবি পোস্ট করার পর অভিনেত্রীকে সকলেই বেবিডল লাগছে বলে কমেন্টে জানিয়েছেন। অনেকে আবার বলছেন, নন্দিনীর বয়স নাকি কমে গিয়েছে। অনেকে আবার নন্দিনীকে স্কুল গার্লও বলেছেন। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই নন্দিনীর বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছিল। হলুদ রঙের প্রিন্টেড বিকিনিতে তাঁকে সি বিচে দেখা গিয়েছিল। সেই সময় অভিনেত্রীকে নিয়ে কম ট্রোল হয়নি। ছোটপর্দার জগতে তিনি অত্যন্ত খারাপ এক শাশুড়ি হিসাবেই পরিচিত। একাধিক সিরিয়ালে তাঁর ষড়যন্ত্র বাড়িতে বসে থাকা দর্শকদের গা জ্বালিয়ে যায়। সিরিয়াল জগতে নন্দিনী চট্টোপাধ্যায় দজ্জাল শাশুড়ির তকমাই পেয়েছেন।  রিল লাইফের তোতার শাশুড়ি রিয্যাল লাইফে যে কতটা বোল্ড তা প্রতিদিনই তিনি প্রমাণ দিচ্ছেন। 

চল্লিশের কোটা পার করে নিয়েছেন নন্দিনী বহু আগেই। তবে তাঁর ফিগার দেখলে কোনওভাবেই বোঝার উপায় নেই। কোথায় শাড়ি, কোথায় বা টিপ, কোথায় গেল বড় খোঁপা? সোশ্যাল মিডিয়ায়  আন্টি ২ এর এই সাহসী চেহারা দেখলে বিষম খেতে বাধ্য হবেন। শাশুড়ির ইমেজ ছেড়ে নন্দিনী একেবারে হট অবতারে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। এর আগেও গোয়ার সমুদ্র সৈকতে তাঁকে দেখা গিয়েছিল বিকিনি অবতারে। এক নজরে তাঁকে দেখলে চোখ ফেরানো হবে দায়। 

টেলিভিশনের খুবই পরিচিত এক মুখ নন্দিনী। একাধিক সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। বর্তমানে মন দিতে চাই ও জল থই থই ভালোবাসা সিরিয়ালে তিনি অভিনয় করছেন। তবে দুটো চরিত্রই নেতিবাচক। পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতেও পছন্দ করেন নন্দিনী। মেদবিহীন ফিগারে টু পিস পোশাকে সমুদ্র সৈকতে ধরা দিয়ে কার্যত হালফিলের নায়িকাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নন্দিনী। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement