
টেলিপাড়ার জনপ্রিয় মুখ সৃজলা গুহ। যিনি ছোটপর্দায় মিষ্টি 'পিহু' নামেই পরিচিত। যদিও বেশ কয়েক বছর ধরেই অভিনেত্রী ছোটপর্দার বাইরে রয়েছেন। 'মন ফাগুন' সিরিয়ালে শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে সৃজলার 'পিহু' চরিত্রটি এখনও দর্শকেরা মনে রেখেছেন। বাস্তব জীবনে অভিনেত্রী বেশ বোল্ড। নিজের সাহসী অবতারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পিছু পা হন না। সম্প্রতি সেরকমই কিছু ছবি পোস্ট করে নেট দুনিয়ার পারদ চড়াচ্ছেন পর্দার পিহু।
সৃজলা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে তাঁকে নীল রঙের বিকিনিতে দেখা গিয়েছে। বিকিনির নীচে তিনি একই রঙের ব়্যাপার জড়িয়েছেন। মাথায় বড় টুপি, সমুদ্রের জলে দাঁড়িয়ে পোজ দিয়েছেন সৃজলা। তাঁর কোমরের ট্যাটু ফ্লন্ট করছেন তিনি। ডিসেম্বরের শীতে তিনি যে একেবারে ভ্যাকেশন মুডে রয়েছেন, তা বোঝাই যাচ্ছে। এর আগেও অভিনেত্রীকে সাহসী অবতারে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। তাঁর সোশ্যাল পেজে ঢুঁ মারলেই এরকম একাধিক ছবি দেখা যাবে।
সৃজলার এই ছবিতে তাঁর ভক্ত-অনুরাগীরা কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে। সকলেই তাঁর এই লুকসের প্রশংসা করেছে। টেলি দুনিয়ায় খুবই পরিচিত মুখ সৃজলা। তবে খুব একটা বেশি সিরিয়ালে তাঁকে দেখা যায়নি। মন ফাগুন সিরিয়ালে শনের সঙ্গে জুটি বেঁধে পিহু চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন সৃজলা। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী নাচেও পারদর্শী। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়ই তাঁর নাচের ভিডিও পোস্ট করে থাকেন। সিরিয়ালে দেখা না গেলেও মিউজিক ভিডিও, ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন সৃজলা। ভাল বেলি ড্যান্সার। তিনি যেমন নিজের মতো করে কাজ বেছে করেন। খুব যে বেশি অনুষ্ঠানে যোগ দেন, তেমনও নয়।
‘বাতাসে গুনগুন’ সিরিজে মানালি ও সুহোত্রর সঙ্গে দেখা গিয়েছে সৃজলাকে। প্রসঙ্গত, ওড়িয়া সিনেমার মাধ্যমে সৃজলার অভিনয় সফর শুরু। তারপর রোহন ভট্টাচার্যর বিপরীতে ‘জামাই বরণ’ সিনেমায় দেখা যায় তাঁকে। রোহনের সঙ্গে সৃজলার প্রেমের খবরও শোনা যায়। কিন্তু সেই সম্পর্ক কিছুদূর এগোনোর পরই তা ভেঙে যায়। ২০২১ সালে ‘মন ফাগুন’ সিরিয়ালে প্রিয়দর্শিনী ওরফে পিহুর চরিত্রে অভিনয় শুরু করেন সৃজলা। বিপরীতে ছিলেন ছোটপর্দায় হ্যান্ডসাম হাঙ্ক শন বন্দ্যোপাধ্যায়। একসময় শনের সঙ্গেও সৃজলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল আর সেই কারণেই নাকি রোহনের সঙ্গে তাঁর ব্রেকআপ হয়। যদিও নিজেদেরকে ভাল বন্ধু বলেই দাবি করেন সৃজলা ও শন।