Advertisement

Susmita Roy Divorce: ফের বিচ্ছেদ টেলিপাড়ায়, ঘর ভাঙছে সায়কের 'কূটনী বৌদি'র

Susmita Roy Divorce: ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সুস্মিতা রায়। একটা সময় বহু দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। একাধিক জনপ্রিয় সিরিয়ালে সুস্মিতাকে দেখা গিয়েছিল অভিনয় করতে। মাঝে ফুলকি সিরিয়ালেও কামব্যাক করার কথা ছিল সুস্মিতার। কিন্তু এখন ছোটপর্দা থেকে দূরে নিয়ে গিয়ে নিজস্ব ব্যবসায় মন দিয়েছেন অভিনেত্রী।

বিচ্ছেদের পথে সুস্মিতা-সব্যসাচীবিচ্ছেদের পথে সুস্মিতা-সব্যসাচী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2025,
  • अपडेटेड 10:29 AM IST
  • ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সুস্মিতা রায়।

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সুস্মিতা রায়। একটা সময় বহু দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। একাধিক জনপ্রিয় সিরিয়ালে সুস্মিতাকে দেখা গিয়েছিল অভিনয় করতে। মাঝে ফুলকি সিরিয়ালেও কামব্যাক করার কথা ছিল সুস্মিতার। কিন্তু এখন ছোটপর্দা থেকে দূরে নিয়ে গিয়ে নিজস্ব ব্যবসায় মন দিয়েছেন অভিনেত্রী। অবশ্য তিনি আরও একটি কারণে বেশ জনপ্রিয়। তা হল অভিনেতা ও ইউটিউবার সায়ক চক্রবর্তীর দাদার স্ত্রী সুস্মিতা, যাঁকে সবাই কূটনী বৌদি নামেই চেনেন। সেই সুস্মিতার সঙ্গে সায়কের দাদার বিয়ে ভাঙতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেরাই জানিয়েছেন তাঁরা। 

বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তীর সংসার ভাঙার খবর শোনা যাচ্ছিল। যদিও এই নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। ১ জুলাই সুস্মিতার জন্মদিনের দিন তাঁর স্বামী সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে আসল কথাটা লিখেই ফেলেন। সব্যসাচী লেখেন, জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভাল থাকিস। নতুন অধ্যায় ভাল হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক। 

সব্যসাচীর এই পোস্ট শেয়ার করে সুস্মিতা লেখেন, এটা দুজনের সিদ্ধান্ত। আমরা দুজনকে সম্মান করি। দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি। এটাই জন্মদিনে আপনাদের কাছে আমার চাওয়া। আশীর্বাদ করুন পরবর্তী অধ্যায়ে আমরা আমাদের মতো করে যেন ভাল থাকতে পারি। প্রসঙ্গত, ২০১৮ সালে বিয়ে করেন সুস্মিতা ও সব্যসাচী। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই তাঁরা সামাজিক বিয়ে সেরেছিলেন। কিছুদিন আগেই সায়ক তাঁর সোশ্যাল মিডিয়ায় দাদা-বৌদির বিয়ের ছবি শেয়ার করেন। 

অতীতে সুস্মিতা ও সব্যসাচীর জীবনেও ঘটে গিয়েছে বড় ঘটনা। চিকিৎসকের ভুলে তাঁদের প্রথম সন্তানকে হারাতে হয়েছিল তাঁদের। তবে এতকিছুর পরও সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন যে তিনি ভীষণভাবে মা হতে চান। বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও সব্যসাচীকে একসঙ্গে দেখা যাচ্ছিল না। এমনকী সায়কের ডেইলি ভ্লগেও দেখা মেলেনি তাঁর প্রিয় কূটনী বৌদির। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে প্রশ্ন করলে তিনি রীতিমতো রেগে যান। সায়কের মতে সুস্মিতাও ডেইলি ভ্লগ করেন। আপাতত সুস্মিতা তাঁর ব্যবসা ও সব্যসাচী তাঁর সংবাদমাধ্যমের কাজেই মনোযোগ দিতে চান। 

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement