Advertisement

Ushasi Chakraborty: ভিজে যাওয়া খোলা পিঠ, বাথটবে স্নানরত, ঊষসীর 'উষ্ণ' ছবি VIRAL

Ushasi Chakraborty: টেলিপাড়ার পরিচিত মুখ ঊষসী চক্রবর্তী। নিজের স্পষ্ট কথা বলার জন্য মাঝে মধ্যেই শিরোনামে থাকেন অভিনেত্রী। শ্রীময়ী সিরিয়ালে জুন আন্টির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে চলে যান ঊষসী। সেই সিরিয়াল বন্ধ হয়ে গেলেও ঊষসী আজও দর্শকদের কাছে জুন আন্টি নামেই পরিচিত।

থাইল্যান্ডে ভ্যাকেশনে ঊষসীথাইল্যান্ডে ভ্যাকেশনে ঊষসী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2025,
  • अपडेटेड 11:44 AM IST
  • টেলিপাড়ার পরিচিত মুখ ঊষসী চক্রবর্তী।

টেলিপাড়ার পরিচিত মুখ ঊষসী চক্রবর্তী। নিজের স্পষ্ট কথা বলার জন্য মাঝে মধ্যেই শিরোনামে থাকেন অভিনেত্রী। শ্রীময়ী সিরিয়ালে জুন আন্টির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে চলে যান ঊষসী। সেই সিরিয়াল বন্ধ হয়ে গেলেও ঊষসী আজও দর্শকদের কাছে জুন আন্টি নামেই পরিচিত। সোশ্যাল মিডিয়াতেও ভালই অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। আর এরই মাঝে থাইল্যান্ডে ছুটি কাটাতে চলে গেলেন তিনি। আর সেখান থেকেই ধরা দিলেন একেবারে বোল্ড অবতারে। 

বেশ কিছুদিন ধরেই ঊষসী ছবি পোস্ট করছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। আর সি-বিচে যখন গিয়েছেন তখন তো বিকিনি পরবেনই ঊষসী। তবে তারই মাঝে অভিনেত্রী যে ছবি পোস্ট করলেন, তা দেখে ছ্যাঁকা খাচ্ছে নেটপাড়া। ঊষসীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, তিনি সাদা রঙের বাথটবে বসে রয়েছেন। বাথটবে সাদা ফেনার রাশি, ক্যামেরার পিছন দিক করে বসেছেন ঊষসী, ভেজা পিঠে জলবিন্দু। থাইল্যান্ডের ক্রাবি শহরটি অভিনেত্রীর চোখের সামনে। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ভ্যাকেশনে গিয়ে সূর্যের আলোয় ভিজছি। 

ঊষসী এই ছবি পোস্ট করতেই অবশ্য প্রশংসার সঙ্গে কটাক্ষও জুটেছে। তবে সেই ট্রোলিংকে খুব একটা পাত্তা দিতে নারাজ তিনি। একেবারে নিজের মতো করেই জীবনে চলতে পছন্দ করেন ঊষসী। তবে তাঁর এই ছবি পোস্ট হতেই তাঁর ভক্তদের ঘুম উড়েছে। থাইল্যান্ডে গিয়ে ঊষসী এর আগে ধরা দিয়েছিলেন রঙিন বিকিনিতে। চোখে রোদচশমা, মাথায় বড় টুপি আর রঙিন বিকিনি পরে ছবি দিয়ে ক্যাপশনে ঊষসী লেখেন, ভ্যাকেশন। আর সেখান থেকেই জানা যায় যে অভিনেত্রী থাইল্যান্ডে রয়েছেন।    

এই মুহূর্তে রোশনাই সিরিয়ালে কাজ করছেন ঊষসী। মেগার কাজ নিয়ে খুবই ব্যস্ত তিনি। কিন্তু কাজের মাঝেও খুঁজে নেন নিজেকে ভালো রাখার সময়। তাই মন ভালো রাখতে মাঝে মাঝেই শহরের কোলাহল ছাড়িয়ে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম নয়। এবার তাঁর ছুটির ডেসটিনেশন হল থাইল্যান্ড। সেখানেই জমিয়ে ছুটি কাটাচ্ছেন নায়িকা। আর ঘুরে বেড়ানোর ফাঁকে ফাঁকে শেয়ার করে নিচ্ছেন তাঁর ছবি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement