Advertisement

Debchandrima Singha Roy: তুরস্ক যেতে গিয়ে বড় প্রতারণার শিকার দেবচন্দ্রিমা? পাসপোর্ট ও লক্ষাধিক টাকা গায়েব

Debchandrima Singha Roy: টেলিভিশনের চেনা মুখ অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। টেলিভিশনের পাশাপাশি অভিনেত্রীকে হিন্দি সিরিয়াল, ওয়েব সিরিজেও দেখা গিয়েছে। ঘুরতে যেতে ভীষণ পছন্দ করেন দেবচন্দ্রিমা। সুযোগ আসলেই ব্যাক পত্তর গুছিয়ে বেড়িয়ে পড়েন তিনি। সেরকমই প্ল্যান ছিল তুরস্ক ঘুরতে যাওয়ার।

দেবচন্দ্রিমা সিংহ রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2024,
  • अपडेटेड 11:38 AM IST
  • টেলিভিশনের চেনা মুখ অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।
  • টেলিভিশনের পাশাপাশি অভিনেত্রীকে হিন্দি সিরিয়াল, ওয়েব সিরিজেও দেখা গিয়েছে

টেলিভিশনের চেনা মুখ অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। টেলিভিশনের পাশাপাশি অভিনেত্রীকে হিন্দি সিরিয়াল, ওয়েব সিরিজেও দেখা গিয়েছে। ঘুরতে যেতে ভীষণ পছন্দ করেন দেবচন্দ্রিমা। সুযোগ আসলেই ব্যাক পত্তর গুছিয়ে বেড়িয়ে পড়েন তিনি। সেরকমই প্ল্যান ছিল তুরস্ক ঘুরতে যাওয়ার। কিন্তু তার আগে এক ট্র্যাভেল সংস্থার পাল্লায় পড়ে লক্ষাধিক টাকা খোয়ানোর অভিযোগ আনলেন অভিনেত্রী। 

টেলিপাড়ায় খুবই চেনা মুখ দেবচন্দ্রিমা। সাহেবের চিঠি-তে অভিনয় করে মিষ্টি মুখের দেবচন্দ্রিমা সকলের মন জয় করে নিয়েছিলেন। এরপরই মুম্বই থেকে সিরিয়ালে কাজ করার প্রস্তাব পান অভিনেত্রী। এই সবের মাঝেই সুযোগ পেলেই শহর ছেড়ে পালান দেবচন্দ্রিমা। কখনও বালি, কখনও গোয়া, কখনও মলদ্বীপ ঘুরে বেড়ান অভিনেত্রী। দেবচন্দ্রিমার ইনস্টা স্টোরি থেকে জানা গিয়েছে যে তিনি ও তাঁর বন্ধু মিলে তুরস্ক যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর তার জন্য এক ট্র্যাভেল সংস্থার ওপর দায়িত্ব দিয়ে রীতিমতো ঠকেছেন। 

দেবচন্দ্রিমার অভিযোগ অনুযায়ী, ট্রাভেল বাজার গ্লোবাল নামের ওই ট্র্যাভেল সংস্থা অভিনেত্রী ও তাঁর বন্ধুর পাসপোর্ট ও ২.৮০ লক্ষ টাকা চুরি করে নিয়েছে তুরস্কের ট্রিপের নাম করে। এরপরই অভিনেত্রী দাবি করেছেন যে এই সংস্থা নাকি প্রতারক। কেউ এদের যেন বিশ্বাস করে ট্যুর প্ল্যানের দায়িত্ব না দেয়। ট্র্যাভেল বাজার গ্লোবালকে ট্যাগ করার পাশাপাশি অভিনেত্রী স্ক্যাম অ্যালার্টও লিখেছেন। যদিও এই ট্র্যাভেল সংস্থার সোশ্যাল মিডিয়া পেজের সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে টলিউড ও টেলিভিশনের তারকাদেরও।  

দেবচন্দ্রিমাকে দেখা যাচ্ছিল নিয়া শর্মার সঙ্গে 'সুহাগন চুড়েল' ধারাবাহিকে। যেখানে তিনি ছিলেন মুখ্য চরিত্রে। এই ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্রে ইতিমধ্যেই নজর কেড়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ তিনি। এর পাশাপাশি হইচই-এর পরিণীতা সিরিজেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে। এই মুহূর্তে মুম্বই ছেড়ে কলকাতাতেই আছেন তিনি। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজ ঘাঁটলেই বোঝা যাবে যে তিনি প্রায়ই ঘুরতে বেড়িয়ে পড়েন এবং সেটা নিয়ে চর্চা কম হয়নি। তবে এইসব কিছুকে পাত্তা না দিয়ে একেবারে নিজের মতো করে থাকেন অভিনেত্রী। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement