
টলিপাড়ার চেনা মুখ সম্পূর্ণা লাহিড়ী। সিনেমা থেকে সিরিয়াল, ওটিটি সব ক্ষেত্রেই সম্পূর্ণা কাজ করে নিয়েছেন। বছরের মাঝে সম্পূর্ণা হারিয়েছেন তাঁর বাবা নীলাদ্রি লাহিড়ীকে। যিনি বাংলা ছোটপর্দার অতি পরিচিত মুখ ছিলেন। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সম্পূর্ণা। তবে বছর শেষের আগেই হিমাচল থেকে ঘুরে এলেন অভিনেত্রী। তবে একা নয়, সঙ্গে ছিলেন বিশেষ কেউ।
ডিসেম্বর পড়তেই মনটা উড়ু উড়ু করে। অনেকেই এই সময় ভ্যাকেশনে যান। কেউ বা সি-বিচে আবার কেউ বা পাহাড়ে। গত বছর সি বিচে ঘুরতে গিয়েছিলেন সম্পূর্ণা। তাই এই বছর পাহাড়ে ঘুরতে গেলেন তিনি। সম্প্রতি বেশ কিছু ছবি শেয়ার করেছেন সম্পূর্ণা আর সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে তিনি হিমাচলে ঘুরতে গিয়েছেন। কখনও শীত পোশাকে পোজ দিয়েছেন আবার কখনও বা পাহাড়ের সঙ্গে নিজের সেলফি পোস্ট করেছেন সম্পূর্ণা। কখনও বা আগুন পোহাচ্ছেন আবার কখনও বা মোমোর ছবি দিয়েছেন তিনি।
তবে এই সবের মধ্যে একটি ছবি সকলের নজর আকর্ষণ করেছে। তা হল সম্পূর্ণা বসে রয়েছেন আর তার সামনে কেউ মোমো হাতে ধরে আছেন। যদিও তা কে ঘরে আছেন, তাঁর ছবি প্রকাশ্যে আনেননি সম্পূর্ণা। আর এই ছবি দেখেই স্পষ্ট যে সম্পূর্ণা তাঁর মনের মানুষের সঙ্গেই পাহাড়ে ঘুরতে গিয়েছেন। অভিনেত্রীর কমেন্ট বক্স ভরেছে অনুগামী-নেটিজেনদের উষ্ণ ভালোবাসায়। যদিও সম্পূর্ণা কার সঙ্গে সম্পর্কে আছেন বা কে তাঁর মনের মানুষ, সেই বিষয়ে কিছুই জানা যায়নি।
২০১২ সালে অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি 'গোড়ায় গণ্ডগোল'-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন সম্পূর্ণা লাহিড়ী। এরপর একের পর, 'অ্যাক্সিডেন্ট', 'পাঁচ অধ্যায়', 'টেক ওয়ান', 'ব্যোমকেশ ফিরে এল', 'অন্তহীন', ' দুর্গা সহায়'-র মতো একগুচ্ছ ছবিতে কাজ করেছেন তিনি। শুধু বড় পর্দা নয়, ওটিটি ও টেলিভিশনেও বহু কাজ করেছেন নায়িকা। 'তারে আমি চোখে দেখিনি', 'নজর', 'বাংলা মিডিয়াম'-র মতো বহু ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করেছেন তিনি। সম্পূর্ণাকে শেষ পর্দায় দেখা গিয়েছে 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকেই। সোশ্যাল মিডিয়াতেও সম্পূর্ণার বোল্ড অবতারের ছবি মাঝে মধ্যেই আগুন ধরায় নেট পাড়ায়।