Advertisement

Sandipta Sen Marriage: চারহাত এক করে সৌম্যের হলেন সন্দীপ্তা, দেখুন অভিনেত্রীর বিয়ের PHOTOS

বিবাহসম্পন্ন হল অভিনেত্রী সন্দীপ্তা সেনের। দিনভর নিম্নচাপের বৃষ্টি বাদলার মাঝেই ঘটা করে বিয়ে সারলেন অভিনেত্রী। সই সাবুতের সঙ্গে নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে সম্পন্ন হয় বিবাহ অনুষ্ঠান। গোলাপী শাড়ি হালকা সাজে দেখা যায় অভিনেত্রীকে। বৈদিক রীতিতে হয় বিয়ে। পাশে দেখা যায় তাঁর স্বামী সৌম্যকে। 

বিবাহসম্পন্ন হল অভিনেত্রী সন্দীপ্তা সেনেরবিবাহসম্পন্ন হল অভিনেত্রী সন্দীপ্তা সেনের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Dec 2023,
  • अपडेटेड 11:15 PM IST
  • বিবাহসম্পন্ন হল অভিনেত্রী সন্দীপ্তা সেনের
  • দিনভর নিম্নচাপের বৃষ্টি বাদলার মাঝেই ঘটা করে বিয়ে সারলেন অভিনেত্রী
  • সই সাবুতের সঙ্গে নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে সম্পন্ন হয় বিবাহ অনুষ্ঠান

বিবাহসম্পন্ন হল অভিনেত্রী সন্দীপ্তা সেনের। দিনভর নিম্নচাপের বৃষ্টি বাদলার মাঝেই ঘটা করে বিয়ে সারলেন অভিনেত্রী। সই সাবুতের সঙ্গে নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে সম্পন্ন হয় বিবাহ অনুষ্ঠান। গোলাপী শাড়ি হালকা সাজে দেখা যায় অভিনেত্রীকে। বৈদিক রীতিতে হয় বিয়ে। পাশে দেখা যায় তাঁর স্বামী সৌম্যকে। 

টেলিভিশনে দুর্গা সিরিয়াল খ্যাত অভিনেত্রী হালকা সাজে সকলের নজর কাড়েন। লাল বেনারসির বাইরে গিয়ে বেছে নেন গোলাপী রং। গোটা বিয়ের থিমই ছিল সাদা ও গোলাপি। বিবাহ মঞ্চ থেকে মণ্ডপ সেজে ওঠে এই রঙে। প্রেমিক সৌম্যকে দেখা যায় অফ হোয়াইট-পিঙ্কের ধুতি ও পঞ্জাবিতে দেখা যায়। অভিনেত্রীর পিঙ্ক বেনারসির সঙ্গে একই রঙের ব্লাউজ ও ওড়না, সঙ্গে সাবেকি সোনার অলঙ্কারে চোখ সারানো মুশকিল।

সৌম্যের হলেন সন্দীপ্তা

বলিউডের বাদশা শাহরুখ খানের ডিডিএলজে সিনেমার 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম' গানে মালা বদল করেন তাঁরা। 

২ ডিসেম্বর বাগদান সারেন তাঁরা। বুধবার ছিল আইবুড়োভাত। বিয়ের দিনই সৌম্য- সন্দীপ্তার তরফে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। এজন্যে গায়ে হলুদও হল একসঙ্গেই। দু'জনেই পরেছিলেন হলুদ রঙা পোশাক। সৌম্যর পরনে হলুদ পঞ্জাবি এবং সন্দীপ্তা পরেন হলুদ শিফন শাড়ি। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর ফটোসেশনও ছড়িয়ে পরে। 

Read more!
Advertisement
Advertisement