Advertisement

Sweta-Rubel Wedding: কপালে চন্দন-লাল বেনারসী, বিয়ের আসরে নাচতে নাচতে এন্ট্রি শ্বেতার, VIDEO

Sweta-Rubel Wedding: রবিবার সন্ধ্যায় চারহাত এক হল শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের। বৈদিক মতে বিয়ে সারলেন এই তারকা জুটি। জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকির অনস্ক্রিন জুটি বাস্তবেও স্বামী-স্ত্রী হলেন। রবিবার দমদমের নাগেরবাজার এলাকার এক বিলাসবহুল বাড়িতে বসেছিল শ্বেতা-রুবেলের বিয়ে।

শ্বেতা-রুবেল ছবি সৌজন্যে: Birdlens Creationশ্বেতা-রুবেল ছবি সৌজন্যে: Birdlens Creation
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2025,
  • अपडेटेड 1:40 PM IST
  • রবিবার সন্ধ্যায় চারহাত এক হল শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের।

রবিবার সন্ধ্যায় চারহাত এক হল শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের। বৈদিক মতে বিয়ে সারলেন এই তারকা জুটি। জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকির অনস্ক্রিন জুটি বাস্তবেও স্বামী-স্ত্রী হলেন। রবিবার দমদমের নাগেরবাজার এলাকার এক বিলাসবহুল বাড়িতে বসেছিল শ্বেতা-রুবেলের বিয়ে। আর সেই বিয়েতে বর যেমন নাচলেন তেমনি বউও জমিয়ে নাচলেন নিজের বিয়েতে। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

বলিউড তারকাদের অনেকের বিয়েতেই লক্ষ্য করে থাকবেন যে নববধূর এন্ট্রি নিচ্ছেন নাচতে নাচতে, ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। বলিউডের সেই ট্রেন্ডকেই মাথায় রেখে শ্বেতাও এন্ট্রি নিলেন নাচতে নাচতে। শ্বেতার মাথার ওপর ফুলের চাদর ধরেছিলেন চারজন মেয়ে। আর বাঙালি বধূর সাজে শ্বেতা নাচলেন সবকি বারাতে আয়ি গানে। পরনে লাল বেনারসী, গা ভর্তি সোনার গয়না, হাতে শাঁখা-পলা ও সোনার চুড়ি, নাকে নথ, কপালে চন্দন, সব মিলিয়ে শ্বেতাকে রাজরানির মতোই লাগছিল। চোখে-মুখে ছিল খুশির ঝলক স্পষ্ট। অপরদিকে, সাদা রঙের ধুতি-পাঞ্জাবি পরে রুবেলের এন্ট্রিও ছিল দেখার মতো। 

শ্বেতা ও রুবেল দুজনেই খুব ভাল ডান্সার। দু'জনেরই নাচ হল প্যাশন। ফলে একসঙ্গে বহু বার নাচের ভিডিও পোস্ট করেছিলেন তাঁরা। গত বছর মাঝামাঝি সময় থেকেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল। কিন্তু বিয়ের তারিখ নিয়ে দু'জনের মুখ খোলেননি কেউই। যদিও আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গিয়েছিল অনেকদিন আগে থেকেই। নিম ফুলের মধু সেটে রুবেল ও কোন গোপনে মন ভেসেছে সেটে শ্বেতাকে পঞ্চব্যাঞ্জন সাজিয়ে আইবুড়ো ভাত খাওয়ান সিরিয়ালের কলাকুশলীরা। শ্বেতা ও রুবেল দুজনেই জানিয়েছিলেন যে তাঁরা বৈদিক মতেই বিয়ে করবেন। 

রীতি মেনে শ্বেতার সিঁথি রাঙালেন রুবেল। আর বৈদিক নিয়ম অনুসরণ করে রুবেলের কপালেও সিদুঁরের টিকা এঁকে দিলেন শ্বেতা। সাতজন্মের বন্ধনে বাঁধা পড়লেন দু'জনে। শ্বেতা ও রুবেলকে বিয়ের সাজে দেখার জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন তাঁর ভক্ত-অনুগামীরা। রবিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের গায়ে হলুদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর রবিবার সন্ধ্যেতেই শ্বেতা ধরা দিলেন নববধূ রূপে। এর আগে শ্বেতাকে বহুবার পর্দায় বউ রূপে দেখা গেলেও, পর্দা ও বাস্তব তো এক নয়। রবিবার থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে শ্বেতা-রুবেলের বিয়ের ছবি রীতিমতো ভাইরাল। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement