Advertisement

Tollywood Actress: নীল মনোকিনিতে বোল্ড লুক, নেট পাড়ায় পারদ চড়াচ্ছেন এই নায়িকা

Tollywood Actress: ছোটপর্দা থেকে বড়পর্দা, দুই জায়গাতেই সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। কাজ করেছেন বড় বড় পরিচালকদের সঙ্গে। কেরিয়ার শুরু ছোটপর্দা দিয়েই। সোশ্যাল মিডিয়ায় রোশনি খুবই সক্রিয়। প্রায়ই নিজের ছোট ছোট মুহূর্তকে শেয়ার করে থাকেন নেটপাড়ায়।

মনোকিনিতে উষ্ণতা বাড়াচ্ছেন এই নায়িকামনোকিনিতে উষ্ণতা বাড়াচ্ছেন এই নায়িকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2025,
  • अपडेटेड 4:01 PM IST
  • ছোটপর্দা থেকে বড়পর্দা, দুই জায়গাতেই সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।

ছোটপর্দা থেকে বড়পর্দা, দুই জায়গাতেই সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। কাজ করেছেন বড় বড় পরিচালকদের সঙ্গে। কেরিয়ার শুরু ছোটপর্দা দিয়েই। সোশ্যাল মিডিয়ায় রোশনি খুবই সক্রিয়। প্রায়ই নিজের ছোট ছোট মুহূর্তকে শেয়ার করে থাকেন নেটপাড়ায়। সম্প্রতি সি বিচে বসে রোশনি শেয়ার করলেন তাঁর স্যুইম স্যুট পরা ভিডিও। যা সোশ্যাল দুনিয়ায় উষ্ণতা বাড়াচ্ছে। 

রোশনির শেয়ার করা ছোট ক্লিপিংসে দেখা যাচ্ছে, নীল মনোকিনি পরে রয়েছেন অভিনেত্রী। খোলা পিঠে ট্যাটু ফ্লনট করছেন তিনি। কখনও ক্যামেরার দিকে ঘুরে পোজ দিলেন আবার কখনও বা সি বিচে বসে রোদ পোহাচ্ছেন। এই ভিডিও পোস্ট করে রোশনি ক্যাপশনে লেখেন, 'Skin kissed by salt, soul kissed by light'। এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে রোশনি এই মুহূর্তে ভ্যাকেশনে রয়েছেন।  

স্বামীকে নিয়ে রোশনি এখন থাইল্যান্ডের ক্র্যাবিতে রয়েছেন। পুজোটা মনে হয় সেখানেই কাটানোর পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। প্রচুর ঘুরছেন ও খাওয়া-দাওয়া করছেন রোশনি, তা বোঝাই যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও ছবি শেয়ার করেছেন তিনি। তবে এই প্রথমবার নয়, এর আগেও স্বামীর সঙ্গে থাইল্যান্ডে গিয়ে বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন রোশনি। তাঁর বোল্ড লুকে মন মজেছেন নেটিজেনদের। যদিও এই প্রথম নয়, রোশনির সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে যে, নায়িকার একাধিক বোল্ড অবতারের ছবি রয়েছে। কখনও বিকিনি আবার কখনও বা মনোকিনিতে ঝড় তুলছেন রোশনি। 

টেলিভিশনে কাজ করার আগে থিয়েটার করতেন রোশনি ভট্টাচার্য। 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকে জগদম্বা চরিত্রেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান তিনি। মেগা সিরিয়ালে রাসমণির মেয়ে জগদম্বা রূপে দেখা যায় তাঁকে। 'গোধূলি আলাপ' ধারাবাহিকে রোহিণী চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তেঁতুলপাতা সিরিয়ালেও রোশনিকে দেখা গিয়েছে অভিনয় করতে। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'অতি উত্তম'- এও অভিনয় করেছেন। পথিকৃৎ বসুর 'শ্রীমান ভার্সেস শ্রীমতি'-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। 

প্রসঙ্গত, সেন্ট জেভিয়ার্স থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন রোশনি। কলেজে পড়ার সময় সৃজিত মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে অল্প কয়েকদিনের জন্য কাজ করেছিলেন। সে সময় 'জুলফিকর'-র শ্যুটিং চলছিল। তবে পড়াশোনা শেষ করতে ফ্লোর থেকে কলেজে ফেরেন অভিনেত্রী। পরে সৌন্দর্য প্রতিযোগিতা ও বিজ্ঞাপনের মাধ্যমে কেরিয়ার শুরু করেন।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement