Advertisement

Jisshu Sengupta: ডাকনামেই টলিপাড়ার পরিচিতি, যিশুর আসল নাম জানেন?

Jisshu Sengupta: টলিউড তথা বাংলা ইন্ডাস্ট্রিতে যিশু সেনগুপ্ত এখন ব্যস্ততম অভিনেতা। বাংলার গণ্ডি পেরিয়ে বলিউড, দক্ষিণ ভারতে ছবিতেও অভিনয় করছেন যিশু। খাদান ছবিতে দেবের সঙ্গে যিশুকেও দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। এখন এই ছবির প্রচার নিয়ে দারুণ ব্যস্ত অভিনেতা। যিশুর অভিনয় বরাবরই প্রশংসিত।

যিশু সেনগুপ্তের আসল নাম কী?যিশু সেনগুপ্তের আসল নাম কী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Dec 2024,
  • अपडेटेड 3:35 PM IST
  • টলিউড তথা বাংলা ইন্ডাস্ট্রিতে যিশু সেনগুপ্ত এখন ব্যস্ততম অভিনেতা।

টলিউড তথা বাংলা ইন্ডাস্ট্রিতে যিশু সেনগুপ্ত এখন ব্যস্ততম অভিনেতা। বাংলার গণ্ডি পেরিয়ে বলিউড, দক্ষিণ ভারতে ছবিতেও অভিনয় করছেন যিশু। খাদান ছবিতে দেবের সঙ্গে যিশুকেও দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। এখন এই ছবির প্রচার নিয়ে দারুণ ব্যস্ত অভিনেতা। যিশুর অভিনয় বরাবরই প্রশংসিত। বাংলা ইন্ডাস্ট্রিতে যিশুর কেরিয়ার এক দশকেরও বেশি সময় ধরে। কিন্তু জানেন কি টলিউডে অভিনেতা যিশু নামে পরিচিত হলেও, তাঁর আসল নাম এটা নয়। তাহলে জেনে নিন যিশুর আসল নাম কী। 

একসময় টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু যিশুর। এরপর পা রাখেন বড় পর্দায়। ১৯৯৯ সালে ‘প্রিয়জন’ সিনেমা দিয়েই বাংলা সিনেমার জগতে প্রবেশ অভিনেতার। তবে অনেকেই হয়তো জানেন না, অভিনেতা যিশুর আরও একটি ভালো নাম রয়েছে। যিশুর ভালো নাম বিশ্বরূপ সেনগুপ্ত। কিন্তু এখন সেই নাম পুরো পালটে তিনি যিশু। আর যিশু নামেই তিনি সবার কাছে পরিচিত। এই যিশু কিন্তু অভিনেতার ডাক নাম ছিল এক সময়। তবে এখন গুরুত্বপূর্ণ সমস্ত নথি পাসপোর্ট, ব্যাঙ্কের নথি, আধার কার্ড, প্যান কার্ডেও এই নাম রয়েছে তাঁর। এফিডেভিট করে পরে নাম পালটান তিনি।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্তকে প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে দেখেছিল গোটা বাংলা। পরবর্তীকালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে ব্রাত্য রেখেছিল টানা ৭ বছর। এরপর অভিনেতাকে বাণিজ্যিক ছবিতে নায়কের ভূমিকায় দেখা গেলেও তার প্রত্যাবর্তন ঘটে ৭ বছর পর। যিশুর মহিলা ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। অভিনেতা আজ জনপ্রিয় তাঁর ডাক নামের কারণেই। এই নামেই তিনি সকলের কাছে পরিচিত। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বর্তমানে তাঁর ব্যক্তিগত জীবন বেশ টালমাটাল। স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে ২০ বছরের সংসারে চিড় ধরেছে। এখন আর এক ছাদের নীচেও থাকেন না যিশু-নীলাঞ্জনা। দুই মেয়েকে নিয়ে নীলাঞ্জনা থাকেন আলাদা। প্রযোজনা সংস্থার দায়িত্ব একাই পালন করছেন যিশু-পত্নী। অপরদিকে, যিশু একাই থাকছেন তাঁর পুরনো বাড়িতে। কী কারণে নীলাঞ্জনা ও যিশুর দাম্পত্যে ভাঙন ধরল তা অজানা। টলিউডে তাঁরা পাওয়ার কাপল বলেই পরিচিত ছিলেন। কিন্তু এখন সেই পাওয়ার কাপলের সংসারেই ভাঙন। 

Advertisement

 

 

Read more!
Advertisement
Advertisement