Advertisement

Television Actress: খোলা পিঠে ট্যাটু ফ্লন্ট টেলি নায়িকার, 'তারাপীঠ দর্শন', মন্তব্য চর্চিত প্রেমিকের

সামনে বিশাল বড় বড় বহুতল আর ঠিক তার সামনে দাঁড়িয়ে খোলা পিঠে এই অভিনেত্রী। পিঠ খোলা পোশাকে তিনি সকলের নজর কেড়েছেন। তবে খোলা পিঠে এই নায়িকা যে ট্যাটুটি ফ্লন্ট করছেন, সেই ট্যাটু অনেকেরই চেনা এবং এই সেভেন চক্রের ট্যাটুর মালকিনও টেলিপাড়ায় খুবই পরিচিত মুখ।

খোলা পিঠে ট্যাটু ফ্লন্ট করছেন এই নায়িকাখোলা পিঠে ট্যাটু ফ্লন্ট করছেন এই নায়িকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2025,
  • अपडेटेड 11:40 AM IST
  • সামনে বিশাল বড় বড় বহুতল আর ঠিক তার সামনে দাঁড়িয়ে খোলা পিঠে এই অভিনেত্রী।

সামনে বিশাল বড় বড় বহুতল আর ঠিক তার সামনে দাঁড়িয়ে খোলা পিঠে এই অভিনেত্রী। পিঠ খোলা পোশাকে তিনি সকলের নজর কেড়েছেন। তবে খোলা পিঠে এই নায়িকা যে ট্যাটুটি ফ্লন্ট করছেন, সেই ট্যাটু অনেকেরই চেনা এবং এই সেভেন চক্রের ট্যাটুর মালকিনও টেলিপাড়ায় খুবই পরিচিত মুখ। বহুদিন ধরেই টেলিপাড়ায় এই নায়িকা রাজ করছেন। আর পিঠের এই লম্বা ট্যাটুটিও অপরিচিত একেবারেই নয়। ইনি হলেন সোনামণি সাহা। যাঁকে এখন শুভ বিবাহ সিরিয়ালে সুধার চরিত্রে দেখা যাচ্ছে। 

সোনামণিকে বরাবরই সিরিয়ালে দেখা গিয়েছে কখনও মোহর চরিত্রে আবার কখনও বা রাধিকা আবার কখনও বা সুধা। সিরিয়ালে এইসব চরিত্রের জন্য তাঁকে শাড়ি কিংবা সালোয়ার স্যুটে দেখতেই অভ্যস্ত সোনামণির অনুরাগীরা। কিন্তু এইসব চরিত্রের বাইরে সুধা বা মোহরের যে একটা অস্তিত্ব রয়েছে, সেটা তাঁর অনুরাগী ও ভক্তরা মাঝে মধ্যেই ভুলে যান। আর টেলিভিশনের সেই চরিত্র যখন বাস্তবে খোলামেলা পোশাকে ধরা দেন, তখনই নেটিজেনের একাংশ তাঁকে মনে করিয়ে দেন, তাঁকে কোন পোশাকে মানায়। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সোনামণির এই ছবিতেও কেউ কেউ তাঁকে বলেছেন যে তাঁকে শাড়িতেই বেশি ভাল লাগে। আবার কেউ লিখলেন, এভাবে পিঠ দেখানোর মানে বুঝলাম না। যদিও এইসব ট্রোলের কোনও জবাব নায়িকা দেননি। তবে সবার কমেন্টের মাঝে চোখ টেনেছে সোনামণির চর্চিত প্রেমিক প্রতীক সেনের মন্তব্য। তিনি সোনার ছবিতে কমেন্ট করে লিখলেন, তারাপীঠ দর্শন হল...জয় মা। প্রতীকের এই মন্তব্যের জবাবে নায়িকা লেখেন, আশীর্বাদ। 

অনেক ছবিতেই সোনামণির পিঠের এই ট্যাটু অনেকের নজর কেড়েছে। ঘাড় থেকে শুরু করে শিরদাঁড়া পর্যন্ত রয়েছে এই ট্যাটু। কিন্তু এই ট্যাটুর অর্থ জানেন কী? এক সংবাদমাধ্যমকে সোনামণি এই ট্যাটুর অর্থ কী তা জানিয়েছেন। নায়িকা বলেছেন, এই ট্যাটু মানবদেহের সাতটি শক্তিকেন্দ্র। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুরা চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রার চক্র, সেটাই পিঠে এঁকেছেন তিনি। পিঠে ট্যাটু ছাড়াও সোনামণির হাতেও রয়েছে একটি ট্যাটু।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement