Advertisement

Anirban Chakraborty: ফ্যানবয় মোমেন্ট! 'একেনবাবু'র সঙ্গে ছবি তুললেন এই স্টারকিড, চিনতে পারছেন?

Anirban Chakraborty: গত দুই-তিন বছরে বাঙালি দর্শকেরা পেয়েছেন এক নতুন গোয়েন্দা। যাঁর টাক মাথা, ছোটখাটো চেহারা, ঠোঁটের ওপরে পেল্লাই গোঁফ, কোনও কিছুই সিরিয়াসলি নেন না তবে মগজে রয়েছে বিস্তর বুদ্ধি। যার জেরে বড় বড় কাণ্ড সমাধান করে ফেলেছেন তিনি নিমেষে। তিনি হলেন একেনবাবু। আট থেকে আশি সকলেই এই বাঙালি গোয়েন্দার ভীষণভাবে ফ্যান।

অনির্বাণের সঙ্গে বসে স্টারকিডকে চেনেন?অনির্বাণের সঙ্গে বসে স্টারকিডকে চেনেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2024,
  • अपडेटेड 1:13 PM IST
  • গত দুই-তিন বছরে বাঙালি দর্শকেরা পেয়েছেন এক নতুন গোয়েন্দা।

গত দুই-তিন বছরে বাঙালি দর্শকেরা পেয়েছেন এক নতুন গোয়েন্দা। যাঁর টাক মাথা, ছোটখাটো চেহারা, ঠোঁটের ওপরে পেল্লাই গোঁফ, কোনও কিছুই সিরিয়াসলি নেন না তবে মগজে রয়েছে বিস্তর বুদ্ধি। যার জেরে বড় বড় কাণ্ড সমাধান করে ফেলেছেন তিনি নিমেষে। তিনি হলেন একেনবাবু। আট থেকে আশি সকলেই এই বাঙালি গোয়েন্দার ভীষণভাবে ফ্যান। একেন চরিত্রটি অভিনেতা আনির্বাণ চক্রবর্তীকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। আর একেনবাবু তথা অনির্বাণ চক্রবর্তীর ডাই হার্ট ফ্যান এই স্টারকিড। অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করেছে এই খুদে ফ্যান। 

সোফার মধ্যে বসে রয়েছেন একেনবাবু তথা অনির্বাণ। তার পাশে হলুদ টি-শার্ট ও জিন্স পরে বসে ছোট্ট একটি ছেলে, যার চোখে চশমা। একেনবাবু তাকে জড়িয়েই ছবি তুলেছে। আর এই ছবি তুলে দিয়েছেন খুদের মা অপরাজিতা ঘোষ। খুদে আসলে ঋত্ত্বিক চক্রবর্তী ও অপরাজিতার ছেলে, যার নাম উপমন্যু। আর উপমন্যুর সঙ্গেই ছবি তুলেছেন অনির্বাণ। মা অপরাজিতা এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, একেনবাবুর সঙ্গে একান্তে। আমাদের ছেলের ফ্যানবয় মুহূর্ত। এই ছবির কমেন্টে অনির্বাণ ঋত্ত্বিক-অপরাজিতার ছেলেকে খুব মিষ্টি বলেছেন। 

ঋত্ত্বিক-অপরাজিতা ছেলে উপমন্যুকে একেবারে নিজেদের মতো করে বড় করে তুলছেন। তাকে প্রচুর বই কিনে দেওয়া হয়েছে যাতে সে বই পড়তে অভ্যস্ত হয়। মা অপরাজিতা মাঝে মাঝেই সেই ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়া পেজে। ছেলেকে নিয়ে মাঝে মধ্যেই ঋত্ত্বিক-অপরাজিতা এদিক-সেদিক বেড়িয়ে পড়েন। ১৩ বছরের দাম্পত্য জীবন ঋত্ত্বিক-অপরাজিতার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় দিয়ে বারংবার সমৃদ্ধ করেছেন অভিনেতা। 

অপরদিকে, অনির্বাণ চক্রবর্তীর খুদে ফ্যানের সংখ্যা নেহাত কম নয়। বাঙালি এই গোয়েন্দা ছোটদের মন জয় করে ফেলেন নিমেষে। সব অভিনেতার কাছেই প্রশংসা বা পুরস্কারের বাইরে অন্য কিছু পেলে তা মনকে আরও খুশি করে দেয়। অনির্বাণ মাঝে মাঝেই তাঁর ছোট ছোট ফ্যানেদের কাছ থেকে এই ধরনের উপহার পেয়ে থাকেন। আর এইসব তিনি নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ারও করেন। স্কুলের শিক্ষকতা ছেড়ে অভিনয় জগতে প্রবেশ অনির্বাণের। একসময় চুটিয়ে থিয়েটার করতেন। এখনও সুযোগ পেলে করেন। ২০১৮ সাল থেকে একেনবাবুর চরিত্রে অভিনয় শুরু। আর গত ৬ বছরে ফেলুদা-ব্যোমকেশের পর বাঙালি গোয়েন্দা একেনবাবু সকলের মন জয় করে ফেলেছেন। তবে আট থেকে আশি, একেন যে সকলের মনে দাগ কেটেছে, তা দেখে খুশি অনির্বাণ। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement