Advertisement

Television Gossip: সিরিয়ালের চেনা মুখ, ঢালিউডে ডেবিউ এই নায়িকার

Television Gossip: এপার বাংলার অভিনেত্রীদের ওপার বাংলার বিভিন্ন প্রজেক্টে কাজ করা নতুন কিছু নয়। টলিউডের একাধিক নায়িকা বাংলাদেশের ছবি, সিরিজ ও নাটকে কাজ করেছেন। আবার ওপার বাংলার নায়ক-নায়িকারাও টলিউডে এসে নিজেদের প্রতিভা দেখিয়ে গিয়েছেন।

বাংলাদেশে ডেবিউ করবেন এই নায়িকাবাংলাদেশে ডেবিউ করবেন এই নায়িকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2025,
  • अपडेटेड 5:53 PM IST
  • এপার বাংলার অভিনেত্রীদের ওপার বাংলার বিভিন্ন প্রজেক্টে কাজ করা নতুন কিছু নয়।

এপার বাংলার অভিনেত্রীদের ওপার বাংলার বিভিন্ন প্রজেক্টে কাজ করা নতুন কিছু নয়। টলিউডের একাধিক নায়িকা বাংলাদেশের ছবি, সিরিজ ও নাটকে কাজ করেছেন। আবার ওপার বাংলার নায়ক-নায়িকারাও টলিউডে এসে নিজেদের প্রতিভা দেখিয়ে গিয়েছেন। এবার সেই তালিকাতেই নাম লেখাতে চলেছেন এই অভিনেত্রী। মিমি-ইধিকা-নুসরতের পর এবার সিরিয়ালের এই নায়িকা কাজ করতে চলেছেন বাংলাদেশে। টেলিপাড়ার এই জনপ্রিয় নায়িকা অভিনয় করবেন বাংলাদেশের এক নাটকে। 

বাংলা সিরিয়ালের দুনিয়ায় ফুলকি দারুণ জনপ্রিয়। দিব্যাণী মণ্ডল নাম ভূমিকায় ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছেন। এবার এই ধারাবাহিকের মুখ্য চরিত্র তথা ফুলকি খোদ পাড়ি দিচ্ছেন ঢালিউডে। বাংলাদেশের একটি নাটকে দেখা যাবে দিব্যাণীকে। জানা গিয়েছে, সেই নাটকে মুখ্য ভূমিকায় থাকবেন মেহজাবিন জোভান। ওপার বাংলার এই জনপ্রিয় অনস্ক্রিন জুটির সঙ্গে স্ক্রিন ভাগ করবেন দিব্যাণীও। এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফুলকিকে। তবে এই পর্বে তেমন একটা সিন নেই দিব্যাণীর।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কিন্তু আগামী ভাগে পুরোদমে দেখা মিলবে ফুলকির।  জানা গিয়েছে আগামী বছর অর্থাৎ২০২৬ সালের গোড়ার দিকে শ্যুটিং শুরু হবে বেস্ট ফ্রেন্ড ৩.০ এর। দিব্যাণী মন্ডলের প্রথম ঢালিউড প্রজেক্ট তথা প্রথম বাংলাদেশি নাটকের নাম বেস্ট ফ্রেন্ড ২.০। এই নাটকটির গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা কোনও কারণবশত পিছিয়ে যায়। এবার জানা গেল ইদের দিন সিএমবভি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই নাটকটি। প্রবীর রায় চৌধুরী এই নাটকটির পরিচালনা করেছেন। ২০১৮ সালে 'বেস্ট ফ্রেন্ড' নাটকে প্রথমবার প্রবীর রায় চৌধুরীর সঙ্গে কাজ করেন মেহজাবীন চৌধুরী। এরপর আবারও নতুন রূপে, নতুন গল্প নিয়ে ফিরছেন মেহজাবিন-জোভান জুটি।

ফুলকি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেন দিব্যাণী মণ্ডল। টেলিভিশনের পর্দায় রাধা-কৃষ্ণের একান্ত ভক্ত হিসাবেই পরিচিত 'ফুলকি' দিব্য়াণী। ব্যক্তিগত জীবনেও তিনি কৃষ্ণভক্ত। অভিনয় থেকে সময় পেলেই তিনি মায়াপুর-বৃন্দাবনে পাড়ি দেন। অভিনেত্রী মাত্র ১৫ বছর বয়স থেকে মাছ-মাংস ছোঁন না। সম্পূর্ণ নিরামিষ আহার করেন। টিআরপি তালিকায় ফুলকি ১ থেকে ১০-এর মধ্যেই থাকে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement