Advertisement

Actress Eat Beef Stake: গোমাংস খাচ্ছেন এই টেলি অভিনেত্রী, হিন্দুরা গর্জে উঠতেই বললেন...

একদা টেলিপর্দার জনপ্রিয় মুখ ছিলেন স্বরলিপি চট্টোপাধ্যায়। গেম শোয়ের সঞ্চালনা করেই বাঙালির ঘরে ঘরে চেনা মুখ হয়ে ওঠেন তিনি। এরপর সিরিয়ালে অভিনয় করে নিজের পা ইন্ডাস্ট্রিতে আরও জমিয়ে ফেলেন তিনি। কিন্তু আচমকাই নিজেকে গ্ল্যামার দুনিয়া থেকে সরিয়ে ফেলেন স্বরলিপি।

গোমাংস খেলেন এই টেলি নায়িকাগোমাংস খেলেন এই টেলি নায়িকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Dec 2025,
  • अपडेटेड 2:42 PM IST
  • বেশ কিছু পডকাস্টে এসে অভিনেত্রী তাঁর অতীত জীবন, ব্যক্তিগত জীবন ও কেরিয়ার নিয়ে বিস্ফোরক কথা বলেছেন।

একদা টেলিপর্দার জনপ্রিয় মুখ ছিলেন স্বরলিপি চট্টোপাধ্যায়। গেম শোয়ের সঞ্চালনা করেই বাঙালির ঘরে ঘরে চেনা মুখ হয়ে ওঠেন তিনি। এরপর সিরিয়ালে অভিনয় করে নিজের পা ইন্ডাস্ট্রিতে আরও জমিয়ে ফেলেন তিনি। কিন্তু আচমকাই নিজেকে গ্ল্যামার দুনিয়া থেকে সরিয়ে ফেলেন স্বরলিপি। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার এক ক্যাফের মালিক। তবে ইদানিং বেশ চর্চায় রয়েছেন স্বরলিপি। বেশ কিছু পডকাস্টে এসে অভিনেত্রী তাঁর অতীত জীবন, ব্যক্তিগত জীবন ও কেরিয়ার নিয়ে বিস্ফোরক কথা বলেছেন। যা নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। আর এরই মাঝে গোয়ায় ঘুরতে গিয়ে গরুর মাংস খাওয়া নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। 

ছুটি কাটাতে গোয়ায় এসেছেন স্বরলিপি। সেখান থেকে নিজের ঘোরার ও সারাদিন তিনি কী খাওয়া-দাওয়া করছেন, তা পোস্ট করেন অভিনেত্রী। সেরকমই একটি পোস্টে স্বরলিপি নিজের ছবি ও তাঁর খাবারের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, বিফ স্টেক। অর্থাৎ তিনি গোয়ায় এসে গরুর মাংসের স্টেক খাচ্ছেন। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ, ট্রোল, চূড়ান্ত খারাপ কথা। 

স্বরলিপিকে ট্রোলড করে একজন লেখেন, গো-মাংস ভক্ষণ কোনও গর্বের বিষয় নয়। তা আমাদের হিন্দু ধর্মের পরিপন্থী। একজন হিন্দু হিসেবে আমি সমর্থন করতে পারলাম না। আর একজন লেখেন, একজন হিন্দু হয়ে কঠোরভাবে আপত্তি জানালাম। আবার কেউ লেখেন, কিছু বাঙালি নিজের স্টেস্টাস বজায় রাখতে বীফ খেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে আর বাকিরা তাঁদের সাপোর্ট করছে। একজন স্বরলিপির ব্যক্তিগত জীবন টেনে লেখেন, গরুর মাংস খেয়ে ছবি দিচ্ছিস, তোর কপালে আরও কষ্ট আছে। মরতে পারিস না, আপদ যত। সামনে পেলে জুতোর বারি মেরে কুল সাজা বার করতাম’। এই ধরনের একাধিক কটাক্ষের মুখে পড়েন স্বরলিপি। তবে খারাপ মন্তব্যের পাশাপাশি অভিনেত্রীকে অনেকেই সমর্থন করেছেন। বলেছেন, খাদ্যাভাস প্রত্যেকের নিজস্ব। কিন্তু দমে যাওয়ার পাত্রী নন স্বরলিপি। তিনি সেই ট্রোলারদের কমেন্টের স্ক্রিনশট নিজের ফেসবুকের দেওয়ালে পোস্ট করেন।

Advertisement

স্বরলিপি লেখেন, খারাপ সময়ের গন্ধ পাচ্ছি কেন জানি! খুব খারাপ!প্রসঙ্গত, দিন কয়েক আগেই ময়দানে গীতাপাঠ অনুষ্ঠানে চিকেন-প্যাটিস বিক্রি করার কারণে মারধর করা হয় এক বিক্রেতাকে। তা নিয়ে রাজনৈতিক মহলে তরজা এখনও জারি। এরই মধ্যে নজিরবিহীন আক্রমণের মুখে স্বরলিপি।

Read more!
Advertisement
Advertisement