Advertisement

Television Actress: বৃষ্টিতে ভিজছে খোলা পিঠ, নেটপাড়ায় ঝড় তুললেন এই টেলি নায়িকা

Television Actress: অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। শরীরে লেপ্টে রয়েছে ভেজা কালো শাড়ি। ব্যাকলেস ব্লাউজ, দেখা যাচ্ছে খোলা পিঠ ও কোমর। চুল থেকে বিন্দু বিন্দু জল পড়ছে সেই পিঠে। বৃষ্টির দিনে এভাবেই ভেজা শরীরে উষ্ণতা ছড়ালেন এই টেলি নায়িকা।

চিনতে পারছেন এই নায়িকাকে?চিনতে পারছেন এই নায়িকাকে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2025,
  • अपडेटेड 2:38 PM IST
  • বৃষ্টির দিনে এভাবেই ভেজা শরীরে উষ্ণতা ছড়ালেন এই টেলি নায়িকা।

অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। শরীরে লেপ্টে রয়েছে ভেজা কালো শাড়ি। ব্যাকলেস ব্লাউজ, দেখা যাচ্ছে খোলা পিঠ ও কোমর। চুল থেকে বিন্দু বিন্দু জল পড়ছে সেই পিঠে। বৃষ্টির দিনে এভাবেই ভেজা শরীরে উষ্ণতা ছড়ালেন এই টেলি নায়িকা। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রী খলনায়িকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। ইন্ডাস্ট্রিতে মিষ্টি নায়িকা বলেই পরিচিত তিনি। সেই অভিনেত্রী বৃষ্টিতে ভেজা ছবি দিতেই শোরগোল সোশ্যাল মিডিয়া জুড়ে। 

মিঠাই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন এই নায়িকা। সদ্য প্রেমে মনও ভেঙেছে। সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেই প্রায়ই। এখন তো বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। টেলিভিশনের মিষ্টি মুখের খলনায়িকা তন্বী লাহা রায়। যাঁকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে। বৃষ্টির ভরা মরশুমে তাঁর এমন ছবি ও ভিডিও নেটপাড়ায় উষ্ণতা বাড়াচ্ছে। 

এই ছবি পোস্ট করে তন্বী তাঁর ক্যাপশনে লেখেন, বৃষ্টি পড়লে আমি শান্ত থাকতে পারি না, আমি শান্তি অনুভব করি, আমি হাসি, নাচ করি। আমি হয় তোমার সঙ্গে ছাতা শেয়ার করব না হলে নিজেকে ভিজিয়ে দেব। বৃষ্টিভেজা এণন ওয়েদার যে তন্বী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তা বলাই বাহুল্য। রাতের অন্ধকারে একটি কালো রঙের শাড়ি পরে নিজেকে ভিজিয়ে দিলেন প্রাণ ভরে। তন্বীর এই বৃষ্টিভেজা ছবি দেখে নেট দুনিয়া কাবু। টেলিপাড়ার অনেকেই তাঁর প্রশংসা করেছেন এমন বোল্ড ছবির জন্য। নায়িকার চোখের চাহনি, আবেদনময়ী ভঙ্গি দেখে মুগ্ধ নেটিজেনরা। 

গত বছরই তন্বীর মাতৃবিয়োগ হয়েছে। মাকে হারিয়ে রীতিমতো মুষড়ে পড়েছিলেন নায়িকা। এই বছর মায়ের মৃত্যুর এক বছর পূর্তিতে আবেগে মোড়া চিঠি পোস্ট করেছিলেন তন্বী। যেখানে তিনি বুঝিয়েছেন তাঁর জীবনে মায়ের অভাব কতখানি। প্রসঙ্গত, টলি অভিনেতা রাজদীপ গুপ্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যদিও এই মুহূর্তে যে তাঁরা একসঙ্গে নেই তার ইঙ্গিত একাধিকবার সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন নায়িকা। তবে প্রকাশ্যে এই নিয়ে রাজদীপ বা তন্বী কেউই মুখ খোলেননি।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement