Advertisement

Tollywood Actress: কখনও বিকিনি কখনও মনোকিনি, নেট পাড়ায় পারদ চড়াচ্ছেন এই অভিনেত্রী

Tollywood Actress: ছোটপর্দা থেকে বড়পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্ম, ইতিমধ্যেই সব মাধ্যমে কাজ করে নিয়েছেন টলিপাড়ার চেনা মুখ রোশনি ভট্টাচার্য। কেরিয়ার শুরু ছোটপর্দা দিয়েই। অভিনয়ের পাশাপাশি রোশনি পরিচিত তাঁর বোল্ড অবতারের জন্য়।

টলি নায়িকার বোল্ড লুক দেখুনটলি নায়িকার বোল্ড লুক দেখুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Dec 2025,
  • अपडेटेड 6:09 PM IST
  • ছোটপর্দা থেকে বড়পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্ম, ইতিমধ্যেই সব মাধ্যমে কাজ করে নিয়েছেন টলিপাড়ার চেনা মুখ রোশনি ভট্টাচার্য।

ছোটপর্দা থেকে বড়পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্ম, ইতিমধ্যেই সব মাধ্যমে কাজ করে নিয়েছেন টলিপাড়ার চেনা মুখ রোশনি ভট্টাচার্য। কেরিয়ার শুরু ছোটপর্দা দিয়েই। অভিনয়ের পাশাপাশি রোশনি পরিচিত তাঁর বোল্ড অবতারের জন্য়। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তাঁর একাধিক সাহসী ছবি লক্ষ্য করা যায়। শনিবারও রোশনি তাঁর সিজলিং ছবি পোস্ট করে নেটপাড়ার পারদ চড়ালেন। 

পিছনে নীল সমুদ্র আর তার সামনে নীল রঙের মনোকিনিতে উষ্ণতা বাড়ালেন রোশনি। অভিনেত্রীর মেদহীন ফিগারে এই সুইম স্যুটটি দারুণ মানিয়ে গিয়েছে। কখনও মাখনের মতো মসৃণ পা ফ্লন্ট করে আবার কখনও ক্যামেরার দিকে ব্যাক করে একের পর এক পোজ দিয়ে ছবি তুললেন। আর এই ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সে একের পর এক প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। সকলেই অভিনেত্রীর এই সাহসী ছবির প্রশংসা করেছেন। 

কিছুদিন আগেই বরের সঙ্গে গোয়াতে ৩ বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন। যদিও গোয়াতে গিয়েছিলেন অন্য একজনের বিয়েতে। রোশনির অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে। একাধিক বাংলা ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। কখনও মুখ্য চরিত্রে, কখনও পার্শ্বচরিত্রে আবার কখনও নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছেন। 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী। এরপর তাঁকে দেখা যায় সান বাংলার 'আকাশ কুসুম'-এ।‌ 

তবে এই প্রথম নয়, রোশনি এর আগেও একাধিকবার সাহসী অবতারে ধরা দিয়েছেন। তাঁর বোল্ড লুকে মন মজেছেন নেটিজেনদের। মনোকিনি থেকে বিকিনি, রোশনি সব পোশাকেই ভীষণভাবে সাবলীল। টেলিভিশনে কাজ করার আগে থিয়েটার করতেন রোশনি ভট্টাচার্য। 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকে জগদম্বা চরিত্রেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান তিনি। মেগা সিরিয়ালে রাসমণির মেয়ে জগদম্বা রূপে দেখা যায় তাঁকে। 'গোধূলি আলাপ' ধারাবাহিকে রোহিণী চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তেঁতুলপাতা সিরিয়ালেও রোশনিকে দেখা গিয়েছে অভিনয় করতে। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'অতি উত্তম'- এও অভিনয় করেছেন। পথিকৃৎ বসুর 'শ্রীমান ভার্সেস শ্রীমতি'-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। অরিন্দম শীলের মিতিন মাসি ছবিতেও দেখা যাবে রোশনিকে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement