Advertisement

Rishi Koushik: 'স্ত্রীকে সিঁদুর পরতে বললে...', ফেসবুকে ফের বিস্ফোরক ঋষি কৌশিক

Rishi Kaushik: কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঋষি কৌশিক তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভিডিও-পোস্ট করা শুরু করেছেন। কিছুদিন আগে অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেন আর যেখানে তাঁকে একজন ছেলে ও মেয়ের কথা বলতে শোনা যায়। কারোর নাম না করলেও এটা বুঝতে অসুবিধা হয়নি তিনি তাঁর স্ত্রী দেবযানীর দিকেই ইঙ্গিত করছেন।

ঋষি কৌশিকঋষি কৌশিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2024,
  • अपडेटेड 6:58 PM IST
  • কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঋষি কৌশিক তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভিডিও-পোস্ট করা শুরু করেছেন।

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঋষি কৌশিক তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভিডিও-পোস্ট করা শুরু করেছেন। কিছুদিন আগে অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেন আর যেখানে তাঁকে একজন ছেলে ও মেয়ের কথা বলতে শোনা যায়। কারোর নাম না করলেও এটা বুঝতে অসুবিধা হয়নি তিনি তাঁর স্ত্রী দেবযানীর দিকেই ইঙ্গিত করছেন। আর তা নিয়েই টলিপাড়ায় ঋষি কৌশিক ও দেবযানীর বিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। আর তারই মাঝে ঋষি কৌশিক ফের মহিলাদের সিঁদুর পরা নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন আর যা নিয়ে অভিনেতাকে ট্রোলের মুখে পড়তে হয়। 

সোমবার ঋষি কৌশিক তাঁর ফেসবুক পেজে এক মহিলার সিঁদুর পরা মাথার ছবি পোস্ট করে লেখেন, কে কীভাবে চলবে এটা যার যার ব্যক্তিগত স্বাধানতার বিষয়। কিন্তু একজন পুরুষ যদি তাঁর স্ত্রীকে সিঁদুর পরতে বলে আর এই কারণে পুরুষটিকে যদি বলা হয় যে সে এখনও আধুনিক হতে শেখেনি, তাহলে আমাদের যে সকল মা এবং বোনেরা ভক্তিভরে সিঁদুর পরে তারা কি আধুনিক নয়? এই পোস্টেও ঋষি কৌশিক কারোর নাম না নিলেও এটাও যে তাঁর স্ত্রী দেবযানীকে কটাক্ষ করেই বলেছেন তা বোঝাই যাচ্ছে। 

তবে এই পোস্ট করার পর অনেকে যেমন অভিনেতার পাশে দাঁড়িয়েছেন তেমনি অনেকেই অভিনেতাকে ট্রোলও করেছেন। অনেকেই বলেছেন যে সম্পর্কের ভিত্তি কোনওভাবেই সিঁদুরের ওপর নির্ভর করে না। অনেকে আবার লিখেছেন, সিঁদুর পরলেও অনেকে বিশ্বাসঘাতকতা করে থাকে। ঋষির পোস্ট ঘিরে যখন তোলপাড় চারিদিক তখন থেমে থাকেননি স্ত্রী দেবযানীও। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, তাঁর বিরুদ্ধে এই ধরণের কথা রটিয়ে সম্মানহানির চেষ্টা চলছে। তাই যা উত্তর দেওয়ার সম্পূর্ণটা তিনি আইনের মাধ্যমেই দেবেন।

আপাতত নাম না করে, দেবযানীর উপরে একাধিক অভিযোগ এনেছেন ঋষি। যাতে রয়েছে অত্যাধিক মদ্যপান, ধূমপান। পুরুষ সহকর্মীদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা, কাজের পর নিত্যদিন পার্টি, লোকের সামনে লক্ষ্মীমন্ত বউমা সেজে থাকা, কন্ট্রোল ফ্রিক, তাঁকে মানসিক অসুস্থ প্রতিপন্ন করার চেষ্টা…এরকম কত কী! ১২ বছর আগে নিজে দেখেই বিয়ে করেন ঋষি কৌশিক আর দেবযানী। পেশায় ইঞ্জিনিয়র দেবযানী আর টলিউডের সুপারস্টার অভিনেতা ঋষির প্রেম কাহিনি প্রথমদিকে ছিল সিনেমার মতো। অন্তত বাইরের লোকের কাছে তাঁরা তেমনটাই দেখিয়েছিলেন। দিদি নম্বর ১-এ এসেও তাঁদের ভালোবাসার গল্প শুনিয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপরই তাঁদের দাম্পত্যে ঠিক কী কারণে চিড় ধরে তা অজানা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement