Advertisement

Arjun Chakraborty: পরকীয়ার জেরে দাম্পত্যে চিড়? বিচ্ছেদ গুঞ্জনের মাঝে স্ত্রীকে নিয়ে ছবি অর্জুনের, কী লিখলেন?

Arjun Chakraborty: একদিকে যখন টলিপাড়ার বিয়ের সানাই বাজছে ঠিক অন্যদিকেই শোনা যাচ্ছে বিচ্ছেদের মন খারাপ করা সুর। টলিউডে এখন কান পাতলেই যিশু-নীলাঞ্জনার ডিভোর্স গুঞ্জন। টলিপাড়ার এই পাওয়ার কাপল নাকি এখন আর একসঙ্গে থাকছেন না বলেও শোনা যাচ্ছিল।

অর্জুন শেয়ার করলেন স্ত্রী শ্রীজার সঙ্গে ছবিঅর্জুন শেয়ার করলেন স্ত্রী শ্রীজার সঙ্গে ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2024,
  • अपडेटेड 12:13 PM IST
  • একদিকে যখন টলিপাড়ার বিয়ের সানাই বাজছে ঠিক অন্যদিকেই শোনা যাচ্ছে বিচ্ছেদের মন খারাপ করা সুর।

একদিকে যখন টলিপাড়ার বিয়ের সানাই বাজছে ঠিক অন্যদিকেই শোনা যাচ্ছে বিচ্ছেদের মন খারাপ করা সুর। টলিউডে এখন কান পাতলেই যিশু-নীলাঞ্জনার ডিভোর্স গুঞ্জন। টলিপাড়ার এই পাওয়ার কাপল নাকি এখন আর একসঙ্গে থাকছেন না বলেও শোনা যাচ্ছিল। আর এই গুঞ্জনের মাঝে আরও এক পাওয়ার কাপলের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম হয়ে ওঠে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে অর্জুন ও শ্রীজারও নাকি বিচ্ছেদ হতে চলেছে। যার কারণ অর্জুনের পরকীয়া। 

সম্প্রতি শ্রীজা সেন নাকি অর্জুন চক্রবর্তীকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। শুধু তাই নয়, অর্জুনের সঙ্গে তাঁর সব ছবিও ডিলিট করে দিয়েছেন বলে দাবি করা হয়। আর এর কারণ হিসাবে শোনা যাচ্ছে অর্জুনের পরকীয়া। টলিপাড়ার অন্দরের খবর, সম্প্রতি অর্জুন গিয়েছিলেন আমেরিকায় বঙ্গ সম্মেলনে আর সেখানে গিয়েই এক নায়িকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। ঘনিষ্ঠটা এতটাই বাড়াবাড়ি পর্যায় যায় যে সেটা অর্জুনের স্ত্রীর কানে আসতে খুব বেশি সময় লাগেনি। আর তা নিয়েই শ্রীজা-অর্জুনের মধ্যে দুরত্ব বেড়েছে। যদিও পুরো বিষয়টিই এক সংবাদমাধ্যমের কাছে অস্বীকার করেছেন অর্জুন। আর তিনি আর শ্রীজা যে ভাল আছেন তা প্রমাণিত করতে অর্জুন রবিবার স্ত্রীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ছবিতে দেখা যাচ্ছে গ্রিনউইচের কোথাও ব্যাগ কাঁধে হাসিমুখে দাঁড়িয়ে আছেন অর্জুন। আর তাঁর কাঁধে মাথা রেখে পোজ দিয়েছেন শ্রীজা। এই ছবির ক্যাপশনে অর্জুন লেখেন, 'এই বছরই আমরা আমাদের সবথেকে স্মরনীয় গ্রীষ্মের ছুটি কাটিয়েছি গ্রিনউইচে। খোলামেলা জায়গার সৌন্দর্য এবং প্রকৃতির সভা সত্যিই অবর্ণনীয়।' আর এই ছবি দেখে অর্জুনের ভক্তরা বেজায় খুশি। যদিও শ্রীজার সোশ্যাল মিডিয়া পেজে অর্জুনের সঙ্গে এই একটি ছবি ছাড়া আর কোনও ছবিই নজরে আসেনি। 

২০১৫ সালের ১০ মার্চ বিয়ে করেন অর্জন ও শ্রীজা। যদিও তাঁদের প্রেম স্কুলে পড়ার সময় থেকেই। বর্তমানে তাঁদের মেয়ে অবন্তিকাকে নিয়ে ভরা সংসার। অর্জুন চক্রবর্তীকে আগামীতে দেবী চৌধুরাণী ছবিতে রঙ্গরাজের চরিত্রে দেখা যেতে চলেছে। শুভ্রজিতের ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও সৃজিতের সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতেও দেখা যাবে অর্জুন সহ একাধিক তারকাকে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement