Advertisement

Actor Dev Marriage Plan: ছাব্বিশেই কি রুক্মিণীর সঙ্গে ছাদনাতলায় যাচ্ছেন? দেবের বিয়ের প্ল্যান ফাঁস

২০২৫ সালটা যেন তাঁরই। একের পর এক ছবি মুক্তি। সফলতা নিজে এসে পায়ে চুমু খাচ্ছে তাঁর। আর দুদিন পরেই জন্মদিন আবার এইদিনই মুক্তি পাচ্ছে 'প্রজাপতি ২'। অর্থাৎ বছরটা শেষ হবে এই ছবির ধামেকাদার এন্ট্রির মাধ্যমে। তবে এত সফলতার মাঝেও সবাই চিন্তিত তাঁর বিয়ে নিয়ে। টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেন দেব, যাঁর ৪৩ বছর বয়স হয়ে গেলেও কবে ছাদনাতলায় যাবেন, সে বিষয়ে কেউ কিছুই জানেন না।

দেব-রুক্মিণী কবে বিয়ে করছেন?দেব-রুক্মিণী কবে বিয়ে করছেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 10:32 AM IST
  • টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেন দেব।

২০২৫ সালটা যেন তাঁরই। একের পর এক ছবি মুক্তি। সফলতা নিজে এসে পায়ে চুমু খাচ্ছে তাঁর। আর দুদিন পরেই জন্মদিন আবার এইদিনই মুক্তি পাচ্ছে 'প্রজাপতি ২'। অর্থাৎ বছরটা শেষ হবে এই ছবির ধামেকাদার এন্ট্রির মাধ্যমে। তবে এত সফলতার মাঝেও সবাই চিন্তিত তাঁর বিয়ে নিয়ে। টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেন দেব, যাঁর ৪৩ বছর বয়স হয়ে গেলেও কবে ছাদনাতলায় যাবেন, সে বিষয়ে কেউ কিছুই জানেন না। প্রেমিকা রুক্মিণী মৈত্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন দেব। কিন্তু কবে তাঁরা বিয়ে করবেন তা জানা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানিয়ে দিলেন তাঁর বিয়ের সব পরিকল্পনা। 

প্রজাপতি ২-এর প্রচার নিয়ে এখন ব্যস্ততা চলছে তুঙ্গে। ২৫ ডিসেম্বর জন্মদিনের দিনই তাঁর এই ছবি মুক্তি পাবে। আর ছবি মুক্তির আগে বিয়ের সব প্ল্যান ফাঁস করলেন দেব নিজে, সঙ্গ দিলেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে দেব ও জিৎ একসঙ্গে এসে সুপারস্টারের বিয়ের পরিকল্পনা জানিয়ে দেন। জিৎ বলেন, 'ছাব্বিশে দেবের বিয়ে হলে ভাল হয়। ভাই যেটা বলবে। সবকিছু ছেড়ে দিয়ে, সেই সময় কোনও সিনেমা-ফিল্ম করব না, আমি ওর সঙ্গে থাকতে চাই এবং যে রকম দাদা ভাইয়ের বিয়েতে থাকে আর কী।' জিৎ এরপর বলেন, 'আমি খাওয়ার দিকটা দেখে নেব বেশি করে, আমি একটু পেটুক মানুষ।' 

জিৎ গঙ্গোপাধ্যায়ের পর দেব নিজেই জানিয়েছেন তাঁর বিয়েতে কী কী হবে। দেব বলেন, 'আমরা (দেব ও রুক্মিণী) যদি বিয়ে করি, তাহলে আমি কোনও অনুষ্ঠান করব না। আমি বাড়িতেই করব। কোনও শো অফ না, কোনও কিছু না। বাড়িতেই আমি ও জিৎ দা মিলে রান্না করব।' তবে দেবের এই কথাগুলো থেকে এটা স্পষ্ট যে দেব বিয়ে করলে তা ব্যক্তিগত পরিসর বজায় রেখে করবে। যেরকমটা টলিপাড়ার কিছু দম্পতি করেছিলেন। রুক্মিণীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন দেব। আগে বহুবার তাঁরা বিয়ে করবেন বলে শোনা গেলেও, সেইসব ছিল গুঞ্জন। 

Advertisement

বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। এক সঙ্গে একাধিক ছবিতেও কাজ করেছেন। দেবের বাড়ির অনুষ্ঠান হোক বা তাঁর ছবির প্রিমিয়ার সব জায়গায় নায়িকাকে দেখা যায়। আর এর উল্টোটাও হয়। দু'জনের পরিবারও তাঁদের দু'জনকে ভালোবাসে। কিন্তু কবে বিয়ে করবেন তাঁরা? এটা নিয়ে অনুরাগীদের প্রশ্নের শেষ নেই। যদিও এই নিয়ে দেব বা রুক্মিণী দুজনের কেউই সঠিক উত্তর কখনও দেননি। দুজনেই এখন কেরিয়ার নিয়েই ব্যস্ত। 

Read more!
Advertisement
Advertisement