Advertisement

Actor Dev With Baby: খুদেকে কোলে নিয়ে শপিং মলে ঘুরছেন দেব, ছোট্ট শিশুটি কে?

গলায় ঝোলানো ক্যাঙ্গারু ব্যাগ আর তার মধ্যে একরত্তিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেব। শপিং মলে এসে একমনে জিনিসপত্র কেনাকাটি করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় টলিউডের সুপারস্টার নিজেই এই ছবি শেয়ার করেছেন।

দেবের কোলে ঘুরে বেড়াচ্ছে এই শিশুটি কে?দেবের কোলে ঘুরে বেড়াচ্ছে এই শিশুটি কে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Dec 2025,
  • अपडेटेड 11:23 AM IST
  • গলায় ঝোলানো ক্যাঙ্গারু ব্যাগ আর তার মধ্যে একরত্তিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেব।

গলায় ঝোলানো ক্যাঙ্গারু ব্যাগ আর তার মধ্যে একরত্তিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেব। শপিং মলে এসে একমনে জিনিসপত্র কেনাকাটি করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় টলিউডের সুপারস্টার নিজেই এই ছবি শেয়ার করেছেন। ছোট্ট শিশুটিও দেবের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কে এই একরত্তি? আর দেব কেনই বা এই শিশুকে নিয়ে ঘুরছেন? হঠাৎ করে দেখে মনে হতেই পারে দেব তাঁর সন্তানকে নিয়ে শপিং করছেন। কিন্তু এমনটা নয়। বাস্তবে নয়, বড়পর্দায় সিঙ্গল ফাদার হিসাবে দেখা যাবে দেবতে। আর এই ছবি প্রজাপতি ২-এর দৃশ্য। 

কথায় আছে, বাবা হওয়া মুখের কথা নয়। তার জন্য নিজের অনেক সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হয়। দেবের এই ছবিটাই স্পষ্ট যে তিনি অনস্ক্রিন বাবা হয়ে ওঠার জন্য অনেক কিছুতেই দক্ষ হয়ে উঠেছেন। এখন অনেক মা-বাবাকেই দেখা যায় তাঁদের সন্তানকে সব সময় সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এই ক্যাঙ্গারু ব্যাগ ব্যবহার করতে। এটা তাঁদের সন্তানকে বহন করতে সুবিধা হয়। দেবও ক্যাঙ্গারু ব্যাগে খুদেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাকে ক্যাঙ্গারু ব্যাগে বসিয়ে দেব নানা জিনিস কিনতে ব্যাস্ত। এবং দুটো গোল গোল চোখে সেই খুদে চারপাশের সব দেখতে ব্যস্ত। 

বাস্তবে দেব এখনও বাবা না হলেও, রিলে যে তিনি একরত্তির বাবা হয়ে উঠতে পেরেছেন তা একেবারে স্পষ্ট। দেবের সঙ্গে থাকা শিশুটিও যে অভিনেতার স্পর্শ খুশি তা তার একগাল হাসি দেখেই বোঝা যাচ্ছে। দেব এই ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লেখেন, জয় চক্রবর্তী চরিত্রটা আমার কাছে সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর মধ্যে একটা হয়ে উঠেছে। এই চরিত্রটা আমার জন্য সারাজীবনের মত মনে থেকে যাবে। দেব আরও লেখেন, আশা করি আপনাদেরও চরিত্রটাকে খুব ভাল লাগবে ও আপনার এই চরিত্রটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। 

প্রসঙ্গত, প্রজাপতি ২-তে দেবকে সিঙ্গল ফাদার হিসাবে দেখানো হবে। যেখানে তিনি একা হাতেই নিজের মেয়েকে মানুষ করছেন। বাস্তবে তিনি এখনও বাবা হওয়ার সুযোগ পাননি, কারণ ৪৩ বছরেও অবিবাহিত টলিপাড়ার এই নায়ক। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি বাবা হতে চান কিনা। সেই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, অবশ্যই আমি চাই, আমার পরিবার হোক। বিষয়টা আমি ডেস্টিনির হাতে ছেড়ে দিয়েছি। রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্কের কথা অজানা নয় কারোরই। কিন্তু এখনই দেব বিয়ের পিঁড়িতে বসতে নারাজ। দেব ও রুক্মিণী দুজনেই কেরিয়ারে মন দিয়েছেন। বড়দিনেই মুক্তি পাচ্ছে দেবের আগামী ছবি প্রজাপতি ২। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement