Advertisement

Actor Dev: দেবের মাথায় এই টুপির দাম কত জানেন? চোখ কপালে উঠবে

Actor Dev: টলিপাড়ার সুপারস্টার দেব। নিজেকে প্রমাণ করতে অনেকটা বছর সংঘর্ষ করতে হয়েছে অভিনেতাকে। এখন অভিনয়ের পাশাপাশি দেবের প্রযোজনা সংস্থাও রয়েছে। এক কথায় বলা চলে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন দেবেরই রমরমা বাজার। আর সেই সুপারস্টারের ফ্যাশন এক নম্বর হবে না তা কী করে হয়

দেবদেব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2025,
  • अपडेटेड 1:38 PM IST
  • এক কথায় বলা চলে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন দেবেরই রমরমা বাজার।

টলিপাড়ার সুপারস্টার দেব। নিজেকে প্রমাণ করতে অনেকটা বছর সংঘর্ষ করতে হয়েছে অভিনেতাকে। এখন অভিনয়ের পাশাপাশি দেবের প্রযোজনা সংস্থাও রয়েছে। এক কথায় বলা চলে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন দেবেরই রমরমা বাজার। আর সেই সুপারস্টারের ফ্যাশন এক নম্বর হবে না তা কী করে হয়। দেবের সোশ্যাল মিডিয়া পেজ ঢুঁ মারলেই দেখা যাবে হাল ফ্যাশনের অভিনেতাকে। দেবের স্টাইল স্টেটমেন্ট একেবারে অন্যরকম, ক্যাজুয়াল ভাবেই থাকতে ভালোবাসেন অভিনেতা। তবে সকলের নজর কেড়েছে দেবের একটি টুপি, যেটা তিনি প্রায়ই পরে থাকেন। 

GUCCI-র টুপির দাম
কালো রঙের গুচি টুপি, যার ওপরে লেখা GUCCI। সাধারণ দেখতে এই টুপির দাম জানলে চোখ কপালে উঠবে। দেবের খুব প্রিয় GUCCI ব্র্যান্ডের এই টুপি। প্রায়ই তাঁকে এই টুপি পরে থাকতে দেখা যায়। সম্প্রতি এক ফিল্মি পার্টিতেও দেবের মাথায় এই টুপি নজরে আসল। জানা যাচ্ছে, গুচি ব্র্যান্ডের এই টুপিটির দাম প্রায় তিরিশ হাজারের কাছাকাছি। তার বেশি হলেও অবাক হব না। টলিপাড়ার সুপারস্টার দেবের ফ্যাশন যে দামি হবে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, কিছুদিন আগে দেবকে বিমানবন্দরে দেখা গিয়েছিল একটি ব্যাগ সাইড করে নিতে। দেখতে ছোট হলেও এই ব্যাগের দামও কিন্তু আকাশছোঁয়া। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

দেবের ছোট ব্যগাটির দামও প্রচুর
Louis Vuitton কোম্পানির ব্যাগটির দাম কত হতে পারে? কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, এটির দাম দুই লাখ ৪৮ হাজার টাকা। আর এটি থেকেই অভিনেতা-সংসদ সদস্যের বিলাসবহুল জীবন সম্পর্কে ধারণা করা সম্ভব। দেবের পরনে এমনিও থাকে নামি ব্র্যান্ডের শার্ট অথবা টি-শার্ট। নিজেকে ফ্যাশনেবল রাখতে সব সময়ই চান দেব। যদিও দেব ছাড়াও GUCCI-র টুপি অনেক তারকাদেরই পরতে দেখা গিয়েছে। যার মধ্যে রয়েছেন দেবচন্দ্রিমা, শুভশ্রী, মিমি। 

দেবের আগামী প্রজেক্ট
চলতি বছরে দেবের ৩টি সিনেমা মুক্তির কথা রয়েছে। যার মধ্যে অগস্ট মাসে স্বাধীনতা দিবসের প্রাক্কালেই আসছে ধূমকেতু। যা পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজনা রাণা সরকারের। ছবিতে শেষবার একসঙ্গে কাজ দেব ও শুভশ্রীর। এই মুহূর্তে ধূমকেতুর প্রচার নিয়ে ব্যস্ত দেব। ২০২৫-এর পুজোতে আসছে রঘু ডাকাত। এই ছবিও বেশ কিছু বছর আটকে ছিল। অবশেষে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে। আর শীতের ছুটিতে দেব নিয়ে আসবেন প্রজাপতি ২। যার শ্যুটিং প্রায় শেষের মুখে।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement