Advertisement

Jeetu Kamal: নবনীতা তো অতীত, তাহলে কাশ্মীরে জিতুর সঙ্গে ওই মহিলা কে?

Jeetu Kamal: একটা সময় টলি পাড়ার পাওয়ার কাপল হিসাবে পরিচিত ছিলেন জিতু কমল ও নবনীতা। তাঁদের সুখের দাম্পত্য জীবন ছিল। কিন্তু বছর দুই আগে পুরো সমীকরণটাই বদলে যায়। সোশ্যাল মিডিয়ায় প্রথম নবনীতাই ঘোষণা করেন যে তিনি আর জিতু একসঙ্গে থাকছেন না। গতবছরই আইনি বিচ্ছেদ হয়েছে নবনীতা ও জিতুর।

কাশ্মীরে জিতুর সঙ্গে কে ওই মহিলা?কাশ্মীরে জিতুর সঙ্গে কে ওই মহিলা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2025,
  • अपडेटेड 1:06 PM IST
  • একটা সময় টলি পাড়ার পাওয়ার কাপল হিসাবে পরিচিত ছিলেন জিতু কমল ও নবনীতা।

একটা সময় টলি পাড়ার পাওয়ার কাপল হিসাবে পরিচিত ছিলেন জিতু কমল ও নবনীতা। তাঁদের সুখের দাম্পত্য জীবন ছিল। কিন্তু বছর দুই আগে পুরো সমীকরণটাই বদলে যায়। সোশ্যাল মিডিয়ায় প্রথম নবনীতাই ঘোষণা করেন যে তিনি আর জিতু একসঙ্গে থাকছেন না। গতবছরই আইনি বিচ্ছেদ হয়েছে নবনীতা ও জিতুর। এখন দুজনের পথই আলাদা। আর তারই মাঝে জিতুর সঙ্গে দেখা গেল এক রহস্যময়ী নারীকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিজেই পোস্ট করেছেন অভিনেতা। আর যা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে।

রবিবার রাতে জিতু তাঁর সোশ্যাল মিডিয়া পেজে দুটি ছবি পোস্ট করেন। এক রহস্যময়ী নারীর সঙ্গে ভূ-স্বর্গ কাশ্মীর থেকে  ছবি দেন জিতু। দুজনেই মুগ্ধ হয়ে বরফে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়ে রয়েছেন। সেই ছবির ক্যাপশনে জিতু লেখেন, অবিস্মরণীয় মুহূর্ত। ধন্যবাদ মহাবিশ্ব। আর এই পোস্টে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন জিতুর পাশে এই রহস্যময়ী নারীটি আসলে কে। যদিও অভিনেতা এই বিষয়ে কোনও কিছুই বলেননি। তবে এই ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে তাহলে কী নতুন জীবন শুরু করতে চলেছেন জিতু কমল?

জিতু-নবনীতার সম্পর্কে চিড় ধরার মাঝেই শ্রাবন্তীকে নিয়ে অভিনেতার সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেটা যে সত্যি নয় তা নবনীতাই জানিয়ে ছিলেন। নবনীতার সঙ্গে জিতুর ডিভোর্সের কারণ এখনও অজানা। যদিও তারই মাঝে নবনীতার সম্পর্কের কথাও ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে। সব মিলিয়ে নবনীতা ও জিতুর সুখের সংসার ভেঙে যায়। এখন দুইজনেই নিজেদের সিঙ্গল বলেই দাবি করেন। 

আর জিতু যে ছবি দুটি পোস্ট করেছেন সেখানে তাঁর পাশে থাকা রহস্যময়ী আর কেউ নন দিতিপ্রিয়া। জিতু দিতিপ্রিয়ার সঙ্গেই কাশ্মীর উপভোগ করছেন। দীর্ঘসময় পর ছোটপর্দায় ফিরছেন জিতু, তাঁর নায়িকা দিতিপ্রিয়া। আপতত জি বাংলার আসন্ন সিরিয়ালের শ্যুটিংয়ে কাশ্মীরে দুজনে। দিতিপ্রিয়া-জিতু জুটির আসন্ন মেগার নাম শুরুতে ঠিক হয়েছিল তোমাকে ভালোবেসে। যদিও সূত্রের খবর, এই মেগার নাম বদল হচ্ছে। একদম প্রথমে দিতিপ্রিয়ার সঙ্গে এই মেগায় জুটি বাঁধার কথা ছিল রাহুল মজুমদারের। তবে সরে দাঁড়ান তিনি।

Advertisement

করুণাময়ী রানি রাসমনির পর দিতিপ্রিয়াকে আর ছোটপর্দায় দেখা যায়নি। আর জিতুও বহু বছর ধরেই ছোটপর্দার বাইরে। আর এই নতুন সিরিয়ালের মাধ্যমে দুই তারকাই আবার ছোটপর্দায় কামব্যাক করছেন। আর এই দুজনের কেমিস্ট্রি পর্দায় কেমন ম্যাজিক তৈরি করে তা দেখার জন্য অপেক্ষায় দর্শকেরা। 

   

Read more!
Advertisement
Advertisement