Advertisement

Jisshu Sengupta: দুরত্ব বাড়ল বাবা-মেয়ের, ইনস্টাগ্রামে সারাকে আনফলো করলেন যিশু

Jisshu Sengupta: তাঁর অভিনয় যেমন প্রশংসিত, তেমনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা তুঙ্গে। গত এক বছর ধরে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার দাম্পত্য নিয়ে একের পর এক খবর সামনে আসছে। তাঁদের সুখের সংসারে বড়সড় চিড় ধরেছে তা এখন সকলের কাছেই স্পষ্ট। এক ছাদের তলায় এখন আর থাকেন না যিশু-নীলাঞ্জনা।

যিশু সেনগুপ্ত ও সারার মধ্যে বাড়ল দুরত্বযিশু সেনগুপ্ত ও সারার মধ্যে বাড়ল দুরত্ব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2025,
  • अपडेटेड 5:37 PM IST
  • গত এক বছর ধরে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার দাম্পত্য নিয়ে একের পর এক খবর সামনে আসছে।

তাঁর অভিনয় যেমন প্রশংসিত, তেমনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা তুঙ্গে। গত এক বছর ধরে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার দাম্পত্য নিয়ে একের পর এক খবর সামনে আসছে। তাঁদের সুখের সংসারে বড়সড় চিড় ধরেছে তা এখন সকলের কাছেই স্পষ্ট। এক ছাদের তলায় এখন আর থাকেন না যিশু-নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করে দিয়েছিলেন তাঁরা অনেক আগেই, এবার মেয়ে সারাকেও সরিয়ে দিলেন যিশু তাঁর ইনস্টাগ্রাম থেকে। 

এই এক বছরে বড়মেয়ে সারা ও ছোটমেয়ে জারাকে নিয়েই নীলাঞ্জনার ছোট্ট সংসার গড়ে উঠেছে। সারা গ্ল্যামার দুনিয়াতে পা রাখলেও নিজেকে মায়ের মতো একজন মডেল হিসাবেই প্রতিষ্ঠিত করতে চান। দুই মেয়ের সঙ্গে নীলাঞ্জনার সম্পর্ক আরও সুন্দর হয়েছে। মায়ের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর সদ্য যৌবনে পা রাখা মেয়ে সারা। সব কিছু যে তাঁদের মধ্যে ঠিক নেই, তা আকার-ইঙ্গিতে বোঝা গেলেও যিশু-নীলাঞ্জনার কেউই সে কথা জানাননি। কোনও বিবৃতিও দেননি। 

কিন্তু   নীলাঞ্জনা ও দুই মেয়ের সঙ্গে যিশুর সম্পর্ক যে আর আগের মতো নেই তা অভিনেতার ইনস্টাগ্রামের পাতায় ঢুঁ মারলেই দেখা যাবে। ইনস্টাগ্রামে মাত্র ৩৪০ জনকে অনুসরণ করেন তিনি। যার মধ্যে শাহরুখ খান থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাই আছেন। কিন্তু নেই মেয়ে সারা সেনগুপ্ত এবং নীলাঞ্জনা। স্ত্রী নীলাঞ্জনাকে বহু আগে আনফলো করলেও সারা ছিলেন যিশুর ইনস্টাগ্রামে। কিন্তু এবার সারাকেও দূরে সরিয়ে দিলেন অভিনেতা। শুধুমাত্র ছোট মেয়ে জারাই রয়েছে বাবার ইনস্টাগ্রামে। সারাও যিশুকে আনফলো করে দিয়েছেন। 

যিশুর সঙ্গে উমা ছবিতে অভিনয় করেছিলেন সারা। সেটাই পর্দার প্রথমবার যিশু-কন্যার এন্ট্রি ছিল। কিন্তু তারপরে আর তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। বরং মডেলিং করতেই ভালোবাসেন সারা। পেশাগত দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন সারা। এখন মুম্বইতে গিয়েই থাকতে হচ্ছে তাঁকে। অপরদিকে, নীলাঞ্জনাও তাঁর প্রযোজনা সংস্থা চালিয়ে যাচ্ছেন। আর যিশু, সৌরভ দাসের সঙ্গে যৌথ ভাবে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement