Advertisement

Parambrata Chatterjee: একটি কোলে আর একটির মাথায় স্নেহের হাত, সন্তানদের আদরে ভরালেন পরমব্রত

Parambrata Chatterjee: একটি কোলে আর অন্যটির মাথায় স্নেহের আদর। দুই সন্তানের সঙ্গে এভাবেই রবিবার কাটালেন পরমব্রত। এক সন্তান এসেছে অনেক আগেই আর একজনের আগমন হয়েছে গত বছর। পরম ও পিয়ার দুই সন্তান নীনা ও বাঘাকে নিয়েই তাঁদের সুখের সংসার। আর এই সংসারে কিছুদিনের মধ্যেই আসতে চলেছে পরম ও পিয়ার তৃতীয় সন্তান।

পরম-পিয়াপরম-পিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 6:00 PM IST
  • পরমব্রত সময় পেলে তাঁর দুই সন্তানের সঙ্গে খেলাধূলো শুরু করে দেন।

একটি কোলে আর অন্যটির মাথায় স্নেহের আদর। দুই সন্তানের সঙ্গে এভাবেই রবিবার কাটালেন পরমব্রত। এক সন্তান এসেছে অনেক আগেই আর একজনের আগমন হয়েছে গত বছর। পরম ও পিয়ার দুই সন্তান নীনা ও বাঘাকে নিয়েই তাঁদের সুখের সংসার। আর এই সংসারে কিছুদিনের মধ্যেই আসতে চলেছে পরম ও পিয়ার তৃতীয় সন্তান। ইতিমধ্যেই তারকা দম্পতি সেই ঘোষণা করেছেন। 

মাঝে মাঝেই এই দুই সন্তানকে নিয়ে পোস্ট দিয়ে থাকেন পিয়া। পরমব্রত সময় পেলে তাঁর দুই সন্তানের সঙ্গে খেলাধূলো শুরু করে দেন। গোটা বাড়িতে এদের আধিপত্য বিশাল। আসলে পরমব্রত ও পিয়া দুজনেই পশুপ্রেমী। আর তাঁদের এই দুই সন্তান হল কুকুর ও বেড়াল। পোষ্য নীনা পরমব্রতর বাড়িতে বহু বছর ধরেই আছে। পরমের বিয়ের সময়ও তাকে দেখা গিয়েছিল। আর গত বছর সেই পোষ্যের সঙ্গে যুক্ত হয়েছে একটি বিড়ালও। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

গত বছরই পিয়া জানিয়েছিলেন যে তিনি তাঁর অফিস চত্ত্বর থেকে এই বিড়ালটিকে নিয়ে আসেন তাঁর বাড়িতে। প্রথমে সেই চারপেয়ের ছবি শেয়ার করে তাকে দত্তক নেওয়ার কথা জানালেও পরে পিয়া ও পরম তাঁদের কাছেই রেখে দেয় এই লোমশ প্রাণীটিকে আর নাম দেয় বাঘা। নীনা ও বাঘা এই দুই পোষ্য পরম-পিয়ার কাছে সন্তানতুল্য। তাই পিয়ার প্রেগন্যান্সির খবর শেয়ার করার সময় এদের কথা উল্লেখ করেন পরমব্রত। মাঝে মাঝেই দুই সন্তানকে নিয়ে ছবি পোস্ট করেন পরম-পিয়া। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এই মুহূর্তে পাঁচমাসের প্রেগন্যান্ট পিয়া। তবে এই নিয়েই পরম-পত্নী কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁকে পরমের সঙ্গে ফিল্মি ইভেন্টেও দেখা গিয়েছে। ২০২৩ সালের ২৭ নভেম্বর চার হাত এক হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। আর এই বছর ভ্যালেন্টাইন্স ডে-র পরের দিনই সকলের সঙ্গে সুখবর শেয়ার করেন পরম-পিয়া। একটি কুকুর ও বিড়াল, এতদিন নীনা ও বাঘা এই দুই পোষ্য সন্তানদের নিয়েই ছিল পরমব্রত-পিয়ার সুখের সংসার। এবার তাঁদের সেই সংসারে যোগ দিতে আসছে খুদে মনুষ্য সন্তান। Baby On The Way-কার্ড শেয়ার করে পিয়া চক্রবর্তী লিখেছেন, ‘ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল.. কারণ আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর দুই পোষ্যের ছবি দিয়ে ৪টি লাইনে লিখেছেন, ১. এই আমরা,  ২. এই আমাদের বড় সন্তান নিনা ৩. তারপর গত বছর বাঘা এসেছিল, ৪. আমাদের ভালোবাসার বুদবুদ ক্রমশ বেড়ে উঠছে, শীঘ্রই এই দলে যোগদান করবে একজন মানুষ!’ 

Advertisement

Read more!
Advertisement
Advertisement