Advertisement

Parambrata Chatterjee: বিদেশিনীর সঙ্গে ১১ বছরের প্রেম-লিভইন, ইকার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন পরম

Parambrata Chatterjee: বছর দুই হল সংসারী হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ে করেছেন সমাজকর্মী পুয়া চক্রবর্তীকে। আর একমাস পর পরম-পিয়ার জীবনে নতুন অতিথিও আসবে। আর তারই মাঝে ফের পরমব্রতর অতীত নিয়ে টানাটানি শুরু। অভিনেতা পরিমব্রতর জীবনে পিয়া আসার আগে বহু সম্পর্কেই জড়িয়েছিলেন অভিনেতা।

কেন ভাঙে পরম-ইকার সম্পর্ক?কেন ভাঙে পরম-ইকার সম্পর্ক?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2025,
  • अपडेटेड 10:06 AM IST
  • বছর দুই হল সংসারী হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

বছর দুই হল সংসারী হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ে করেছেন সমাজকর্মী পুয়া চক্রবর্তীকে। আর একমাস পর পরম-পিয়ার জীবনে নতুন অতিথিও আসবে। আর তারই মাঝে ফের পরমব্রতর অতীত নিয়ে টানাটানি শুরু। অভিনেতা পরিমব্রতর জীবনে পিয়া আসার আগে বহু সম্পর্কেই জড়িয়েছিলেন অভিনেতা। ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গে তো বটেই পরমের নাম জড়িয়েছিল এক বিদেশিনীর সঙ্গেও। পেশায় চিকিৎসক পরমব্রতর সেই প্রেমিকার নাম ছিল ইকা। অভিনেতার সঙ্গে বিদেশিনীর সম্পর্কের কথা সকলেই জানতেন। কিন্তু দীর্ঘদিন সেই সম্পর্কে থাকার পরও তা টেকেনি।

সম্প্রতি এক পডকাস্টে পরমব্রত তাঁর সঙ্গে ইকার সম্পর্ক ভাঙা নিয়ে প্রকাশ্যে কথা বলেন। অভিনেতার সঙ্গে ১১ বছর সম্পর্কে ছিলেন ইকা। বিদেশেই পরম ও ইকার প্রেম শুরু। দীর্ঘদিন তাঁরা বিদেশে লিভইন করে কলকাতায় আসেন। এরপরই করোনা আসে। আর করোনার পর থেকেই ইকা ও পরম আলাদা হয়ে যান। যদিও এই আলাদা হওয়ার পিছনের কাহিনী কী সেই সময় না জানা গেলেও, তা এবার সকলের সামনে জানালেন পরমব্রত। পরম বলেন, আমরা একসঙ্গে ছিলাম প্রায় ১১ বছর। ব্যাপারটা অনেকটা বৈবাহিক সম্পর্কের মতোই ছিল। শুধু খাতায় কলমে বিয়েটা করিনি বলা যেতে পারে। আমরা যখন সম্পর্ক শুরু করি, জানতাম এটা লং ডিসট্যান্স সম্পর্ক হতে চলেছে। প্রথম ৪-৫টা বছর এটা বুঝতেই কেটে গিয়েছিল আমরা একে-অপরের জন্য কমপ্যাটিবল কি না। সেটা যখন বুঝতে পারলাম, ইকা কলকাতায় আসে।

এরপর পরও আরও বলেন যে তাঁদের দুরত্বের পিছনে রয়েছে তাঁদের পেশাদার জীবন। কেরিয়ার ছেড়ে বিদেশে গিয়ে পরমব্রতর থাকা সম্ভব ছিল না। অপরদিকে, ইকারও পেশাজগত ছিল বিদেশেই। তাঁরও এই দেশে এসে কাজ করা সম্ভব ছিল না। পরম আরও জানান যে তাঁরা চেষ্টা কম করেননি। কিন্তু তাঁদের দুজনেরই ভাগ্য সহায় হয়নি। অভিনেতা বলেন, লকডাউনের ঠিক আগেই নিজের দেশে কাজের জন্য গিয়েছিলেন ইকা। ঠিক ছিল ফিরে আসবেন। এরপরেই করোনা। লকডাউন। দীর্ঘ দিন পরম-ইকা আলাদা। কোভিড শেষ হলে ইকা ফিরে এলেও দূরত্ব যে বেড়েছে তা বুঝতে পেরেছিলেন দু'জনেই। পরম ও ইকা দুজনেই উপলব্ধি করেন যে এইভাবে সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব নয়। বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।

Advertisement

পরম জানান, দুজনেরই সম্পর্ক ভাঙতে কষ্ট হয়েছিল। কিন্তু সেই সময় কিছুই করার ছিল না। পরমব্রতর মতো ইকাও তাঁর ব্যক্তিগত জীবনে এগিয়ে গিয়েছেন। পরমব্রতর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। সম্প্রতি মা হয়েছেন ইকা। ওদিকে পিয়াও সন্তানসম্ভবা। শীঘ্রই বাবা হবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ইকা ছাড়াও পরমব্রতর সঙ্গে সম্পর্কে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও।   

Read more!
Advertisement
Advertisement