Advertisement

Piya Chakraborty: পিয়ার পাপড়ি চাট খেতে খুব ইচ্ছে করত, প্রেগন্যান্সিতে লোভে কোপ, কী ডায়েট?

Piya Chakraborty: ভ্যালেন্টাইন্স ডে-এর পরের দিনই পরমব্রত ও পিয়া ঘোষণা করেছিলেন যে তাঁদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে। অগাস্টেই পরম-পিয়ার জীবনে তাঁদের প্রথম সন্তান আসছে। মাতৃত্বের এই সময়টা খুবই সুন্দরভাবে উপভোগ করছেন পিয়া।

পরম-পিয়াপরম-পিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2025,
  • अपडेटेड 1:51 PM IST
  • ভ্যালেন্টাইন্স ডে-এর পরের দিনই পরমব্রত ও পিয়া ঘোষণা করেছিলেন যে তাঁদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে।

ভ্যালেন্টাইন্স ডে-এর পরের দিনই পরমব্রত ও পিয়া ঘোষণা করেছিলেন যে তাঁদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে। অগাস্টেই পরম-পিয়ার জীবনে তাঁদের প্রথম সন্তান আসছে। মাতৃত্বের এই সময়টা খুবই সুন্দরভাবে উপভোগ করছেন পিয়া। এখনও কাজ থেকে বিশ্রাম নেননি। অপরদিকে ব্যস্ত অভিনেতা স্বামী কীভাবে যত্ন নিচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রীর? নিজেই জানালেন পরম-পত্নী। 

এক সংবাদমাধ্যমের কাছে পিয়া জানিয়েছেন কেমন কাটছে তাঁর প্রেগন্যান্সির দিনগুলো। পিয়া জানিয়েছেন তিনি নিজে একজন মানসিক স্বাস্থ্য কর্মী। ফলে মনের যত্নে তাঁর বাড়তি নজর। বই পড়তে, সিনেমা দেখতে পিয়া আগেও ভালোবাসতেন। তবে এই সময়ে এগুলোর দিকে বাড়তি নজর দিচ্ছেন পিয়া। মন ভাল থাকে, এমন বই বেশি পড়ছেন। এখন আপাতত বাড়ির পুষ্টিকর খাবারই খাচ্ছেন পিয়া। কিন্তু মাঝে একটা সময় গিয়েছিল, পিয়ার নাকি সারাক্ষণই নাকি পাপড়ি চাট খেতে ইচ্ছে করত। তবে সেই ক্রেভিংস তিনি মিটিয়ে নিয়েছেন। 

কীভাবে পিয়ার যত্ন নিচ্ছেন পরমব্রত? পরম-পত্নী পিয়া এ বিষয়ে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ব্যস্ততার মাঝেও স্ত্রীর শরীর ও মনের দারুণ যত্ন রাখছেন পরম। তাঁরা আগের মতোই এখনও গল্পগুজব ও ভবিষ্যতের পরিকল্পনা সবটাই করছেন। পরমের এই কদিনে ব্যস্ততা বাড়লেও স্ত্রী পিয়াকে এই বিশেষ দিনে সময় দিতে ভুলছেন না। এখন সময় পেলেই পিয়া তাঁর বাড়ির দুই পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন। 

এই অবস্থাতেও পিয়া এখনও নিয়মিত অফিস করছেন বলেই জানিয়েছেন। এখনই তাঁর মনে হয়নি যে তাঁর মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন রয়েছে। পিয়া জানান, যখন তাঁর মনে হবে আর পারছেন না তিনি, তখন ছুটি নেবেন। প্রসঙ্গত, ফেব্রুয়ারির ১৫ তারিখে পরমব্রত এবং পিয়া যৌথ ভাবে একটি পোস্ট করে তাঁদের সন্তান আসার খবর জানান। ২০২৩ সালের নভেম্বরে হঠাৎ করেই পিয়ার সঙ্গে বিয়ে সেরে নেন পরমব্রত। এরপর তাঁদের একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে। কিন্তু সেইসব বিষয়কে পাত্তা না দিয়েই তাঁরা চুটিয়ে সংসার করছেন। এবার খুব শীঘ্রই চারজনের এই সংসারে আসবে পঞ্চম সদস্য। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement