Advertisement

Tollygood Gossip: সি-বিচে প্রেরণার গালে চুমু খেলেন কে? প্রেম করছেন নাকি প্রসেনজিৎ-কন্যা

Tollygood Gossip: টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় যেমন প্রশংসিত তেমনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। করেছেন তিনটে বিয়ে। আর দ্বিতীয় পক্ষের এক কন্যাও রয়েছে অভিনেতার। প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা।

প্রসেনজিৎ-কন্যা কি প্রেম করছেন?প্রসেনজিৎ-কন্যা কি প্রেম করছেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2025,
  • अपडेटेड 3:35 PM IST
  • টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় যেমন প্রশংসিত তেমনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। করেছেন তিনটে বিয়ে। আর দ্বিতীয় পক্ষের এক কন্যাও রয়েছে অভিনেতার। প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। যদিও অভিনেতার সঙ্গে মেয়ের কোনও সম্পর্কই নেই। বিদেশে মায়ের সঙ্গে থাকেন প্রেরণা। নিজের মতো করেই জীবন যাপন করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই সক্রিয় থাকেন। সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা। সেখানে তাঁকে একজনের সঙ্গে দেখা গিয়েছে আর তাঁকে দেখে মনে হচ্ছে প্রসেনজিৎ-কন্যা মনের মানুষ পেয়ে গিয়েছেন। 

প্রেরণা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তিনটে ছবি শেয়ার করেছেন। যেখানে প্রসেনজিৎ-কন্যাকে দেখা গিয়েছে এক তরুণের সঙ্গে। কালো রঙের বিকিনি পরে ওই রহস্যময় তরুণের সঙ্গে সি-বিচের মজা নিচ্ছেন। প্রেরণার ভেজা শরীর, ওই তরুণ ধরে রয়েছেন তাঁকে। এরপরের ছবিতে দেখা গিয়েছে ওই তরুণ প্রেরণার গালে চুমু খাচ্ছেন। একসঙ্গে তাঁদের বসে থাকতেও দেখা গিয়েছে। এই ছবিগুলিতে কমেন্ট করেছেন প্রেরণার পিসি তথা প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী তাঁদের ছবিতে খুব মিষ্টি বলে মন্তব্য করেন, সঙ্গে গোলাপি হার্টের ইমোজি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রহস্য়ময় ওই তরুণের সঙ্গে কোথাও ঘুরতে গেছেন প্রেরণা। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। খুব ছোট বয়সেই বাবার থেকে আলাদা হয়ে যান প্রেরণা। মা অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিদেশেই থাকেন তিনি। বাবা প্রসেনজিতের মতো প্রেরণা গ্ল্যামার দুনিয়ায় আসতে চান না। তবে কোনও টলিউড হিরোইনের চেয়ে কম কিছু নন প্রসেনজিৎ-কন্যা। একেবারে বাবার মতোই দেখতে তাঁকে। যেমন গায়ের রং তেমনই গ্ল্যামার। দুবছর আগেই কলকাতায় এসেছিলেন প্রেরণা, সেই সময় পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বিদেশে প্রেরণা আইন নিয়ে পড়াশোনা করছেন। ২০০২ সালে প্রসেনজিৎ-অপর্ণার বিয়ে ভাঙে। প্রেরণার বয়স তখন মাত্র ১ বছর। এর পরেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যান অপর্ণা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেননি তিনি। মেয়ে প্রেরণাও বড় হয়েছে মূলত মায়ের কাছেই। তাঁর রূপ দেখলে ভিরমি খাবেন তাবড় হিরোইনও। আদ্যপ্যান্ত ফ্যাশানিস্তা হলেও লাইমলাইট থেকে তাঁর অবস্থা বহু দূরে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement