Advertisement

Sabyasachi In Sadhak Ramprasad: কামব্যাক সব্যসাচীর, দাড়িগোঁফ ছেঁটে 'সাধক রামপ্রসাদ', VIDEO

ঐন্দ্রিলা-সব্যসাচীর প্রণয়কাহিনি উদ্বেল করেছিল গোটা বাংলাকে। প্রিয় মানুষের অসুস্থতার সময়ে শক্ত করে হাত ধরেছিলেন সব্যসাচী। শেষ মুহূর্ত পর্যন্ত ঐন্দ্রিলার পাশে ছিলেন। অভিনেত্রীর মৃত্যুর পর অন্তরালেই চলে গিয়েছিলেন সব্যসাচী। সেই ধাক্কা সামলে  লাইট, ক্যামেরা, অ্যাকশনে ফিরলেন।

সাধক রামপ্রসাদ সব্যসাচী। সাধক রামপ্রসাদ সব্যসাচী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Jan 2023,
  • अपडेटेड 1:50 PM IST
  • রামপ্রসাদের ভূমিকায় ফিরলেন সব্যসাচী।
  • নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।

শোক কাটিয়ে ছোটপর্দায় ফিরলেন সব্যসাচী চৌধুরী। নতুন রূপে এলেন তিনি। এবার তিনি আরও এক মাতৃসাধক। কালীসাধক 'রামপ্রসাদ সেন'-র ভূমিকায় অভিনয় করছেন সব্যসাচী। এ খবর অবশ্য আগেই জানিয়েছিল বাংলা ডট আজতক ডট ইন। এবার চলে এল সাধক রামপ্রসাদের প্রোমোও।            

ঐন্দ্রিলা-সব্যসাচীর প্রণয়কাহিনি উদ্বেল করেছিল গোটা বাংলাকে। প্রিয় মানুষের অসুস্থতার সময়ে শক্ত করে হাত ধরেছিলেন সব্যসাচী। শেষ মুহূর্ত পর্যন্ত ঐন্দ্রিলার পাশে ছিলেন। অভিনেত্রীর মৃত্যুর পর অন্তরালেই চলে গিয়েছিলেন সব্যসাচী। সেই ধাক্কা সামলে  লাইট, ক্যামেরা, অ্যাকশনে ফিরলেন।

সাধক রামপ্রসাদের চরিত্রে অভিনয়ের জন্য দাড়িগোঁফ ছেঁটে ফেলেছেন সব্যসাচী। একদম অন্য রূপে পর্দায় হাজির হয়েছেন তিনি। এই ধারাবাহিকে সব্যসাচীর বিপরীতে থাকছেন সুস্মিলি আচার্য। তিনি রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। আর কালী রূপে দেখা যাবে অভিনেত্রী পায়েল দে-কে।  

আরও পড়ুন

স্বাভাবিকভাবে তাঁর কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা। একের পর এক কমেন্টে প্রশংসা করছেন। কেউ লিখেছেন, ঐন্দ্রিলা আজ সবচেয়ে খুশি  হবেন। কারও মন্তব্য, রামপ্রসাদের ভূমিকায় অসাধারণ লাগছে সব্যসাচীকে।  

মাস কয়েক আগে সব্যসাচী ও ঐন্দ্রিলার প্রেমযাপন রীতিমতো ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে। তার পর থেকে সব্যসাচী আর প্রকাশ্যে আসেননি। শেষবার তাঁকে ঐন্দ্রিলার সঙ্গে 'ভাগাড়' নামে একটি ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছিল। ২০ নভেম্বর লড়াই থামে ঐন্দ্রিলার। তার পর নতুন বছরে ছোটপর্দায় কামব্যাক করলেন সব্যসাচী। কবে থেকে ক'টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক, তা প্রোমোয় জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। 

Read more!
Advertisement
Advertisement