Advertisement

Anindita Bose: কোমর থেকে জিন্স খুলে পড়তেই..., মনোকিনিতে মাদকতা ছড়ালেন সৌরভের প্রাক্তনী

Anindita Bose: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা বসু। যদিও কলকাতায় তিনি থাকেন না। মুম্বইতেই নিজের আস্তানা গড়ে নিয়েছেন। মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের সঙ্গে বহুদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর তাঁদের ব্রেকআপ হয়ে যায়। এরপর অনিন্দিতা পাকাপাকিভাবে মুম্বই চলে যান। হিন্দির পাশাপাশি বাংলাতেও তিনি কাজ করছেন সমান তালে।

অনিন্দিতা বসু ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2024,
  • अपडेटेड 9:23 AM IST
  • টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা বসু।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা বসু। যদিও কলকাতায় তিনি থাকেন না। মুম্বইতেই নিজের আস্তানা গড়ে নিয়েছেন। মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের সঙ্গে বহুদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর তাঁদের ব্রেকআপ হয়ে যায়। এরপর অনিন্দিতা পাকাপাকিভাবে মুম্বই চলে যান। হিন্দির পাশাপাশি বাংলাতেও তিনি কাজ করছেন সমান তালে। তবে অনিন্দিতা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মাঝেই তিনি তাঁর বোল্ড অবতারের ছবি দিয়ে নেটপাড়ায় ঘুম ওড়ান। এবারও তিনি ঠিক সেরকমই ছবি পোস্ট করলেন। 

সৌরভের প্রাক্তনী সম্প্রতি কিছু সাদা-কালো ছবি পোস্ট করেছেন। যেখানে অনিন্দিতা পরে রয়েছেন সাদা রঙের মনোকিনি এবং ডেনিম। খোলা চুল, সামান্য মেকআপ। তবে এই ছবিতে নজর কেড়েছে অনিন্দিতার ডেনিম। যেটা কোমর থেকে খুলে পড়েছে, দেখা যাচ্ছে অভিনেত্রীর খোলামেলা শরীর। অনিন্দিতার সৌন্দর্য্য একেবারে অন্যরকম। ডার্ক কমপ্লেক্সন, তার ওপর মেদহীন চেহারা অন্যরকমের মাদকতা ছড়ায়। এর আগেও অনিন্দিতা তাঁর সাহসী অবতারের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। 

শাড়ি থেকে বিকিনি অনিন্দিতা সবেতেই দারুণভাবে স্বচ্ছন্দ। তাঁর শরীরী আবেদন বরাবর নেট দুনিয়ার মানুষের ঘাম ছুটিয়েছে। কলকাতায় কাজের সূত্রে যাতায়াত থাকলেও এখন পুরোপুরি মুম্বইতেই ঘাঁটি গেড়েছেন অনিন্দিতা। একসময় সৌরভ ও অনিন্দিতার প্রেমের চর্চা ছিল টলিউডে। তাঁদের পাওয়ার কাপল বলেও ডাকা হত। টলিপাড়ায় সৌরভ-অনিন্দিতার সম্পর্কের রসায়ন বেশ গভীর ছিল। দুজনেই লিভ-ইনে থাকতেন। অনিন্দিতাকে কাজের সূত্রে মুম্বই যেতে হত কিন্তু তাতেও তাঁদের সম্পর্কে কোনও ছেদ পড়েনি। কিন্তু আচমকাই তাঁদের সম্পর্ক ভাঙার খবরে অনেকেই অবাক হয়েছিলেন। 

অনিন্দিতার এর আগেও দুটো বিয়ে হয়েছিল তবে সেই বিয়ে টেকেনি। চিত্রনাট্যকার ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গেও বৈবাহিক সম্পর্কে ছিলেন অনিন্দিতা। কিন্তু সেই বিয়েও ভাঙে। এখন অভিমন্যু বিয়ে করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মানালি দে-কে। অপরদিকে অনিন্দিতা দ্বিতীয় বিয়ে করেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে তাঁদের সেই সম্পর্ক বেশদিন স্থায়ী হয়নি। যদিও সম্পর্ক ভাঙার পরও অনিন্দিতা ও গৌরবের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে। এরপর অনিন্দিতা সম্পর্কে জড়ায় সৌরভের সঙ্গে। 

Advertisement

বর্তমানে অনিন্দিতা সিঙ্গল লাইভ কাটাচ্ছেন। কাজের পাশাপাশি নিজের বন্ধুদের সঙ্গে এদিক-ওদিক বেরিয়ে পড়েন অভিনেত্রী। যার ঝলক মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement