Advertisement

Anusha Viswanathan: কালো সুইমস্যুটে বোল্ড অনুষা, নেটপাড়ার উষ্ণতা বাড়ালেন নায়িকা

Anusha Viswanathan: টলিপাড়ার মিষ্টি নায়িকা অনুষা বিশ্বনাথন। মা মধুমন্তী মৈত্র ও বাবা পরিচালক অশোক বিশ্বনাথনের একমাত্র মেয়ে অনুষা। ফিল্মি পরিবারে বেড়ে ওঠা তাই অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। টেলিভিশন থেকে বড়পর্দা সব জায়গাতেই তিনি তাঁর পায়ের মাটি শক্ত করছেন।

অনুষা বিশ্বনাথনঅনুষা বিশ্বনাথন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2025,
  • अपडेटेड 3:30 PM IST
  • টলিপাড়ার মিষ্টি নায়িকা অনুষা বিশ্বনাথন।

টলিপাড়ার মিষ্টি নায়িকা অনুষা বিশ্বনাথন। মা মধুমন্তী মৈত্র ও বাবা পরিচালক অশোক বিশ্বনাথনের একমাত্র মেয়ে অনুষা। ফিল্মি পরিবারে বেড়ে ওঠা তাই অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। টেলিভিশন থেকে বড়পর্দা সব জায়গাতেই তিনি তাঁর পায়ের মাটি শক্ত করছেন। অনুষার অভিনয় বেশ প্রশংসিত। এখন যদিও তাঁকে বড়পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব সক্রিয় অনুষা। তাঁর বোল্ড লুক মাঝে মধ্যেই ভাইরাল হয়। এবারও তার ব্যতিক্রম হল না। কালো মনোকিনিতে ঝড় তুললেন অনুষা। 

কালো রঙের মনোকিনি পরে পুলের ধারে পোজ দিয়েছেন অনুষা। কখনও সানগ্লাস পরে আবার কখনও খোলা চুল নিয়ে খেলছেন। সুইম পোশাক থেকে স্পষ্ট বক্ষ বিভাজিকা। শুধু তাই নয়, পুলে জলকেলি করতেও দেখা যায় অভিনেত্রীকে। এই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় তা মুহূর্তে ভাইরাল। এই ছবিগুলো তুলেছেন অনুষার চর্চিত প্রেমিক আদিত্য সেনগুপ্ত। অনুষার কালো মনোকিনি পরা এই ছবি নেট দুনিয়ার পারদ চড়িয়েছেন। তাঁকে দেখে চোখ সরানো দায়। 

টলিপাড়ার সকলেই জানেন অনুষা ও আদিত্যর সম্পর্কের কথা। সোশ্যাল মিডিয়াতেও প্রেমের মুহূর্ত তুলে ধরতে কোনও দ্বিধাবোধ করেন না তাঁরা। যাকে বলে জমিয়েই প্রেম করছেন আদিত্য ও অনুষা। আদিত্য খেয়ালি দস্তিদারের প্রথম পক্ষের ছেলে। তাঁর অভিনয়ও বেশ প্রশংসা পেয়েছে। প্রজাপতি বিস্কুট হোক বা বীরাঙ্গনা, তাঁর অভিনয় সকলের চোখে পড়ে। আদিত্যর সঙ্গে অনুষার তেমন ঝগড়াই হয় না। টলিপাড়ায় গুঞ্জন, খুব শীঘ্রই নাকি বিয়ে করছেন অনুষা ও আদিত্য। যদিও এই নিয়ে দুজনেই কেউই কিছু নিশ্চিত করে জানাননি। 

গত ১৬ অগাস্ট পরমব্রতর স্ত্রী পিয়ার জন্মদিন ছিল। আর সেইদিনটা উদযাপন করা হয়েছে পুল পার্টির মাধ্যমে। কাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষা, আদিত্য, ঋতব্রত। এঁরা তিনজনেই খুব ভাল বন্ধু আবার পরম-পিয়ারও খুব কাছের মানুষ। অনুষা বা আদিত্যর জন্মদিনে তা সেলিব্রেট করতে দেখা যায় পরম-পিয়ার বাড়িতে। শাড়ি থেকে ওয়েস্টার্ন সব পোশাকেই দারুণ মানায় অনুষাকে। বড় পর্দা থেকে ছোট পর্দা, ওটিটি অভিনয়ের সমস্ত ক্ষেত্রেই অনুষা নিজেকে এক্সপ্লোর করতে ভালোবাসেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement