Advertisement

Koel Mallick: কবে দেখাবেন মেয়ে কাব্যকে? দিনক্ষণ জানিয়ে দিলেন কোয়েল নিজেই

Koel Mallick: টলি কুইন নামেই পরিচিত সকলের প্রিয় কোয়েল মল্লিক। দুই সন্তানের মা হওয়ার পরও তাঁকে দেখে বোঝার উপায় নেই। বয়স ধরে রাখার ম্যাজিক জানেন কোয়েল। ডিসেম্বরেই কোয়েল ও নিসপালের জীবনে এসেছে তাঁদের মেয়ে।

কোয়েল মল্লিককোয়েল মল্লিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2025,
  • अपडेटेड 12:54 PM IST
  • টলি কুইন নামেই পরিচিত সকলের প্রিয় কোয়েল মল্লিক।

টলি কুইন নামেই পরিচিত সকলের প্রিয় কোয়েল মল্লিক। দুই সন্তানের মা হওয়ার পরও তাঁকে দেখে বোঝার উপায় নেই। বয়স ধরে রাখার ম্যাজিক জানেন কোয়েল। ডিসেম্বরেই কোয়েল ও নিসপালের জীবনে এসেছে তাঁদের মেয়ে। এতদিন কোয়েল কন্যার নাম জানা যাচ্ছিল না। তবে সেটাও জানানো হয়েছে। এবার কোয়েল নিজেই জানিয়ে দিলেন কবে মেয়েকে দেখাচ্ছেন তিনি। 

১৪ ডিসেম্বর কোয়েল ও নিসপালের জীবনে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। এতদিন মেয়ের নাম কিছুতেই জানাতে চাইছিলেন না। তবে নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়েই কোয়েল তাঁর পরিবারের চার সদস্যের নাম প্রকাশ্যে আনেন। আর সেখান থেকেই জানা গিয়েছে যে কোয়েল-কন্যার নাম কাব্য। এবার নায়িকা নিজেই জানিয়ে দিলেন যে কবে তিনি তাঁর মেয়েকে সামনে আনবেন। আসলে সোমবার ছিল টলি কুইন কোয়েলের জন্মদিন। আর এইদিন তিনি তাঁর ভক্ত-অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই আড্ডা মারেন।

সেখানেই কোয়েলকে এক ভক্ত জিজ্ঞাসা করেন যে তিনি কবে তাঁর মেয়ের ছবি সামনে আনবেন। সেখানে কোয়েল হাসিমুখে সেই ভক্তকে জানিয়েছেন যে খুব শীঘ্রই তিনি তাঁর মেয়ের ছবি পোস্ট করবেন। অবশ্যই কাব্যকে খুব তাড়াতাড়ি সকলের সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাঁর। এই প্রশ্নোত্তর পর্বে কোয়েল এও জানান যে কবীর ও কাব্য দুজনেই খুব ভাল আছে। কাব্য এখন খুব ভাল সময় কাটাচ্ছে। এর আগেও কোয়েল জানিয়েছিলেন যে কবীরের থেকে কাব্য বেশি শান্ত। গত বছরই দ্বিতীয়বার মা হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ছোট্ট বোনু পেয়েছে কবীর। আপাতত অভিনেত্রীর দুই সন্তানকে নিয়ে জল্পনার কোনো শেষ নেই।

সোমবার ছিল কোয়েলের জন্মদিন। আর এইদিন ছেলে কবীরকে নিয়ে তাঁকে কেক কাটতে দেখা গিয়েছে। জন্মদিনের দিন তিনি পরিবারের সঙ্গেই কাটিয়েছেন। জন্মদিনের দিনই সামনে এসেছে কোয়েল ও পরমব্রতর সোনার কেল্লায় যকের ধন। এছাড়াও মিতিন মাসি ও স্বার্থপর এই দুটো ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শীঘ্রই আবার কাজে ফিরবেন কোয়েল। আপাতত দুই সন্তান ও মাঝে মধ্যে ফিল্মি পার্টি নিয়েই দিব্যি আছেন নায়িকা।   

Advertisement

   

Read more!
Advertisement
Advertisement