Advertisement

Mimi Chakraborty: বাড়ির বারান্দা থেকেই তুললেন শাক, ভূত চতুর্দশীতে ১৪ শাক খাবেন মিমি

Mimi Chakraborty: বৃহস্পতিবার কালীপুজো। আর বুধবার বাঙালিদের ঘরে ঘরে পালন হচ্ছে ভূত চতুর্দশী। আর এইদিন চোদ্দ শাক খাওয়ার রেওয়াজ রয়েছে অনেক বাড়িতেই। অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী এইসব রীতি-রেওয়াজ পালন করতে খুবই ভালোবাসেন।

মিমি চক্রবর্তীমিমি চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2024,
  • अपडेटेड 2:01 PM IST
  • অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী এইসব রীতি-রেওয়াজ পালন করতে খুবই ভালোবাসেন।

বৃহস্পতিবার কালীপুজো। আর বুধবার বাঙালিদের ঘরে ঘরে পালন হচ্ছে ভূত চতুর্দশী। আর এইদিন চোদ্দ শাক খাওয়ার রেওয়াজ রয়েছে অনেক বাড়িতেই। অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী এইসব রীতি-রেওয়াজ পালন করতে খুবই ভালোবাসেন। আর এদিন নিজের বারান্দায় লাগানো চোদ্দ শাক দিয়েই পালন করলেন ভূত চতুর্দশী। সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া পেজে। 

বুধবার মিমি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছোট ভিডিও শেয়ার করেন, যেখানে একেবারে ঘরোয়া লুকসে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর ফ্ল্যাটের বারান্দায় বস্তার মধ্যেই লাগানো বেশ কিছু ঘাস-পাতা। সেখান থেকেই চোদ্দ শাকের জন্য কিছু পাতা তুলতে দেখা গেল অভিনেত্রীকে। তবে মিমি যদিও জানিয়েছেন যে তাঁর এখানে চোদ্দ শাকের সব শাক নেই, তবে তিনি যে দারুণ খুশি তা দেখেই বোঝা যাচ্ছে। তাঁর বাগান থেকে তোলা শাক নিয়েই মিমি চোদ্দ শাক খাওয়ার রীতি পালন করবেন। 

বাঙালিদের এই বারো মাসে তেরো পার্বনের মধ্যে দীপাবলির সময় এই চোদ্দ শাক খাওয়ার রেওয়াজ দেখা যায়। এদিন বাড়িতে বাড়িতে চোদ্দ বাতিও জ্বালানো হয়। মিমি সব উৎসবই নিজের মতো করে পালন করে থাকেন। গণেশ পুজো, লক্ষ্মী পুজো নিজের বাড়িতে ছোট করেই করেন মিমি। এছাড়াও পাড়ার দুর্গাপুজোতেও মিমিকে নিষ্ঠাভরে পুজোর কাজ করতে দেখা গিয়েছে। টলিপাড়ার অন্যতম সফল নায়িকা হলেন মিমি। বাংলার গণ্ডি পেরিয়ে মিমি বাংলাদেশে গিয়েও কাজ করে এসেছেন। 

এবার মিমির পরিচিতি তৈরি হবে পাকিস্তানেও। মিমি-শাকিব অভিনীত তুফান ছবি মুক্তি পেতে চলেছে পাকিস্তানে। করাচি, লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদের মতো শহরে আগামী ১ নভেম্বর মুক্তি পাবে তুফান। শাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকা, তাঁর ছবি উর্দুতে ডাব করে পাকিস্তানে রিলিজ করা হচ্ছে। শাকিবের হাত ধরেই পাকিস্তানের পর্দায় মিমি। নিঃসন্দেহে মিমির কাজের ক্ষেত্র আরও প্রসারিত হল এর সুবাদে।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement