Advertisement

Mimi-Ankush: অঙ্কুশকে কষিয়ে চড় মিমির, হতবাক নায়ক, Viral Video

Mimi-Ankush: মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার বন্ধুত্বের কথা টলিপাড়ায় সকলেরই জানা। সুযোগ পেলেই তাঁরা খুনসুটিতে মেতে ওঠেন। মাঝে মধ্যেই তাঁদের এই খুনসুটি নজরে আসে সোশ্যাল মিডিয়াতেও। অনিন্দ্যর মতো অঙ্কুশও মিমির খুব ভাল বন্ধু।

মিমি-অঙ্কুশমিমি-অঙ্কুশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2025,
  • अपडेटेड 2:22 PM IST
  • মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার বন্ধুত্বের কথা টলিপাড়ায় সকলেরই জানা।

মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার বন্ধুত্বের কথা টলিপাড়ায় সকলেরই জানা। সুযোগ পেলেই তাঁরা খুনসুটিতে মেতে ওঠেন। মাঝে মধ্যেই তাঁদের এই খুনসুটি নজরে আসে সোশ্যাল মিডিয়াতেও। অনিন্দ্যর মতো অঙ্কুশও মিমির খুব ভাল বন্ধু। সেই অঙ্কুশের গায়েই হাত তুললেন মিমি। ভিডিও প্রকাশ্যে আসতেই সবাই অবাক। এমন কী ঘটল যে নায়কের গায়ে হাত তুলতে বাধ্য হলেন মিমি। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গোলাপি রঙের সিল্কের শার্ট পরে রয়েছেন মিমি আর অঙ্কুশের পরনে সাদা স্লিভলেস টি-শার্ট। কফি খাচ্ছেন অভিনেতা। আর পাশে বসে কথা বলে চলেছেন মিমি চক্রবর্তী। কফি খেতে খেতে কথা বলছিলেন অঙ্কুশও। হঠাৎ করে মিমি থাপ্পড় মারেন অঙ্কুশকে আর মেরেই চেয়ার থেকে উঠতে উঠতে বলেন, 'মারবি না আমায় একদম।' আকস্মিক এই ঘটনায় হতবাক অঙ্কুশও। তবে হেসেই চলেছেন মিমি। 

মিমি অঙ্কুশকে মারলেও সেটা ঘটেছে একেবারেই মজার ছলে এবং তা রক্তবীজ ২-এর শ্যুটিং সেটে হয়েছে। যেখানে উপস্থিত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্বয়ং। এই ভিডিওটি উইনডোজ প্রযোজনার তরফ থেকে শেয়ার করা হয়েছে। যেখানে মিমি অঙ্কুশের পাশে বসে বলছেন যে তাঁর ডাক্তার, ফিজিওথেরাপি সবাই প্রস্তুত, কারণ তাঁর পরিচালক মিমিকে দিয়ে খুব পরিশ্রম করাচ্ছেন। এরপরই মিমি বলেন, টপোস্ট-বহুরূপীর সফলতা, ওই যে পরিচালক দেখুন।ট এরপরই মিমি শিবপ্রসাদকে দেখান। এরপর অঙ্কুশ ড্রোন সংক্রান্ত কিছু প্রশ্ন করেন পরিচালককে। আর তখনই হঠাৎ করে মিমি অভিনেতাকে থাপ্পড় মেরে বলেন, 'তোর এত কেন মাথাব্যথা।' তারপরই অঙ্কুশের পাশ দিয়ে উঠে নায়িকা উঠে গিয়ে বলেন, 'মারবি না। আমার কিন্তু কোমর ব্যথা।' এরপর শিবপ্রসাদ মজার ছলে বলেন যে অঙ্কুশ এই ছবির নায়ক বলে তাঁর মনেই হচ্ছে না। এভাবে নায়িকার হাতে মার খেলেন। 

প্রসঙ্গত, শ্যুটিং সেটে এ ধরনের বহু মজার মজার ঘটনা ঘটতে দেখা যায়। রক্তবীজ ২-ছবির শ্যুটিংও মিমি-অঙ্কুশের খুব মজা করে করেছেন। এর আগে শ্যুটিং সেটের একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে। কখনও সেটে কৌশানীকে শাসন করছেন শিবপ্রসাদ আবার কখনও বা মিমির সঙ্গে মজা করছেন। পুজোর সময় মুক্তি পেয়েছে রক্তবীজ ২। বক্স অফিসে ভালই সাড়া ফেলেছে এই ছবি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement