Advertisement

Mimi Chakraborty: ফিনল্যান্ডে মিমি, সবুজ সুইম শ্যুটে হট স্প্রিংয়ে, VIRAL

Mimi Chakraborty: ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন প্রাক্তন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। সময় সুযোগ বুঝেই পাড়ি দেন অজানার উদ্দেশ্যে। এবারও তার ব্যতিক্রম হল না। সুযোগ পেতেই তল্পিতল্পা গুটিয়ে মিমি সটান পৌঁছে গেলেন ফিনল্যান্ডে। আর সেখান থেকে একগুচ্ছ ছবি ভিডিও শেয়ার করেন তিনি।

মিমি চক্রবর্তীমিমি চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 12:09 PM IST
  • ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন প্রাক্তন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন প্রাক্তন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। সময় সুযোগ বুঝেই পাড়ি দেন অজানার উদ্দেশ্যে। এবারও তার ব্যতিক্রম হল না। সুযোগ পেতেই তল্পিতল্পা গুটিয়ে মিমি সটান পৌঁছে গেলেন ফিনল্যান্ডে। আর সেখান থেকে একগুচ্ছ ছবি ভিডিও শেয়ার করেন তিনি। শুধু তাই নয়, সেখানে গিয়ে হট স্প্রিংয়ের অভিজ্ঞতা সঞ্চয় করলেন টলিউড নায়িকা।  

মিমি ফিনল্যান্ড থেকে প্রচুর ছবি শেয়ার করেছেন। তারই মাঝে নায়িকাকে দেখা গেল সবুজ রঙের মনোকিনি পরে বরফের পাহাড়ে ঘেরা নীল জলে শরীর ডুবিয়ে রাখতে। হঠাৎ করে এই ছবি দেখলে মনে হতেই পারে যে মিমি হয়ত বরফের মধ্যেই ঠান্ডা জলে স্নান করতে নেমেছেন। আসলে তা নয়। এগুলোকে হট স্প্রিং বলা হয়। পৃথিবীর ভূত্বকের মধ্যে ম্যাগমা বা ফল্ট চলাচলের কারণে উত্তপ্ত ভূগর্ভস্থ জলের প্রাকৃতিক ঝরনাকে হট স্প্রিং বলে। একে উষ্ণ প্রস্রবণ, থার্মাল স্প্রিংস, জিওথার্মাল স্প্রিংস, বা হাইড্রোথার্মাল স্প্রিংসও বলা হয়। 

আর সেরকমই এক গরম জলের পুলে গা ভিজিয়ে উপভোগ করছেন মিমি। ফিনল্যান্ড থেকে একের পর এক ছবি-ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। আর সেই ছবি-ভিডিওর ক্যাপশন থেকেই বোঝা গিয়েছে যে মিমির বহুদিন ধরেই এই ফিনল্যান্ডে লম্বা ছুটি কাটানোর ইচ্ছে ছিল। তাও আবার একা একা। এই ভ্যাকেশনে তিনি একেবারেই এসেছেন একা। পা থেকে মাথা পর্যন্ত শীতের পোশাক ও টুপিতে ঢেকে মিমি ঘুরে বেড়াচ্ছেন বরফে মোড়া ফিনল্যান্ডে। আর এখানে থাকার কারণে মিমিকে দেখা যায়নি হইচই-এসভিএফের গল্পের পার্বণ অনুষ্ঠানে। 

আরও পড়ুন

গত মাসেই ৩৬-এ পা দিয়েছেন মিমি চক্রবর্তী। জন্মদিনে বন্ধুদের থেকে একের পর এক সারপ্রাইজ পেয়ে দারুণ খুশি মিমি। নায়িকার দ্বিতীয় ওয়েব সিরিজ ডাইনি খুব শীঘ্রই আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। বরাবরই ঘুরতে ভালোবাসেন মিমি। বিশেষ করে পাহাড় তাঁর খুবই পছন্দের। ফিনল্যান্ডে চুটিয়ে মজা করছেন তিনি। ল্যাপল্যান্ডে গিয়ে স্মোমোবাইল সাফারি করেছেন অভিনেত্রী। তাঁর সৌভাগ্য হয়েছে নর্দান লাইটস বা অরোরা বোরেলিয়াস বা মেরুজ্যোতি দেখার। মহাজাগতিক এই দৃশ্য দেখার ইচ্ছে ছিল তাঁর বহুদিনের। বরফের চাদরে ঢাকা উত্তর মেরুর নানা লেন্সবন্দি মুহূর্ত তিনি শেয়ার করেছেন সকলের সঙ্গে। 

Advertisement

কিছুদিন আগেই গোয়াতে গিয়েছিলেন মিমি। সেই সময় তাঁর প্রেমচর্চা তুঙ্গে ওঠে। শোনা যায় তিনি নাকি নতুন প্রেমিকের সঙ্গেই গোয়া গিয়েছেন। তবে মিমি তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে মুখ খোলেননি। বিশেষ সূত্রের খবর, প্রেমে পড়েছেন প্রাক্তন সাংসদ। যদিও প্রেমিক ইন্ডাস্ট্রির নয়। কাকে মন দিয়েছেন নায়িকা সেই বিষয়ে এখনও কিছুই জানাননি।  

Read more!
Advertisement
Advertisement