Advertisement

Parno Mitra: বৃষ্টি পড়ছে, পুলে নামছেন পার্নো, ফিগারে 'ফিদা' ইন্টারনেট, VIDEO VIRAL

Parno Mitra: টলিউডের জনপ্রিয় মুখ পার্নো মিত্র। যিনি সোশ্যাল মিডিয়াতে ভালই অ্যাক্টিভ থাকেন। এই মুহূর্তে বড়পর্দা থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি। মাঝে মাঝেই পার্নোকে সাহসী অবতারে দেখা যায় সোশ্যাল মিডিয়া পেজে।

পার্নো মিত্রপার্নো মিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2024,
  • अपडेटेड 4:37 PM IST
  • টলিউডের জনপ্রিয় মুখ পার্নো মিত্র।
  • যিনি সোশ্যাল মিডিয়াতে ভালই অ্যাক্টিভ থাকেন।

টলিউডের জনপ্রিয় মুখ পার্নো মিত্র। যিনি সোশ্যাল মিডিয়াতে ভালই অ্যাক্টিভ থাকেন। এই মুহূর্তে বড়পর্দা থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি। মাঝে মাঝেই পার্নোকে সাহসী অবতারে দেখা যায় সোশ্যাল মিডিয়া পেজে। আসলে পার্নো সেইসব অভিনেত্রীদের তালিকায় রয়েছে, যাঁদের কাছে সাহসী বা বোল্ড পোশাক পরার জন্য মেদহীন শরীরের প্রয়োজন হয় না। আর আবারও পার্নোকে দেখা গেল কালো রঙের মনোকিনিতে। 

পার্নো সম্প্রতি তিনটে ছবি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে পুলের নীল জলের নীচে পোজ দিয়ে ছবি তুলতে। তাঁর চোখে কালো রঙের সানগ্লাস। অভিনেত্রীর বক্ষ বিভাজিকা স্পষ্ট। এরপর একটি ছোট ভিডিও শেয়ার করেছেন পার্নো, যেখানে তাঁকে কালো রঙের মনোকিনিতে দেখা গিয়েছে। বৃষ্টির মধ্যেই পার্নো ডুব দিলেন পুলের জলে। এই ছবি-ভিডিওতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অভিনেত্রীর যে আগের স্লিম-ট্রিম ফিগার নেই তা দেখেই বোঝা যাচ্ছে। বেশ অনেকটাই ওজন বাড়িয়েছেন তিনি।

তবে অভিনেত্রী যে বরাবরই সাহসী তা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে। একাধিক বোল্ড ছবি পোস্ট করে তিনি ভক্তকূলের হৃদয় জয় করে নিয়েছেন। তবে তাঁর কার্ভি ফিগারের কারণে পার্নোকে বহুবারই ট্রোলের মুখে পড়তে হয়েছে। এই বছরের গোড়ার দিকেই শ্রীলঙ্কায় ভ্যাকেশনে গিয়েছিলেন পার্নো। সেখান থেকে তিনি একাধিক বিকিনি লুকসের ছবি পোস্ট করেন। যেখানে তাঁর শরীর দেখে বোঝাই যাচ্ছে যে অল্প-বিস্তর মেদ জমেছে। তবে সেই শরীরেই তিনি উষ্ণতার পারদ চড়িয়েছিলেন। নেটিজেনদের নজর কেড়েছিল পার্নোর কার্ভি ফিগার। 

এখন অভিনেত্রীকে খুব একটা টলিউড পার্টিতেও দেখা যায় না। বরং কনটেন্ট ক্রিয়েটার নিরঞ্জনের সঙ্গেই ঘরোয়া পার্টি, বাড়ির পুজো ও এদিক-ওদিক ঘুরতে যেতে দেখা যায় পার্নোকে। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই দারুণভাবে নিজেকে ফিট করে নিতে পারেন পার্নো। তাঁর পোস্ট করা ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ায়। তাঁর অভিনয় একসময় দর্শকদের কাছে প্রশংসা পেয়েছে। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এই মুহূর্তে তিনি নিজেকে সিঙ্গল বলেই দাবি করে থাকেন। 

Advertisement

       

Read more!
Advertisement
Advertisement