Advertisement

Ritabhari Chakraborty: 'তুমিই আমার শান্তির জায়গা', প্রেমিকের বাহুলগ্না ঋতাভরী, প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়িকা

Ritabhari Chakraborty: মনোবিদ তথাগতর সঙ্গে প্রেম ভেঙেছে। ঋতাভরীর জীবনে এসেছে নতুন মনের মানুষ। যে খবর তিনি কিছুদিন আগেই সকলকে জানিয়েছিলেন। বলিউড লেখক সুমিত অরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন ঋতাভরী। দিওয়ালির দিন মুম্বইতে ঋতাভরী তাঁর প্রেমিকের ছবি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন।

প্রেমিকের সঙ্গে আদুরে ছবি ঋতাভরীরপ্রেমিকের সঙ্গে আদুরে ছবি ঋতাভরীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2024,
  • अपडेटेड 7:50 PM IST
  • ঋতাভরীর জীবনে এসেছে নতুন মনের মানুষ।

মনোবিদ তথাগতর সঙ্গে প্রেম ভেঙেছে। ঋতাভরীর জীবনে এসেছে নতুন মনের মানুষ। যে খবর তিনি কিছুদিন আগেই সকলকে জানিয়েছিলেন। বলিউড লেখক সুমিত অরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন ঋতাভরী। দিওয়ালির দিন মুম্বইতে ঋতাভরী তাঁর প্রেমিকের ছবি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। এবার ডিসেম্বরের সন্ধ্যায় সুমিতের সঙ্গে আদুরে মুহূর্ত শেয়ার করলেন ফাটাফাটি অভিনেত্রী। 

বহুরূপীর প্রচারের ফাঁকেই ঋতাভরী জানিয়েছিলেন, তিনি প্রেমে পড়েছেন। দীপাবলিতে প্রথমবার চর্চিত প্রেমিকের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছিলেন শতরূপা সান্যাল কন্যা। মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির নামী লেখকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋতাভরী। এদিন ঋতাভরী যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে সুমিতের বাহুলগ্না অভিনেত্রী। কখনও সুমিতের বুকে মাথা রেখেছেন আবার কখনও বা চোখে-চোখ রেখে ভালোবাসার প্রকাশ দিচ্ছেন। এই ছবি পোস্ট করে ঋতাভরী লেখেন,'এই অশান্ত সময়ে তুমিই আমার শান্তির জায়গা...তুমি আমার বাড়ি, আমার প্রিয় বন্ধু, আমার মনের মানুষ।' এর সঙ্গে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। 

বলিউডের একাধিক হিট ছবির চিত্রনাট্য লিখেছেন সুমিত। শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এছাড়াও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়।’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের সংলাপও তিনি লিখেছেন। ইতিমধ্যেই বলিউডে নিজের পা জমিয়েছেন সুমিত। প্রসঙ্গত, এর আগে চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরীর প্রেম ছিল বেশ চর্চিত। ঋতাভরী নিজেই স্বীকার করেছিলেন, তিনি যে সময়ে অসুস্থ ছিলেন, সেই সময়ে তাঁর সঙ্গ দিয়েছিলেন তথাগত। তাঁকে মানসিকভাবে ভীষণ সমর্থন করেছিলেন তিনি।

একটা সময়ে একের পর এক অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল ঋতাভরীকে। বেশ কিছুটা ওজন বেড়ে গিয়েছিল তাঁর। বারে বারেই অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। সেই সময়েই ঋতাভরীর পাশে দাঁড়িয়েছিলেন তথাগত। তবে সেই সম্পর্ক যে ভেঙেছে, সেই কথা প্রকাশ্যেই শেয়ার করে নিয়েছিলেন ঋতাভরী। তবে তিনি জানিয়েছিলন, তথাগতর সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে আজও একই রকম। তথাগত সম্পর্কে কোনও খারাপ কথা যে সহ্য করবেন না তিনি, তাও জানিয়ে দিয়েছিলেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement