Advertisement

Ritabhari Chakraborty: পা ঠিক হতেই গোয়ায় ঋতাভরী, প্রেমিক সুমিতের সঙ্গে চুটিয়ে রোম্যান্স

Ritabhari Chakraborty: টলিউডে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। একের পর এক সিনেমা-সিরিজে অভিনেত্রী তাঁর অভিনয়ের দক্ষতা দেখিয়ে চলেছেন। পেশাগত জীবনের পাশাপাশি ঋতাভরীর ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত।

ঋতাভরীর গোয়া ডায়েরিঋতাভরীর গোয়া ডায়েরি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Mar 2025,
  • अपडेटेड 12:42 PM IST
  • টলিউডে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন।

টলিউডে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। একের পর এক সিনেমা-সিরিজে অভিনেত্রী তাঁর অভিনয়ের দক্ষতা দেখিয়ে চলেছেন। পেশাগত জীবনের পাশাপাশি ঋতাভরীর ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। কিছুদিন আগেই সামনে এনেছেন তাঁর প্রেমিককে। আর এখন রাখঢাক না করেই বলিউডের চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে গোয়ায় রোম্যান্সে মাতলেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। 

গোয়া থেকে একাধিক ছবি শেয়ার করেছেন ঋতাভরী। কখনও প্রেমিকের হাতে হাত ধরে রয়েছেন, কখনও বা মিরর সেলফি নিচ্ছেন নিজের। কখনও বা সুমিত অরোরার সামনে থালাভর্তি খাবার। তবে ঋতাভরী ও সুমিতের সঙ্গে আরও একজন গিয়েছে গোয়ায় ঘুরতে, সে হল অভিনেত্রী সর্ব সময়ের সঙ্গী, হাগজি। এটা তাঁর টেডি বিয়ার, নায়িকার সঙ্গে সব সময়ই থাকে। আর গোয়া ট্রিপেও হাগজিকে সঙ্গে নিয়েই ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। ঋতাভরীর সহকারী মধুজার বিয়েতেও সুমিত অরোরার সঙ্গে দেখা গিয়েছে ঋতাভরীকে। গায়ে হলুদ থেকে বিয়ে দারুণ মজা করেছেন অভিনেত্রী ও তাঁর প্রেমিক সুমিত। 

কিছুদিন আগেই পায়ে চোট পেয়েছেন ঋতাভরী। সম্প্রতি ভোরে বাড়ির সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ে চোট পান নায়িকা। সেই সময় পায়ে ব্যান্ডেজ নিয়ে ছবি শেয়ার করেছিলেন তিনি। এই পা নিয়েই এসভিএফ-হইচইয়ের ইভেন্টে যোগ দিতে দেখা গিয়েছিল ঋতাভরীকে। নায়িকার পড়ে গিয়ে পায়ের টিস্যুতে আঘাত লেগেছিল। ঋতাভরীকে খুব শীঘ্রই দেখা যাবে হইচই টিভিতে। শাখা প্রশাখা নিয়ে আসছেন নায়িকা। এছাড়াও তাঁর এসকে মুভিজের পক্ষ থেকে গৃহস্থ মুক্তি পেয়েছে সদ্য। কেরিয়ারের মধ্য আকাশে রয়েছে ঋতাভরীর ফিল্মি কেরিয়ার। 

ঋতাভরীর প্রেমিক সুমিত অরোরা পেশাগতভাবে বলিউডের সঙ্গে যুক্ত, লেখক-পরিচালক। শাহরুখ খানের ‘জওয়ান’-এর সংলাপ তাঁরই লেখা। এ ছাড়া ‘স্ত্রী’, ‘চন্দু চ‌্যাম্পিয়ন’, ‘দাহাড়’, ‘ফ‌্যামিলি ম‌্যান’-এর সংলাপ-ও তাঁরই লেখা। ২০১৭ সালে একটা প্রজেক্টে দুজনে একসঙ্গে কাজ করেন আর সেকান থেকেই ঋতাভরীর সঙ্গে বন্ধুত্ব। তবে সেই বন্ধুত্ব প্রেমে পরিণতি পায় অনেক পরে। কারণ মাঝে ঋতাভরী জড়িয়েছিলেন বেশ কিছু সম্পর্কে। খুব শীঘ্রই বিয়ে করার পরিকল্পনা রয়েছে ঋতাভরী ও সুমিতের।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement