Advertisement

Rittika Sen: অক্সিজেন মাস্ক-ক্লান্ত শরীর, কী হয়েছে 'বরবাদ' খ্যাত ঋত্বিকার?

Rittika Sen: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে আজও জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন। তাঁর ফেসবুক-ইনস্টাগ্রাম পেজে নজর রাখলেই দেখা যাবে অভিনেত্রীর একাধিক রিলস-ভিডিও ও ছবি। তবে রবিবার অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে যে ছবি পোস্ট করেছেন তা দেখে রীতিমতো শিউরে ওঠেন নেটিজেনরা।

ঋত্বিকা সেন ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামঋত্বিকা সেন ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2023,
  • अपडेटेड 2:24 PM IST
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে আজও জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন।
  • তাঁর ফেসবুক-ইনস্টাগ্রাম পেজে নজর রাখলেই দেখা যাবে অভিনেত্রীর একাধিক রিলস-ভিডিও ও ছবি।
  • তবে রবিবার অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে যে ছবি পোস্ট করেছেন তা দেখে রীতিমতো শিউরে ওঠেন নেটিজেনরা

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে আজও জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন। তাঁর ফেসবুক-ইনস্টাগ্রাম পেজে নজর রাখলেই দেখা যাবে অভিনেত্রীর একাধিক রিলস-ভিডিও ও ছবি। তবে রবিবার অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে যে ছবি পোস্ট করেছেন তা দেখে রীতিমতো শিউরে ওঠেন নেটিজেনরা। রবিবার অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, চেয়ারে বসে রয়েছেন অভিনেত্রী। ঋত্বিকা সেনের চোখ-মুখ বসে গিয়েছে।  এই ছবি সামনে আসতেই তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন নেটিজেনরা। 

অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী
অনেকেই হয়ত মনে করেছিলেন যে এট হয়ত কোনও সিনেমার দৃশ্য। কিন্তু আদপে তা নয়। সত্যিই অভিনেত্রী অসুস্থ। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। ঋত্বিকা তাঁর ছবি পোস্ট করে লিখেছেন ‘হেলথ ইজ নট ভ্যালুড টিল সিকনেস কামস।’ যার বাংলায় অর্থ স্বাস্থ্যকে ততক্ষণ গুরুত্ব দেওয়া হয় না যতক্ষণ না অসুস্থ না হয়ে পড়ি। অভিনেত্রীর এই ছবি দেখে অনেকেই তাঁকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। 

ঋত্বিকা সেন অসুস্থ ছবি সৌজন্যে: ফেসবুক

 

আরও পড়ুন

ইনফেকশনে আক্রান্ত অভিনেত্রী
কিন্তু কী হয়েছে ঋত্বিকার? অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে বেশ কিছু দিন ধরেই শরীর ভাল নেই তাঁর। ভীষণ কাশি, সঙ্গে বুকে ব্যাথা, অসম্ভব ক্লান্তি। চিকিৎসকের কাছে গেলে তাঁকে বলা হয়, ইনফেকশনে আক্রান্ত তিনি। হঠাৎ আবহওয়া পরিবর্তনের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন। ওষুধ চলছে। অভিনেত্রী এও জানিয়েছেন যে কিছুদিন তিনি বিশ্রাম নেবেন সুস্থ হয়ে ওঠার জন্য। 

 

বরবাদ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু
প্রসঙ্গত, ২০০৪ সালে পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে 'বরবাদ' সিনেমায় প্রথম দেখা যায় ঋত্বিকাকে। এর আগে অভিনেত্রী শিশুশিল্পী হিসাবে কাজ করেছেন বহু সিনেমায়। বরবাদ সিনেমায় তাঁকে বনি সেনগুপ্তের বিপরীতে দেখা যায়।  মাত্র একটি ছবিতেই মুখ্য চরিত্র করে অপর্ণা সেনের ‘আরশি নগর’-এ দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ আসে। এর পর একাধিক বাণিজ্যিক ধারার ছবিতে কাজ করেছেন ঋত্বিকা। কিন্তু এরপরও অভিনেত্রী টলিউডে জায়গা করে নিতে ব্যর্থ হন। বর্তমানে তিনি দক্ষিণী ছবিতে নিজের ভাগ্য পরীক্ষা করছেন। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। তবে নেটিজেনদের উদ্বেগের কারণেই অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে তাঁর অসুস্থতার ছবি সরিয়ে দেন।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement