Advertisement

Soumitrisha Kundu: 'বিগ বস'-এর অফার এসেছিল সৌমিতৃষার কাছে, কী বললেন 'মিঠাই রানি'?

Soumitrisha Kundu: টলিপাড়ায় বেশ পরিচিত নাম সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই সিরিয়ালের দৌলতে রাতারাতি দর্শকদের কাছে মিঠাই রানি হিসাবে জনপ্রিয়তা পান সৌমিতৃষা। আর এই সিরিয়াল শেষ হতেই বড়পর্দায় ডেবিউ করে ফেলেন, তাও আবার দেবের বিপরীতে। অভিনয়ের পাশাপাশি সৌমিতৃষা কোনও না কোনও বিষয় নিয়ে সব সময়ই চর্চায় থাকেন।

সৌমিতৃষার কাছে এসেছিল বিগ বস-এর অফারসৌমিতৃষার কাছে এসেছিল বিগ বস-এর অফার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2024,
  • अपडेटेड 10:52 AM IST
  • টলিপাড়ায় বেশ পরিচিত নাম সৌমিতৃষা কুণ্ডু।

টলিপাড়ায় বেশ পরিচিত নাম সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই সিরিয়ালের দৌলতে রাতারাতি দর্শকদের কাছে মিঠাই রানি হিসাবে জনপ্রিয়তা পান সৌমিতৃষা। আর এই সিরিয়াল শেষ হতেই বড়পর্দায় ডেবিউ করে ফেলেন, তাও আবার দেবের বিপরীতে। অভিনয়ের পাশাপাশি সৌমিতৃষা কোনও না কোনও বিষয় নিয়ে সব সময়ই চর্চায় থাকেন। এই মুহূর্তে ছোটপর্দা থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। তাঁর ঝুলিতে সিনেমা-ওয়েব সিরিজের পাশাপাশি রিয়্যালিটি শো-তে অংশ নেওয়ার প্রস্তাবও ছিল।

জানেন কি বিগ বস-এর বাড়িতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন সৌমিতৃষা? সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠাই রানি জানিয়েছেন সেই কথা। তিনি বলেছেন, আমার কাছে বিগ বস থেকে অফার এসেছিল। কিন্তু এই মুহূর্তে আমার বেশ কিছু কাজের কথা হয়ে রয়েছে তাই না করে দিয়েছি। বিগ বসের পাশাপাশি সৌমিতৃষার কাছে হিন্দি সিরিয়ালের প্রস্তাবও আসে, কিন্তু এই মুহূর্তে কোনও প্রস্তাবেই হ্যাঁ করেননি তিনি। এখন তাঁর হাতে রয়েছে একটি সিরিজ ও সিনেমার কাজ। 

সৌমিতৃষাকে নিয়ে চর্চার অন্ত নেই। মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর বড়পর্দায় সুযোগ পাওয়ার পর থেকেই নাকি সৌমিতৃষার দাম্ভিকতা বেড়ে গিয়েছে বলে টেলি দুনিয়ায় শোনা যাচ্ছিল। আদৃত ও সৌমিতৃষার সম্পর্ক সিরিয়াল চলাকালীনই তিক্ত হয়ে যায়। এমনকী আদৃত-কৌশাম্বীর বিয়েতে গোটা মিঠাই পরিবারকে দেখা গেলেও সৌমিতৃষাকে দেখা যায়নি। পরে শোনা গিয়েছিল যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি এই বিয়েতে। সিরিয়ালের গন্ডি ছাড়িয়ে ইতিমধ্য়েই তিনি মন দিয়েছেন সিনেমা এবং ওয়েব সিরিজের কাজে। তিনি যেখানেই যান সর্বত্র তাঁকে দেখা যায় মা-বাবার সঙ্গে। তা তিনি ঠাকুরের স্থানে যান কিংবা পুজোয় কোথাও ঘুরতে যান।

নিজের পোশাক নিয়েও তাঁকে মাঝে মধ্যেই ট্রোলের মুখে পড়তে হয়। তবে এইসব কিছুকে একেবারেই পাত্তা দেন না সৌমিতৃষা। থাকেন নিজের মতো করে। সৌমিতৃষা নিজেকে সিঙ্গল বলেই দাবি করে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পেজে নায়িকা জানিয়ে দিলেন কেন তিনি এখনও সিঙ্গল। সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষা বলেন, আমি প্রতি দিন নিত্য নতুন কারণ খুঁজি সিঙ্গল থাকার।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement