Advertisement

Srabanti's Ex-Husband Marriage: বাঙালি মতে বিয়ে সারলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী, দেখুন নবদম্পতির ছবি

Srabanti's Ex-Husband Marriage: বিয়ে করলেন শ্রাবন্তীর তৃতীয় প্রাক্তন স্বামী রোশন সিং। পাত্রী অনামিকা মৈত্র বাঙালি কন্যা। শ্রাবন্তীর পর এবারও পঞ্জাবি পরিবারের ছেলে রোশন বিয়ে করলেন বাঙালি মেয়েকে। শুধু তাই নয়, একেবারে বাঙালি নিয়ম-রীতি মেনেই বিয়ে করেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী।

দ্বিতীয় বিয়ে সারলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামীদ্বিতীয় বিয়ে সারলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2025,
  • अपडेटेड 12:21 PM IST
  • বিয়ে করলেন শ্রাবন্তীর তৃতীয় প্রাক্তন স্বামী রোশন সিং।

বিয়ে করলেন শ্রাবন্তীর তৃতীয় প্রাক্তন স্বামী রোশন সিং। পাত্রী অনামিকা মৈত্র বাঙালি কন্যা। শ্রাবন্তীর পর এবারও পঞ্জাবি পরিবারের ছেলে রোশন বিয়ে করলেন বাঙালি মেয়েকে। শুধু তাই নয়, একেবারে বাঙালি নিয়ম-রীতি মেনেই বিয়ে করেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী। অনেকদন ধরেই শোনা যাচ্ছিল যে নতুন সম্পর্কে জড়িয়েছেন টলিউড নায়িকার প্রাক্তন স্বামী। আর এবার শ্রাবন্তীর থেকে ডিভোর্স পেতে না পেতেই বিয়ে করে নিলেন রোেশন। 

অনেকদিন ধরেই অনামিকা মৈত্রের সঙ্গে সম্পর্কে ছিলেন রোশন। চলতি বছরের এপ্রিলে শ্রাবন্তী ও রোশনের আনুষ্ঠানিক ডিভোর্সের পরই রোশনকে তাঁর প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে দেখা যায়। মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড শেয়ার করে বিয়ের তারিখ জানিয়ে দেন নায়িকার তৃতীয় প্রাক্তন স্বামী। ৩১ জুলাই সাতপাকে বাঁধা পড়েন রোশন ও অনামিকা। রোশনের সোশ্যাল মিডিয়া পেজে বিয়ের তেমন ছবি দেখা না গেলেও অনামিকা তাঁর সোশ্যাল মিডিয়া মেহেন্দি থেকে গায়ে হলুদ, বৃদ্ধি সবকিছুর ছবি শেয়ার করেছেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অনামিকা বাঙালি হওয়ায় বাঙালি রীতি মেনেই এই বিয়ে হয়। রোশনের বউকে দেখা গিয়েছে লাল বেনারসী, মাথায় শোলার মুকুট, লাল ওড়না ও সোনার গয়নায়। অনামিকার হাতে থাকা বটুয়ায় লেখা তাঁর ও রোশনের নাম। অপরদিকে, রোশনও বাঙালি কায়দায় ধুতি-পাঞ্জাবি পরেছিলেন। বাঙালি মতে অনামিকার সিঁথিতে সিঁদুর পরালেন রোশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। রোশনের হবু বউয়ের নাম অনামিকা মৈত্র। অনামিকার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী রোশনের প্রেমিকা বাঙালি এবং তিনি কলকাতারই মেয়ে। তিনি মিডিয়া সায়েন্স নিয়ে এমএসসি করেছেন দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এবং এমবিএ করেছেন সিম্বোসিস থেকে। বিয়ে সারা হতেই অনামিকা তাঁর সোশ্যাল মিডিয়ায় নাম বদলে অনামিকা সিং করেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

শন সিং এর আগেও তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে এই অনামিকাকে নিয়ে স্টোরি পোস্ট করেছিলেন। শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর এক সংবাদমাধ্যমকে রোশন জানিয়েছিলেন যে তিনি এক বন্ধন থেকে সবে মুক্তি পেয়েছেন। একটু নিজেকে গুছিয়ে নিয়েই অনামিকার সঙ্গে চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়বেন। আর সেই কথামতো জুলাই শেষে অনামিকাকে বিয়ে করলেন রোশন।

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

চলতি বছরের এপ্রিলে আদালত শ্রাবন্তী ও রোশন সিংয়ের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দেয়। দীর্ঘ দিন ধরে দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে নাকি টানাপড়েন চলছিল। অবশেষে সেপ্টেম্বরে তাঁরা পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। খবর, কেবল উভয়ের স্বাক্ষর বাকি ছিল। আইনি বিচ্ছেদের পরেই রোশন তাঁর সমাজমাধ্যমের ছবি বদলে দেন। তাঁর বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন।  ২০১৯ সালে লোকচক্ষুর আড়ালে চুপি চুপি বিয়ে সারেন কেবিন ক্রু রোশন ও শ্রাবন্তী। চণ্ডীগড়ে গুরুদ্বারে গিয়ে পাঞ্জাবী মতে বিয়ে করেন রোশন ও শ্রাবন্তী।  বিয়ের একবছর ভালই কেটেছিল তাঁদের।     

Read more!
Advertisement
Advertisement