Advertisement

Subhashree Ganguly: পিৎজ্জায় কামড় দিলেন শুভশ্রী, উইকেন্ডে Cheat Diet নায়িকার

Subhashree Ganguly: গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকতে হলে নায়িকাদের জীবন থেকে অনেক কিছু বাদ চলে যায়। যার মধ্যে অন্যতম হল তাঁদের প্রিয় খাবার। আর বাঙালি অভিনেত্রী মানেই বাদ দেওয়া খাবারের তালিকায় থাকবে মিষ্টি, মাটন সহ আরও অনেক লোভনীয় খাবার। টলিপাড়ার শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

শুভশ্রীর কোলে ইউভানশুভশ্রীর কোলে ইউভান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 10:21 AM IST
  • গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকতে হলে নায়িকাদের জীবন থেকে অনেক কিছু বাদ চলে যায়।

গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকতে হলে নায়িকাদের জীবন থেকে অনেক কিছু বাদ চলে যায়। যার মধ্যে অন্যতম হল তাঁদের প্রিয় খাবার। আর বাঙালি অভিনেত্রী মানেই বাদ দেওয়া খাবারের তালিকায় থাকবে মিষ্টি, মাটন সহ আরও অনেক লোভনীয় খাবার। টলিপাড়ার শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যিনি তাঁর ছিপছিপে ফিগারকে বজায় রাখার জন্য জিম, যোগা সহ কড়া ডায়েট করে থাকেন। তবে মাঝে মধ্যে ডায়েট ভুলেই চলে দেদার খাওয়া-দাওয়া। সেরকমই শুভশ্রীকে দেখা গেল জমিয়ে খেতে। সঙ্গে ছিলেন রাজ ও ছেলে ইউভান। 

আদ্যোপান্ত বাঙালি মেয়ে শুভশ্রী। ক্যামেরার সামনে নিজেকে সুন্দর রাখতে তাঁকে মেনে চলতে হয় অনেক কিছুই। যার মধ্যে রয়েছে কড়া ডায়েট। যেখানে বাদ নায়িকার প্রিয় সমস্ত খাবারই। কিন্তু শনি-রবিবার সপ্তাহান্ত, আর এইদিন একটু ডায়েট ভুলে আজেবাজে খাবার খাওয়াই যায়। সেরকমটাই করলেন শুভশ্রীও। পরিবারের সঙ্গে উইকেন্ড উপভোগ করতে গিয়ে কামড় দিলেন পিৎজ্জায়। ইউভানকে কোলে নিয়েই ইতালিয়ান খাবারে মন দিলেন নায়িকা, সামনে এত্ত বড় পিৎজ্জা। নায়িকার সঙ্গে ছিলেন পরিচালক-স্বামী রাজ চক্রবর্তীও। পিৎজ্জায় কামড় দেওয়ার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছেন শুভশ্রী। 

টিনসেল টাউনের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। যিনি দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও ছিপছিপে গড়ন বজায় রেখেছেন। তাঁকে দেখে বোঝার উপায় নেই শুভশ্রী দুই সন্তানের মা। দুবার প্রেগন্যান্সির পরও চিকিৎসকের পরামর্শ নিয়েই তিনি শরীরচর্চা, ডায়েট সব শুরু করে দিয়েছিলেন। কিন্তু দিনের শেষে শুভশ্রীরও ক্রেভিংস হয়, মনের মতো কিছু খাবার খেতে ইচ্ছে করে। তাই উইকেন্ডে নিজের পছন্দের পিৎজ্জায় কামড় দিলেন নায়িকা। খেতে খুবই ভালোবাসেন নায়িকা, তা তিনি একাধিক সাক্ষাৎকারেই জানিয়েছিলেন। 

শুভশ্রীর প্রিয় খাবার ফুচকা, এই খাবারটি তাঁর জিভে জল এনে দেয়। ইউভানের জন্মদিনে শুভশ্রীকে ফুচকা খেতেও দেখা গিয়েছে। অন্যান্য মেয়েদের মতোই নায়িকা ফুচকা লাভার বলা চলে। খুব অল্প সময়ের মধ্যেই শুভশ্রী অগুণিত ফুচকা খেয়ে নিতে পারেন। একবার এক ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬৪টি ফুচকা খেয়েছিলেন রাজ-ঘরণী। তবে এখন ডায়েট আর ক্যালরির কথা ভেবে এত ফুচকা খাবেন না নায়িকা।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement