Advertisement

Subhashree Ganguly: খোলা পিঠে শুভশ্রী ফ্লন্ট করছেন ট্যাটু, কার নাম লেখা নায়িকার শরীরে?

Subhashree Ganguly: খোলা পিঠ। উঁচু করে চুল বাঁধা। নায়িকার পুরো মুখ দেখা যাচ্ছে না। তবে বুঝতে অসুবিধা হবে না এটা কে। নায়িকার ঘাড়ের দিকে দেখা যাচ্ছে ছোট্ট একটি ট্যাটু। এই প্রথমবার টলিপাড়ার এই নায়িকার ট্যাটু সামনে এল।

শুভশ্রী ফ্লন্ট করছেন ট্যাটুশুভশ্রী ফ্লন্ট করছেন ট্যাটু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2025,
  • अपडेटेड 2:17 PM IST
  • নায়িকার ঘাড়ের দিকে দেখা যাচ্ছে ছোট্ট একটি ট্যাটু।

খোলা পিঠ। উঁচু করে চুল বাঁধা। নায়িকার পুরো মুখ দেখা যাচ্ছে না। তবে বুঝতে অসুবিধা হবে না এটা কে। নায়িকার ঘাড়ের দিকে দেখা যাচ্ছে ছোট্ট একটি ট্যাটু। এই প্রথমবার টলিপাড়ার এই নায়িকার ট্যাটু সামনে এল। এই নায়িকা আর কেউ নন, টলিপাড়ার চেনা মুখ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নায়িকার ঘাড়ের কাছের এই ট্যাটু সকলকে আকর্ষিত করেছে রীতিমতো। কিন্তু শুভশ্রীর এই ট্যাটু কীসের প্রতীক আর এর অর্থ কী।  

শুভশ্রীর ট্যাটু
টলিপাড়ার অনেক অভিনেত্রী হাতে, কোমরে, পিঠে ট্যাটু করিয়ে থাকেন। ব্যতিক্রম নন শুভশ্রী চক্রবর্তীও। তিনিও তাঁর ঘাড়ে একদম ছোট একটি ট্যাটু করিয়েছেন। যদিও সব সময় তা ফ্লন্ট করেন এমন নয়। ব্যাকলেস কোনও পোশাকে অথবা পিঠখোলা কোনও ড্রেস পরলে তবেই সেই ট্যাটু চোখে পড়বে আপনার। যেহেতু খুব ছোট ট্যাটু, সেইজন্য অনেকেই শুভশ্রীর এই ট্যাটু আসলে কী, তা বুঝতে পারেন না। শুভশ্রীর ঘাড়ের কাছে ইংরাজিতে লেখা Mrs Choco। যেটা শর্ট ফর্ম তাঁর স্বামী রাজ চক্রবর্তীর পদবীর। যার বাংলা অর্থ শ্রীমতী চক্রবর্তী। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রাজও করিয়েছেন ট্যাটু
শুভশ্রীর পাশাপাশি রাজ চক্রবর্তীর হাতেও দেখা যায় ট্যাটু। তবে সেখানে স্ত্রী শুভশ্রী নন, ছেলে ইউভানের নাম ও পায়ের ছাপ আঁকা ট্যাটু করিয়েছেন হাতে। এই ট্যাটু কিছু বছর আগেই করান পরিচালক রাজ। তবে শুভশ্রীর ঘাড়ে থাকা এই মিষ্টি ট্যাটু কিন্তু তিনি তাঁর স্বামী রাজকেই উৎসর্গ করেছেন। টলিপাড়ায় পাওয়ার কাপল হিসাবেই পরিচিত রাজ ও শুভশ্রী। ২০১৯ সালে বিয়ে করেন তাঁরা। দুই সন্তানের মা-বাবা হওয়ার পরও তাঁদের ভালোবাসায় কোনও ভাঁটা পড়েনি। 

পাওয়ার কাপল রাজ-শুভশ্রী
কিছুদিন আগেই রাজের সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছিলেন শুভশ্রী। ইউভান ও ইয়ালিনিকে বাড়িতে রেখেই একান্তে রোম্যান্স করতে দেখা যায় এই পাওয়ার কাপলকে। ফিরে এসেই শুভশ্রী কাজে ব্যস্ত হয়ে পড়েন। সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে শুভশ্রীকে দেখা যাবে বিনোদিনী চরিত্রে। পুরীতে সম্প্রতি এই ছবির শ্যুটিং সেরে এসেছেন নায়িকা। শত ব্যস্ততার মাঝেও রাজ ও শুভশ্রী একে-অপরকে সময় দিতে ভোলেন না।    

Advertisement

    

Read more!
Advertisement
Advertisement