Advertisement

Subhashree Ganguly: কে বলবে দুই সন্তানের মা? সাদামাটা বাঙালি খাবার খেয়েই ছিপছিপে শুভশ্রী

Subhashree Ganguly: টলিউডের এখন এক নম্বর নায়িকা বলতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই বোঝায়। কর্মাশিয়াল ছবি থেকে অন্য ধারার সিনেমায় নিজেকে বারে বারে প্রমাণিত করেছেন রাজ-পত্নী। দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও শুভশ্রী নিজের কাজের প্রতি খুবই নিষ্ঠাবান।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2024,
  • अपडेटेड 12:51 PM IST
  • টলিউডের এখন এক নম্বর নায়িকা বলতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই বোঝায়।

টলিউডের এখন এক নম্বর নায়িকা বলতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই বোঝায়। কর্মাশিয়াল ছবি থেকে অন্য ধারার সিনেমায় নিজেকে বারে বারে প্রমাণিত করেছেন রাজ-পত্নী। দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও শুভশ্রী নিজের কাজের প্রতি খুবই নিষ্ঠাবান। দ্বিতীয় সন্তান ইয়ালিনি হওয়ার পর পরই শুভশ্রী কাজে ফিরে যান। শুধু তাই নয়, নিজের ফিগার নিয়েও খুবই সচেতন অভিনেত্রী। একেবারে মেপে মেপে খাবার খেয়ে থাকেন। তবে শুভশ্রীর সামনে যদি এই খাবারটা আসে তাহলে একেবারেই নিজেকে আটকে রাখতে পারেন না অভিনেত্রী। 

সম্প্রতি এসভিএফের পক্ষ থেকে শুভশ্রীর সঙ্গে একটি ব়্যাপিডো সেশন করা হয়। আর সেখানেই শুভশ্রী জানান যে তাঁর কমফোর্ট খাবার কোনটা। শুভশ্রীকে জিজ্ঞেস করা হয় যে অভিনেত্রীর প্রিয় খাবার কোনটা। সেই উত্তরে শুভশ্রী বলেন যে বাঙালি থালি খেতে তাঁর খুবই ভাল লাগে আর তার সঙ্গে এও জানান যে তিনি সেদ্ধ ভাত ও আলু সেদ্ধ খেতেও তাঁর ভীষণ ভাল লাগে। এই খাবারটা তাঁর খুবই পছন্দের খাবার। এমনিতেই শুভশ্রী খেতে ভালোবাসলেও গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকার কারণে সব খাবার খেতে পারেন না। তবে মাঝে মাঝে নিজের পছন্দের খাবার চেখে দেখেন। 

শুভশ্রী অন্য সব মেয়েদের মতোই ফুচকা খেতে ভীষণভাবে ভালোবাসেন। তা তাঁর একাধিক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন। দিদি নম্বর ১-এ এসে রচনা বন্দ্যোপাধ্যায়কে শুভশ্রী জানিয়েছিলেন যে তিনি একবারে মোট ৬৪টা ফুচকা খেতে পারেন। যা শুনে বেশ অবাকই হয়েছিলেন রচনা। টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সর্বদাই খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি তাঁর অভিনীত সন্তান ছবি মুক্তি পেয়েছে। পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর এই ছবিতে শুভশ্রীকে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে। 

গত বছর ৩০ নভেম্বর দ্বিতীয়বার মা হয়েছেন। রাজ-শুভশ্রীর জীবনে এসেছে ইয়ালিনি। অভিনেত্রী সময় পেলেই নিজের সন্তানের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাদের ছোট ছোট কাণ্ড কারখানার ভিডিও শেয়ার করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই কোল জুড়ে এসেছে দুই সন্তান। বর্তমানে ছেলে ও মেয়েকে নিয়ে সুখের সংসার নায়িকার। তবে দুই সন্তানের মধ্যে যাতে কোনওদিন সিবলিং রাইভালরি তৈরি না হয় সেদিকে শুরু থেকেই নজর দিয়েছেন শুভশ্রী।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement