Advertisement

Subhashree Ganguly: 'বলো মাম্মা', শুভশ্রীর আবদারে ইয়ালিনি বলল 'বাবা', আদুরে VIDEO VIRAL

Subhashree Ganguly: ছেলে ইউভানের পাশাপাশি মেয়ে ইয়ালিনিকে নিয়েও নানান মজার ভিডিও শেয়ার করে থাকেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কাজের ব্যস্ততার পাশাপাশি অভিনেত্রী তাঁর দুই সন্তানকে সময় দিতে ভোলেননা। যার ঝলক মেলে সোশ্যাল মিডিয়া পেজে।

শুভশ্রী-ইয়ালিনির মিষ্টি ভিডিও
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2024,
  • अपडेटेड 10:52 AM IST
  • ছেলে ইউভানের পাশাপাশি মেয়ে ইয়ালিনিকে নিয়েও নানান মজার ভিডিও শেয়ার করে থাকেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ছেলে ইউভানের পাশাপাশি মেয়ে ইয়ালিনিকে নিয়েও নানান মজার ভিডিও শেয়ার করে থাকেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কাজের ব্যস্ততার পাশাপাশি অভিনেত্রী তাঁর দুই সন্তানকে সময় দিতে ভোলেননা। যার ঝলক মেলে সোশ্যাল মিডিয়া পেজে। তেমনই রবিবার সকালে মেয়ে ইয়ালিনির সঙ্গে চলল মা শুভশ্রীর মজার প্রশ্নোত্তর পর্ব। যেখানে ইয়ালিনি এক প্রকার শুভশ্রীকে নিরাশ করলেন। 

মেয়ে ইয়ালিনিকে কোলে বসিয়ে শুভশ্রী প্রথমেই আবদার করলেন, ইয়ালিনি স্মাইল। প্রথমে একরত্তি একটু অবাক হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পরে খিলখিলিয়ে হেসে ওঠেন। এরপরেই মায়ের দাবি, একটু গান গেয়ে শোনাও। কিন্তু ইয়ালিনি মায়ের কথায় বিশেষ পাত্তা দিতে নারাজ। এরপর শুভশ্রী আবারও বলেন, ইয়ালিনি ডান্স। কিন্তু তাতেও বিশেষ আগ্রহ দেখায়নি রাজ-শুভশ্রী কন্যা। বরং মায়ের কোলে বসে নিজের খেলাতেই মত্ত। 

এরপরেই সব মায়েদের মতো শুভশ্রীও ইয়ালিনির কাছে মা ডাকটা শুনতে চাইছেন। আর সেই আশাতেই অভিনেত্রী দাবি করেন, বলো মাম্মা। ইয়ালিনি মুখে খানিকটা আওয়াজ করেই চুপ। কিন্তু মায়ের মন যে মানতে চায় না। এক বার ‘মা’ বললেই যেন পুচকের ছুটি। অবশেষে মুখ ফুটে ইয়ালিনি বলে উঠল বাবা। অর্থাৎ মা বা মাম্মা নয়, ইয়ালিনি প্রথমে বাবা বলতেই শিখেছে। শুভশ্রীর ঠোঁট উল্টে গেলেও হাল ছাড়েননি তিনি। অভিনেত্রী ইয়ালিনিকে বলেন, মাম্মা বলো। কিন্তু ইয়ালিনি তখন খেলেতে খেলতে বলে চলেছে, পা পা পা পাপা। আর কী করা যাবে অগত্যা শুভশ্রী ভিডিওটি শেষ করলেন।

গত বছরের নভেম্বরে রাজ-শুভশ্রীর ঘরে আসে ইয়ালিনি। জন্মের পর থেকেই মেয়ের মুখ গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি। এই বছর ছেলে ইউভানের ৪ বছরের জন্মদিনে ইয়ালিনির মুখ সামনে নিয়ে আসেন শুভশ্রী ও রাজ। এরপর থেকে মেয়ের নানান কীর্তির ভিডিও পোস্ট করেন মা শুভশ্রী। এমনিতেই স্টার কিডদের ঘিরে কৌতুহল কম নেই। ইউভানের মতো ইয়ালিনির নানান মজার ভিডিও নেটিজেনদের খুবই পছন্দ। এর আগে ইউভানকে দাদা বলে ডাকার ভিডিওটিও নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছিল। হাজারও কাজের ব্যস্ততার মাঝেও, নিজের ২ সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর কোনো সুযোগ ছাড়েন না শুভশ্রী ও রাজ।

Advertisement

কাজের সূত্রে, শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে রাজের পরিচালনায় বাবলি সিনেমায়। শুভশ্রীকে এরপর দেখা যাবে সন্তান ছবিতে। এটিও রাজের পরিচালনা। সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দেখা যাবে মিঠুন ও ঋত্বিক চক্রবর্তীকে। এই ছবিতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে।   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement